Log in

View Full Version : ব্রেকআউট পয়েন্ট বের করবেন কিভাবে?



BDFOREX TRADER
2021-09-08, 04:14 PM
ব্রেকআউট ট্রেডিঙের কিছু টেকনিক রয়েছে। সেগুলো হলঃ - চার্ট প্যাটার্ন - ডাবল টপ/বটম - হেড এন্ড শোল্ডার - ট্রিপল টপ/বটম - ট্রায়েঙ্গেল ইত্যাদি ট্রেন্ডলাইন - উদ্ধগামী/নিম্নগামী ট্রেন্ডলাইন -
চ্যানেল ট্রেন্ডলাইন ট্রেন্ডলাইন আকার নিয়ম হল যে, ২টা টপ অথবা বটমকে কানেক্ট করা। যতবার প্রাইস ট্রেন্ডলাইন ব্রেক করতে ব্যার্থ হয় ট্রেন্ডলাইন তত শক্তিশালী হয়। তাহলে ট্রেন্ডলাইন দিয়ে কিভাবে লাভ নেবেন?
যখন প্রাইস ট্রেন্ডলাইনে পৌছায় তখন হয় এটা ব্রেক করবে অথবা প্রাইস এখান থেকে বাউন্স করবে। ব্রেকাউট হলে রিভার্সালের সম্ভাবনা থাকে। শুধুমাত্র ট্রেন্ডলাইন ব্রেক পর্যাপ্ত নয়। অন্যান্য ট্যুল এর সাথে ব্যাবহার করে আমরা আরেকটু কনফার্ম হয়ে নিতে পারি।
নিচের চার্টটি দেখুনঃ 15307
উপরের চার্টে ট্রেন্ডলাইন ব্রেক করেছে আর ম্যাকডি বিয়ারিশ মমেন্টাম দেখাচ্ছে। ২টা কনফার্মেশন দিয়ে আমরা আশা করতে পারি যে প্রাইস পরবর্তীতে নিচে নামবে। চার্ট প্যাটার্ন বিভিন্ন চার্ট যেমন হেড এন্ড শোল্ডার, ডাবল টপ অথবা বটম ইত্যাদি প্যাটার্ন যেগুলোর নেকলাই ব্রেক করলে আমরা ট্রেড শুরু করি।
নিচের চার্টগুলো দেখুনঃ 15308
উপরের চার্টে ডাবল টপ ফর্ম করেছে আর নেকলাইন ব্রেক করার পরে প্রাইস প্যাটার্নের সমান মুভ করেছে। উপরের চার্টে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করে নেকলাইন ব্রেক করেছে। কিন্তু প্রাইস পরবর্তীতে একটু টুইস্ট নিয়ে তারপর উপরে উঠেছে। ট্রায়েঙ্গেল ব্রেকআউট চিনহিত করার আরেকটা উপায় হল ট্রায়েঙ্গেল ব্রেকআউট। ট্রায়েঙ্গেল দেখা যায় যখন প্রাইস ভলাটাইল থেকে কনসোলিডেশনের দিকে একটা রেঞ্জের মধ্যে যায়। আমাদের লক্ষ্য থাকে যে, যখন প্রাইস এই কনসোলিডেশন থেকে বের হয় তখন ট্রেডে এন্ট্রি করা।
নিচের চার্টগুলো দেখুনঃ 15309
উপরের চার্টগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে, প্রাইস যখন কনসোলিডেশন থেকে বের হয়, তখন একটা কমপক্ষে সেই চার্ট প্যাটার্নের সমান মুভ করে।

SumonIslam
2021-09-14, 05:30 PM
যেভাবে একজন খেলোয়াড় খেলায় অংশগ্রহণ করার পূর্বে অতীতের খেলাগুলোকে ভালোভাবে বিশ্লেষণ করেন। অতীতে হয়ে যাওয়া খেলাগুলোর মধ্যে কোনো ধরণের ঘটনা আছে কিনা যা হয়তো বারবার ঘটেছে? এই ধরণের পুনরাবৃত্তিকারী ঘটনাগুলোকেই বলা হয় প্যাটার্ন। এই পর্যায়ে আপনি আপনার চাহিদা মতো একটি টাইমফ্রেম বেঁছে নিবেন। হতে পারে তা দৈনিক চার্টের টাইম, বা এক ঘন্টার টাইম, বা পনেরো মিনিটের টাইমফ্রেম। এই পর্যায়ে আপনি আপনার চাহিদা মতো একটি টাইমফ্রেম বেঁছে নিবেন। হতে পারে তা দৈনিক চার্টের টাইম, বা এক ঘন্টার টাইম, বা পনেরো মিনিটের টাইমফ্রেম।
15386