PDA

View Full Version : ট্রেড লক বলতে জানেন তো?



Starship
2021-09-08, 10:52 PM
কোন প্রফিটকৃত ট্রেড লসে যাতে ক্লোজ না হয় সেজন্য এন্ট্রি পয়েন্ট থেকে কিছুটা উপরে যে প্রক্রিয়ায় বা সিস্টেমে অটোমেটিকভাবে ট্রেড ক্লোজ হয় সেটি হল ট্রেড লক। ধরা যাক আমি গোল্ডে ১৮০০ লেভেল থেকে ০.০১ লটে বাই নিয়েছি। বর্তমানে গোল্ডের প্রাইস হল ১৮২০ তারমানে আমার ২০ ডলার প্রফিট হয়েছে। এ অবস্থায় ১৮০৫ ট্রেলিং স্টপ সেট করলে যখন মার্কেট বিপরীতমুখী মুভমেন্ট করবে তখন ১৮০৫ হিট করলে ৫ ডলার প্রফিট নিয়ে অটোমেটিকভাবে ট্রেডটি ক্লোজ হবে। এতে করে আমরা লস থেকে একাউন্ট কে বাঁচাতে পারবো।

md mehedi hasan
2021-09-09, 08:41 AM
ট্রেড লক বলতে আমি বুঝি ট্রেড মেনেজমেন্ট করা।আমরা অনেক সময় একটি ট্রেড এ দশ ডলার রিক্স নিয়ে ৩০ ডলার লাভের টিপি বসাই।ধরুন আপনি ইউরোইউএসডি পিয়ারে আপনি ১.১২০০ থেকে বাই ট্রেড ওপেন করলেন।আপনি এসএল দিলেন ১.১২৭০ লেভেলে।আপনি যখন দেখবেন ট্রেড টি ১.১২৩০ পৌছাছে আপনার স্টাপলস কে 1.1200 লেভেলে নিয়ে আসবেন।আবার যখন ট্রেড টি 1.1260 পৌছাবে স্টাপলস কে আপনি 1.1230 আনবেন।এতে করে ট্রেড টি যদি ব্যাক করে তারপরও আপনার দশ ডলার প্রফিট থাকবে।

EmonFX
2021-09-09, 09:49 AM
ফরেক্স ট্রেড লক করা বা প্রফিট বুক করা স্মার্ট মানি ম্যানেজমেন্টের একটি গুরুত্বপূর্ণ পার্ট। ফরেক্সে ট্রেড লক করা বলতে আমি বুঝি প্রফিটে থাকা ট্রেডটির এস এল মডিফাই করে প্রফিটের দিকে এগিয়ে নিয়ে আসা। অর্থাৎ কোন একটি পেয়ারে বাই অথবা সেল অর্ডার নেয়ার পরে সেটা যদি কিছুটা প্রফিটে আসে তখন এস এল মডিফাই করে এন্ট্রি পয়েন্ট থেকে কিছুটা উপরে বা নিচে এস এল সেট করার কৌশল হলো ফরেক্সে প্রফিট বুক করা। এর মাধ্যমে আপনার প্রফিটের থাকার ট্রেডটি বিপরীত দিকে মুভ করলেও অন্তত কিছু প্রফিট নিয়ে বের হয়ে যাওয়া যায়।
ধরুন, আপনি আজ eurusd পেয়ারে ১.১৮২০ লেভেল থেকে একটি বাই এন্ট্রি ওপেন করলেন, যেটার এস এল দিয়েছেন ১.১৮০০ লেভেলে। পরবর্তীতে প্রাইস যখন ১.১৮৫০ লেভেলে গেলো তখন এস এল মডিফাই করে ১.১৮৪০ লেভেলে নিয়ে আসলেন। এখন যদি ট্রেডটি আপনার এগেনস্টেও মুভ করে তাহলে অন্তত আপনি ২০ পিপস প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারবেন। ফরেক্সে এই পদ্ধতিই হলো প্রফিট বুক করা বা ট্রেড লক করা।

Starship
2021-09-09, 02:34 PM
ট্রেড লক বলতে আমি বুঝি ট্রেড মেনেজমেন্ট করা।আমরা অনেক সময় একটি ট্রেড এ দশ ডলার রিক্স নিয়ে ৩০ ডলার লাভের টিপি বসাই।ধরুন আপনি ইউরোইউএসডি পিয়ারে আপনি ১.১২০০ থেকে বাই ট্রেড ওপেন করলেন।আপনি এসএল দিলেন ১.১২৭০ লেভেলে।আপনি যখন দেখবেন ট্রেড টি ১.১২৩০ পৌছাছে আপনার স্টাপলস কে 1.1200 লেভেলে নিয়ে আসবেন।আবার যখন ট্রেড টি 1.1260 পৌছাবে স্টাপলস কে আপনি 1.1230 আনবেন।এতে করে ট্রেড টি যদি ব্যাক করে তারপরও আপনার দশ ডলার প্রফিট থাকবে।

একদম ঠিক বলেছেন মেহেদী ভাই। আমরা প্রফিট হওয়া ট্রেডটি যাতে লসে ক্লোজ না হয় সেই জন্য নিদিষ্ট প্রফিটে স্টপ লস ম্যানুয়েলি সেট করার প্রক্রিয়া হলো ট্রেড প্রফিট লক। আমার মতে এটি একটি গুরুত্বপূর্ণ টুলস ট্রেড করার ক্ষেত্রে। আমাদের সকলের উচিত ট্রেড লক সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাভ করা। এতে করে আমরা লস করা থেকে বিরত থাকবো ও প্রফিটের মধ্যে দিয়ে ট্রেড ক্লোজ করতে পারবো। আমি এখন থেকে এই টুলসটি যথাযথ সেট করে ট্রেড করবো।

habibi
2021-09-09, 02:49 PM
ট্রেড লক বা পজিশন লক বলতে ট্রেইলিং স্টপ কে বুঝায়। ট্রেইলিং স্টপ এর ফাংশনটির কাজ হল প্রফিট লক করা। এটা অনেক টা স্টপ লসের মত কাজ করে তবে এটি ব্যবহার করলে লস হওয়ার কোন সম্ভাবনা নেই। উদাহরণ সহ বলছি, ধরুন আপনি eur/usd পেয়ার বাই অর্ডার ওপেন করলেন ১.২৩০০ তে, স্টপ লস সেট করলেন ৫০ পিপ্স নিছে অর্থাৎ ১.২২৫০ এবং টেক প্রফিত সেট করলেন ৫০ পিপ্স উপরে অর্থাৎ ১.২৩৫০ আর ট্রেইলিং স্টপ সেট করলেন ২০পিপ্স। এখন প্রাইস বেড়ে যদি ১.২৩৩০ তে যায় তাহলে ট্রেইলিং স্টপ কার্যকর হয়ে যাবে এবং এবং আপনার স্টপ লসের ১.২২৫০ থেকে ১.২৩২০ উঠে আসবে। তার মানে আপনার নতুন স্টপ লস হবে ১.২৩২০। তার মানে উক্ত ট্রেডে আপনার লস এর কোন সম্ভাবনা নেই।

samun
2021-11-07, 03:04 PM
ফরেক্স ফোরামের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বস্তু হল নিজের অভিজ্ঞতাকে শেয়ার করা। কারণ ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে বাংলাদেশে কোন প্রশিক্ষণ কেন্দ্র নেই। ফলে ফোরামের মাধ্যমে সহজে সকলেই এই বিষয় সম্পর্কে জানতে পারে। তাই ফরেক্স মার্কেটে এই সকল বিষয় সম্পর্কে আলোচনা করা খুব গুরুত্বপূর্ণ।

Mas26
2024-03-04, 01:09 PM
ফরেক্স ফোরামের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বস্তু হল নিজের অভিজ্ঞতাকে শেয়ার করা। কারণ ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে বাংলাদেশে কোন প্রশিক্ষণ কেন্দ্র নেই। ফলে ফোরামের মাধ্যমে সহজে সকলেই এই বিষয় সম্পর্কে জানতে পারে। তাই ফরেক্স মার্কেটে এই সকল বিষয় সম্পর্কে আলোচনা করা খুব গুরুত্বপূর্ণ।