View Full Version : ব্যালেন্স এবং ইকুইটি যেভাবে গণনা করা হয়?
Starship
2021-09-09, 08:18 AM
সাধারণত ব্যালেন্স আর ইকুইটি মধ্যে অনেকটা মিল রয়েছে। যখন কোন পেয়ারের ট্রেড করব ট্রেড এর ফলাফল উপর ভিত্তি করে ইকুইটি তে তা প্রদর্শন করে থাকে। ধরে নিও না আপনার ব্যালেন্স ১০০ ডলার ট্রেড করে ১০ ডলার প্রয়োগ করলেন সেটা ব্যালেন্সে দেখাবে ১০০ এবং ইকুইটি দিতে হবে ১১০ ডলার। তারমানে ট্রেড চলাকালীন সময়ে ট্রেডগুলো ক্লোজ করার পর ব্যালেন্স কেমন হবে তা ইকুইটিতে প্রদর্শন করে থাকে। আবার যদি ১০ ডলার লস হয় সেক্ষেত্রে ৯০ ডলার প্রদর্শিত হবে।
EmonFX
2021-09-09, 11:47 AM
ব্যালেন্স এবং ইকুইটির মধ্যে সাদৃশ্য থাকলেও কিছুটা বইসাদৃশ্য রয়েছে। আপনার যদি কোন ট্রেড ওপেন না থাকে তাহলে ব্যালেন্স এবং ইকুইটির মধ্যে কোন পার্থক্য দেখাবেনা। অর্থাৎ ব্যালেন্স যা ইকুইটিও তাই দেখাবে। কিন্তু যদি আপনার কোন ট্রেড ওপেন থাকে আর সেটা প্রফিটে থাকে তাহলে ব্যালেন্সের থেকে ইকুইটির পরিমাণ বেশি হবে। আবার যদি ওপেন ট্রেড লসে থাকে তাহলে ব্যালেন্সের থেকে ইকুইটির পরিমাণ কম হবে। অর্থাৎ ব্যালেন্স এবং ইকুইটির মধ্যে পার্থক্য হলো আপনার প্রফিট অথবা লস।
ধরুন, আপনার ১০০ ডলার ব্যালেন্স আছে। এখন একটি ট্রেড ওপেন করার পর ১০ ডলার লসে আছে। তাহলে এখন আপনার ইকুইটি হবে ৯০ ডলার। আবার যদি ১০ ডলার প্রফিটে থাকে তাহলে আপনার ইকুইটি হবে ১১০ বলার।
jasminbd
2021-09-12, 02:49 PM
মার্জিন হল বর্তমানে আপনার যতগুলো ট্রেড চালু আছে তার জন্য আপনার বিনিয়োগ কত ডলার করা হয়েছে তার মোট যোগফল। যদি আপনার ১০ টি ট্রেড চালু থাকে আর তাতে প্রতিটি ট্রেডের জন্য যদি আপনার অপরিহার্য মার্জিন ১০ ডলার করে ব্যবহার হয় তাহলে বর্তমানে আপনার মার্কিন হল ১০০ ডলার।
মার্জিন হিসাব করার সুত্র হল margin= 1=10000( 10000Xcurccey price/levarege)।
ইকুইটি থেকে মার্জিন বাদ দিলে যে পরিমাণ থাকে তাকে ফ্রি মার্জিন বলে। ফ্রি মার্জিন হচ্ছে আপনার ইনভেস্ট করা ক্যাপিট্যাল এবং আপনার লেভারেজের একটি অনুপাত ফ্রি মার্জিন অর্থ হল আপনি আর কত ডলার বিনিয়োগ করতে পারবেন। যে পর্যন্ত আপনার ফ্রি মার্জিন থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি যত খুশি তত ট্রেড করতে পারবেন। ফ্রি মার্জিন হিসাব করার ফর্মুলা হল Free Margin= Equity – Margin
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.