PDA

View Full Version : ফরেক্স ব্রোকারদের কাছ থেকে সহজেই কিভাবে প্রফিট উইথড্র করার কৌশল!



habibi
2021-09-05, 02:11 PM
১। নিশ্চিত করুন যে সমস্ত ওপেন ট্রেড ক্লোজ করেছেন কিনা
বেশিরভাগ ফরেক্স ব্রোকার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স উত্তোলন করা যায় না যতক্ষণ না কোন ওপেন ট্রেড না থাকে, সেগুলো ইতিবাচক বা ভাসমান নেতিবাচক ট্রেড হোক। এর কারণ হল যখন আপনি একটি উইথড্র আবেদন করেন এবং তখন আপনার রানিং ট্রেড থেকে লস হতে থাকে তখন আপনার উইথড্র আমউন্টের উপর প্রভাব পরবে। তাই প্রায় ব্রোকার রানিং ট্রেড থাকলে উইথড্র দেয় না।

২। নিশ্চিত করুন যে অ্যাকাউন্টটি সর্বচ্চো ভেরিফাই করা হয়েছে কিনা।
মূলত সকল ফরেক্স ব্রোকারদের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের প্রয়োজন হয় যদি কোন ট্রেডার অ্যাকাউন্টের ব্যালেন্স থেকে ফান্ড তুলতে চায়। তাই নিশ্চিত করুন যে অ্যাকাউন্টটি সর্বচ্চো ভেরিফাই করা হয়েছে কিনা।

৩। ডিপোজিট এবং উইথড্র একই পেমেন্ট মেথড দিয়ে করা হয়ে কিনা।

৪। ট্রেডিং অ্যাকাউন্ট থেকে খুব বেশি মুনাফা প্রফিট উইথড্র দিবেন না

৫। ব্রোকারদের শর্তাবলী মনোযোগ দিয়ে পড়ুন।

EmonFX
2021-09-06, 12:01 PM
আমাদেরকে ট্রেডিং অ্যাকাউন্ট থেকে প্রফিট বা ডিপোজিটকৃত ডলার উইথড্র দিতে গেলে অবশ্যই প্রথমে রানিং সকল ট্রেড ক্লোজ করে নিতে হবে। ট্রেড রানিং থাকা অবস্থায় কোনো ব্রোকার থেকেই ডলার উইথড্র দেয়া যায় না। কেননা রানিং থাকা ট্রেড লসে গেলে তখন সেটা মূল ব্যালেন্সের উপরে প্রভাব ফেলতে পারে। তাছাড়া এমন হতে পারে আপনার ট্রেড লসে থাকা অবস্থায় এমন অ্যামাউন্ট উইথড্র দিলেন যেটা আপনার ব্যালেন্স এবং ইকুইটিকে অতিক্রম করে। তাই এ অবস্থায় উইথড্র দেয়া যায় না।
তাছাড়া ট্রেডিং একাউন্ট টি অবশ্যই রিয়েল ডকুমেন্ট দিয়ে যথাযথ নিয়ম মেনে সর্বোচ্চ লেভেল অর্থাৎ পরিপূর্ণভাবে ভেরিফাই থাকতে হবে। তা না হলে উইথড্র দেয়ার সময় একাউন্ট ব্লক সহ যেকোনো ধরনের জটিলতার মধ্যে পড়তে পারে হতে পারে।
এবং আরো একটি বিষয় লক্ষ্যনীয় বিষয় হলো আপনি যে পেমেন্ট মেথড ব্যবহার করে ডিপোজিট করেছেন অবশ্যই সেই পেমেন্ট মেথড ব্যবহার করে উইথড্র দিতে হবে। ধরুন, আপনি স্ক্রিল পেমেন্ট মেথড ব্যবহার করে ডিপোজিট করেছেন তাহলে আপনাকে উইথড্র দিতে হলে অবশ্যই স্ক্রিল পেমেন্ট মেথড ব্যবহার করেই উইথড্র নিতে হবে।