md mehedi hasan
2021-09-09, 03:12 PM
ফরেক্স মার্কেটে যখন আপনি একটি এন্ট্রি পয়েন্ট খুঁজে পাবেন।তখন আপনি ট্রেড টি এন্ট্রি নেওয়ার জন্য কয়েকটি করান বের করার চেষ্টা করবে।শুধু মাত্র একটি বা দুটি কারন খুজে বের করে।ট্রেড এন্ট্রি নেওয়ার সুযোগ খুজবেন না।আর এন্ট্রি নেওয়ার বিপরীত বিষয় গুলো খুজে বের করার চেষ্টা করবেন।এখানে আমি একটি ট্রেড নিয়েছি এবং কয়টি কারনে ট্রেড টি ওপেন করেছি।সে বিষয় টি আমি তুলে ধরার চেষ্টা করছি।ইউএসডি জাপানি পিয়ারে আমি ৪ ঘন্টার টাইম ফ্রেমে একটি এম প্যাটার্ন তৈরি হতে দেখেছি।আমি দ্বিতীয় টপে একটি প্রাইস একশন ট্রেডিং স্ট্রেজি ইনসাইডবার সিগন্যাল ও ১১০.৩০ লেভেল থেকে সেল কনফরমেশন দিচ্ছে।এবং আমরা যদি ডেলি চার্টে দেখি।তাহলে দখবো যে একটি সুন্দর বেয়ারিশ পিনবার তৈরি হয়েছে।এই সবকিছু পর্যালোচনা করে ট্রেডটি আমি সেল করেছিলাম।
15319
15319