PDA

View Full Version : স্ক্যাম এলার্ট



EmonFX
2021-09-06, 02:38 PM
ইদানীং একটা সংঘবদ্ধ স্ক্যামার গোষ্ঠী সাবলিল ইংরেজিতে স্ক্রিল সাপোর্ট এর নাম করে নিম্নোক্ত টাইপের মেইল দিয়ে স্ক্রিলার দের যাবতীয় তথ্য হাতিয়ে নিয়ে একাউন্ট হ্যাক করছে।

তারা যা যা চায়-
মেইল রিপ্লাইয়ের মাধ্যমে আপনার NID+Utility/Bank statement এবং সবশেষ লেনদেনের হিস্টরি, আর এসব তথ্য না দিলে একাউন্ট রেস্ট্রিকটেড করার ভয় দেখায়।

সতর্কতা:
১। মেইলের সোর্স চেক করুন। স্ক্রিল শুধু মাত্র Skrill.com ব্যবহার করে, কিন্তু স্ক্যামার Yahoo/gmail দিয়ে স্ক্রিল সাপোর্ট এর নাম করে প্রতারণার ফাঁদ পেতেছে।
২। স্ক্রিল কখনো মেইল রিপ্লাইয়ের মাধ্যমে আপনার কাছে কোন ডকুমেন্টস চাইবে না। স্ক্রিল শুধু মাত্র ওয়েবসাইটের মাধ্যমে আপনার একাউন্ট ড্যাসবোর্ডে ডডকুমেন্টস চাইবে।
৩। স্ক্রিলের কাছে আপনার সকল তথ্য সকল তথ্য থাকার পরেও লেনদেনের হিস্ট্রি জানতে চাওয়া "বিকাশ থেকে নাহিদ বলছি" টাইপের প্রতারণা।

গত অল্প কয়েকদিনের ব্যবধানে কয়েকজন স্ক্রিল ইউজার এই রকম মেইল পেয়েছেন আর যারা ডকুমেন্টস সাবমিট করেছেন তাদের একাউন্ট অলরেডি হ্যাক হয়ে গেছে।
তাই সচেতন হউন, অন্যকে সাবধান করুন।
15266

Smd
2021-09-06, 03:35 PM
আপনি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তুলে ধরেছেন কারন আমরা যারা ফরেক্স করি তাদের বেশ কিছু সফটওয়্যার নিয়ে কাজ করতে হয়। আর এর জন্য সকল তথ্য বা ডকুমেন্টস জমা দিতে হয়। আমরা সকলেই চাই ঝামেলা এড়ানোর জন্য রিয়েল ডকুমেন্ট সাবমিট করে থাকি। এখন যদি এই সকল ডকুমেন্টের তথ্য কোনো হ্যাকার গোষ্ঠীর হাতে চলে যায় তবে আমরা বিপদে পড়তে পারি। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে অবশ্যই নতুন টেকনোলজির সাথে থাকতে হবে সেই সাথে নিজের তথ্য গুলোকে নিরাপদ রাখার ব্যবস্থা করতে হবে।