PDA

View Full Version : ভুলবশত বেশি লটে ট্রেড ওপেন করলে সংশোধন করার নিয়ম



Starship
2021-09-08, 11:13 PM
অনেক সময় আমরা ভুলবশত বেশি লটে ট্রেড ওপেন করে থাকি এ ধরনের ট্রেডে সঠিক লট বা ভলিউম সেট করার নিয়ম আমাদের জানা দরকার। এজন্য যে ট্রেডে লড সাইজ সংশোধন করতে চান সেখানে ডাবল ক্লিক করতে হবে। পরবর্তীতে ট্রেড এক্সিবিশন এগিয়ে লট সিলেকশন করে সাবমিট করলেই লটটি পরিবর্তন হয়ে যাবে। তবে মনে রাখবেন এক্ষেত্রে অবশ্যই সর্বনিম্ন লট সাইজের বেশি হতে হবে। তাহলে আপনি লট সাইজ পরিবর্তন করতে পারবেন

Mas26
2021-09-08, 11:30 PM
হ্যাঁ ফরেক্স মার্কেটে আমরা এ ধরনের ভুল প্রায়ই করে থাকি কিন্তু আমরা আসলেই অনেকেই সঠিক নিয়ম টা জানিনা যে কিভাবে এই এটা সংশোধন করা যায়। কিন্তু আপনার মাধ্যমে আজকে আমি এটা জানতে পারলাম এবং এটা জানার মাধ্যমে আমি পরবর্তীতে এ ধরনের ভুল কখনো হলে আমি এটা সংশোধন করতে পারব ইনশাল্লাহ,, ধন্যবাদ আপনাকে।

md mehedi hasan
2021-09-09, 08:33 AM
ভুল বসত ফরেক্স মার্কেটে বেশি লটে ট্রেড ওপেন করেছেন তাহলে ট্রেডটি ক্লোজ করে দিন।এর চাইতে ভালো সমাধান হয় না।কিছু ডলার লস হয়েছে ব্যপার না।ওয়েট করেন ভালো সিগন্যাল এর জন্য দেখবেন আপনার লস রিকভারির করে প্রফিটে আছেন।এটা নিয়ে টেনশন করার কিছুই নেই।আর যদি আপনি ট্রেড মেনেজমেন্ট করতে পারেন তাহলে তো কথায় নাই।আর যদি না ট্রেড মেনেজমেন্ট করতে না পারেন।তাহলে প্রথম আইডিয়া প্রয়োগ করুন।

EmonFX
2021-09-09, 10:10 AM
হ্যাঁ আমরা এমনটা প্রায়ই করে থাকি। ভুলবশত বা তাড়াহুড়ার কারণে অনেক সময় কাঙ্খিত লটের থেকে বড় সাইজের ট্রেড নিয়ে বসি। আবার অনেক সময় একটি এন্ট্রি নেয়ার পরে ভালো প্রফিটে গেলো তখন আমরা চাই এখান থেকে অন্তত কিছু প্রফিট নিয়ে নেয়ার জন্য। আর ফরেক্সে এই পদ্ধতির প্রয়োগ হল মার্কেট এক্সিবিশন। ধরুন আপনি গোল্ড মেটালে ০.০৪ লটে একটি ট্রেড ওপেন করলেন। তখন ট্রেনটি লসে যেতে পারে এই ভেবে এখান থেকে ০.০২ লট ক্লোজ করে দিতে পারেন। আবার ধরুন, আপনার ট্রেডটি ৪০ পিপস প্রফিটে গেলো। তখন এখান থেকে ০.০২ লট ক্লোজ করে দিয়ে ২০ পিপস প্রফিট নিয়ে বের হয়ে যাওয়ার পদ্ধতি ট্রেড এক্সিবিশন। সে ক্ষেত্রে আপনি স্মার্টফোন থেকে করতে চাইলে আপনাকে "Close order" অপশনে ক্লিক করে কাঙ্খিত লট সাইজ কমিয়ে নিয়ে ক্লোজ করে দিলেই হয়ে যাবে। এবং যদি ল্যাপটপ বা পিসি থেকে করতে যান তাহলে ট্রেড এক্সিবিশন অর্ডারে ক্লিক করে কাঙ্খিত লট সাইজ কমিয়ে নিয়ে ক্লোজ করে দিলেই হয়ে যাবে।