PDA

View Full Version : কেন বাংলাদেশে এখনো পর্যন্ত কোন Bugatti নাই?



SaifulRahman
2021-09-08, 04:20 PM
15311
আমাদের কার কমিউনিটিতে এটা খুব পপুলার একটা প্রশ্ন। Ferrari আছে, Rolls Royce আছে, Bentley আছে তাহলে Bugatti নাই কেন! এই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করবো আজ।
দেখেন Bugatti এর ট্যাক্স ৮৩৯% এটা সবাই জানে। এই ৮৩৯% ডিউটি দিয়েও অনেক গাড়ি আসতেসে। একটা chiron এর দাম হয় ২৪ কোটির মতো কোনরকম ডিউটি ছাড়া। Duty add করলে হয় মোট ২২৬ কোটি টাকার মতো। এখন এই ২২৬ কোটি টাকা দিয়েও Bugatti কেনার মানুষ বাংলাদেশে আছে। যারা এসব গাড়ি ভোগ করতে পারে তারা সাধারণত যুবক বয়স এর কেউ হয় না। তাদের মেইন চয়েজ থাকে লাক্সারি, স্পোর্ট না, তাই তারা Bugatti না কিনে Rolls Royce কেনে। এটা গেল একটা পয়েন্ট, সেকেন্ড তাদের প্রায় সবারই বাংলাদেশ ছাড়া আরও কিছু দেশের রেসিডেন্সি থাকে। ইন ফ্যাক্ট ওইসব কান্ট্রি তে তারা রেগুলার ভিজিট ও করে থাকে। তো কেন সে ২২৬ কোটি সরকার কে দিয়ে দেশের ভাঙ্গা চোরা রাস্তায় ৮০ গ্রেডের অকটেন দিয়ে Bugatti চালাতে যাবে? তারচেয়ে বাইরের দেশে ২৫-৩০ কোটি খরচ করে চালানো ভালোনা? রাস্তা ভালো, প্রিমিয়াম ফীউল পাওয়া যায়, এক্সপার্ট পাওয়া যায়। থার্ড অপশন ২৫ কোটি খরচ করে টাক্স ফাঁকি দিয়ে আনা। কিন্তু সেটা সম্ভব না, এটা তো axio না যে দেশে ঢুকালো আর কেউ চিনলো না। ইন ফ্যাক্ট enthusiast রা জাস্ট দুর থেকে কাভার দিয়ে ঢেকে থাকা অবস্থায় দেখলেও চিনে ফেলবে এটা Bugatti! রোডে চালানো পরের কথা!