PDA

View Full Version : বোনাস থেকে অর্জিত ডলার লস হলে



EmonFX
2021-09-05, 05:56 PM
অনেকেই মাঝে মাঝে প্রশ্ন করেন বোনাস থেকে অর্জিত ডলার লস করলে পরবর্তীতে সেটা ডলার রিকভারি করতে হয় কিনা? বোনাস থেকে অর্জিত ডলার লস করলে পরবর্তীতে সেই ডলার রিকোভার করতে হবে না যদি না আপনি ম্যানুয়ালি ট্রেড ক্লোজ করে না দেন। আপনি যদি বারবার ট্রেডিং করে ম্যানুয়ালি ট্রেড ক্লোজ করে ব্যালেন্স জিরো করে ফেলেন তাহলে আপনাকে অবশ্যই পরবর্তী মাসের বোনাস থেকে প্রফিট করে পূর্বের লসকৃত ডলার রিকোভার করতে হবে এবং তারপরে প্রফিট করতে পারলে সেটা উত্তোলন করতে পারবেন। কিন্তু আপনার ট্রেড যদি লসে গিয়ে স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ হয়ে যায় এবং মার্জিন কল খান তাহলে আপনাকে আর সেই ডলার পরবর্তী মাসে রিকোভার করতে হবে না। পরবর্তী মাসের বোনাস থেকে যেটাই প্রফিট করতে পারবেন তার পুরোটাই উত্তোলন করতে পারবেন।

Smd
2021-09-05, 09:19 PM
বোনাস ডলার লস হলে সেই ডলার রেকভারি করতে হবে তারপর যদি প্রফিট হয় তবেই উইথড্র পাবেন অন্যথায় না। তবে একবার যদি বেশি লস হয়ে যায় তবে আমাদের মানসিকতা ঠিক থাকে না। তখন মনে হয় মার্জিন কল খেলেই ভালো হতো। কারন মার্জিন কল খেলে আর পুরানো লসগুলো রিকোভারি করার দরকার নেই আবার নতুন ব্যালেন্স পেলে নতুনভাবে এনালাইসিস করে শুরু করতে পারবেন।

md mehedi hasan
2021-09-06, 06:14 AM
অবশ্যই বোনাস থেকে কিছুটা ডলার লস হলে আপনাকে অবশ্যই লস রিকভারির করতে হবে।ধরুন আপনার কাছে আছে ১০০ ডলার বোনাস।এর থেকে আপনি ২০ ডলার লস করলেন।তাহলে আপনার একাউন্টে ৮০ ডলার থাকবে।পরবর্তীতে আপনি যদি প্রফিট করেন।সেই প্রফিট আপনি তখনি তুলতে পারবেন যখন আপনার বোনাস একান১০০ ডলার হবে।এর উরের প্রফিট করলে আপনি তুলতে পারবেন।আর যদি আপনি একেবারি একাউন্ট জিরো করেন।তাহলে পরবর্তী মাসে যদি১০০ ডলার বোনাস পান।আর ট্রেড করে ১১০ একাউন্ট হয় আপনি ১০ ডলার তুলতে পারবেন।এক্ষেত্রে আপনাকে অতীত এর লস রিকভারির করতে হবে না।

samun
2021-11-05, 02:37 PM
আপনি যে বিষয়টা বিস্তারিত ভাবে আলোচনা করেছেন বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ প্রথমদিকে আমি ফরেক্স মার্কেটে বোনাস এর মাধ্যমে ট্রেড করতাম যার ফলে আমি অনেক লস করেছি এবং পরবর্তীতে সেই একাউন্টে আমি বন্ধ করে দিয়েছি তার কারণ আমি নতুন অবস্থায় জানতাম না যে ফরেক্স মার্কেটে অটোমেটিক কেটে গেলে তা রিকভার করতে হয়না কিন্তু পরবর্তীতে আমি জানতে পারি ফরেক্স মার্কেটে যদি লস হয়ে একটি সময় অটোমেটিক কেটে যায় তাহলে তা আর রিকভার করার প্রয়োজন হয় না কিন্তু যদি ম্যানুয়ালী ক্লোজ করে দেওয়া হয় তাহলে সেই পর্যন্ত রিকভারি করে তারপরে আবার প্রফিত নিতে হয়