View Full Version : ফরেক্স কঠিন কাজ না স্মার্ট ব্যবসা?
alamsat
2018-04-12, 11:07 AM
ফরেক্স কৌশল যার যার নিজের ব্যাপার. বাংলাদেশ ফরেক্স ফোরাম এ আপনার কোনো সমস্যা থাকলে বলতে পারেন সবাই সেটার উত্তর দেয়ার চেষ্টা করবে. কিন্তু ফরেক্স সম্পর্কে বিস্তারিত অভিজ্ঞতা কেউ শেয়ার করবে বলে আমার মনে হয় না. তার পর আপনাকে আমি বলবো বাংলাদেশ ফরেক্স ফোরাম এর নিয়মিত সকল পোস্ট পড়ুন অনেক কিছু শিখতে পারবেন. আর ফরেক্স নিউস গুলা ভালো করে পড়ুন. ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন.
marjahan
2018-04-22, 12:05 PM
ফরেক্স হল একটি স্মার্ট বেবসা আমাদের কে এই বেবসা দিয়ে এই মার্কেট হতে ভাল করে লাভ করতে হবে তবেই আমরা পারব ফরেক্স করে আমাদের জীবন কে সুন্দর ভাবে তৈরি করতে আমি চাই সব সময় এই ফরেক্স মার্কেট এর সাথে কাজ করতে ট্যাব আমি এখানে সফল হতে পারব ।
iloveyou
2018-04-22, 07:35 PM
ভাই আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে বলতে পারি ফরেক্স আসলেই অনেক আনন্দের এবং অনেক স্মার্ট একটা ব্যবসা। কেননা এটাকে আপনি পকেটে নিয়েও বেড়াতে পারবেন। অর্থাৎ* আপনি যদি আপনার ফ্যামিলীর সাথেও কোথাও বেড়াতে যায় সেখানেও আপনি খুব সহজে মার্কেট দেখতে পারবেন,শুধু একটা স্মার্ট ফোন হলেই হবে। তবে পরিশেষে এতটুকুই বলতে চাই আমরা ফরেক্সে যত কঠিন মনে করি, ফরেক্স কিন্তু ওতটা কঠিন নয়।
ankus
2018-05-15, 10:34 PM
কোন কিছুই কঠিন নয়।মানুষ ইচ্ছে করলেই সব কিছু খুব সহজেই করতে পারেন।আপনি যদি মনযোগ দিয়ে এটা শিখে আয়ত্ত করতে পারেন তাহলে অনেক সহজেই এখান থেকে আয় করতে পারবেন এবং তার জন্য প্রয়োজন ভালো করে ফরেক্স শেখা।
uzzal05
2018-05-25, 06:57 AM
বলতে গেলে ফরেক্স একটি কঠিন এবং স্মার্ট ব্যবসাও। এখানে প্রচর অর্থ আয়ের সুযোগ রয়েছে। নিজেকে দক্ষ করে তুলতে পারলে প্রচুর পরিমান আয় করা সম্ভব। তবে ফরেক্স এ পর্যাপ্ত পরিমান ব্যালেন্স না থাকলে এখানে ভালো আয়ের মুখ দেখা যায় না।
yasir
2018-08-22, 12:18 AM
আসলে কেনো কাজই কঠিন নয় । আমাদের দেখার দৃষ্টিই কাজকে কঠিন করে তুলে । আর আমাদের ইচ্ছা শক্তি কম থাকলেও যে কোন কাজই কঠিন লাগবে । থাই মানুষের ইচ্ছা শক্তির উপরই নির্ভর করে কাজের সহযতা । ফরেক্স অনেকের কাছেই অনেক কঠিন কাজ মনে হয়, আসলেও ফরেক্স এতটাও সহজ কাজ নয় । তবে দক্ষতা সব কাজকে সহজ করে দেয় ।
Md_MhorroM
2018-09-11, 10:30 PM
আমি বলবো ফরেক্স কঠিন বা স্মার্ট ব্যবসা যেটাই হোক না কেন আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। তার জন্য আপনার এখানে ভালো দক্ষতার প্রয়োজন। আপনার যদি ভালো অভিজ্ঞতা থাকে তাহলে এখানে আপনার প্রফিট করা তেমন একটা কঠিন কাজ নয়। যে যাই বলুক ফরেক্স একটি স্মার্ট ব্যবসা এটা অবশ্যই সত্যি কথা। কারন বর্তমান এমন কোন ব্যবসা নাই যেটা আপনি এত সহজে পরিচালনা করতে পারবেন।
Mahidul84
2018-09-12, 07:21 PM
আমার মতে ফরেক্সকে আপনি কঠিন বা স্মার্ট ব্যবসা যাই হোক না কেন এখানে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আপনার দক্ষতা ও অভিজ্ঞতা। আপনি যদি এই মার্কেট সম্পর্কে জ্ঞান অভিজ্ঞতা অর্জনে সক্ষম হতে পারেন এমনকি মার্কেটের বিভিন্ন টাইম ফ্রেম বা ক্যান্ডেলিষ্ট ব্যবহার মার্কেটকে নিজের মধ্যে গড়ে নিয়ে আসতে পারেন তাহলে আপনাকে কাছে তখন ফরেক্স ব্যবসা অবশ্যই স্মার্ট বলে মনে হবে। যেহেতু এটা ঘরে বসে অনলাইনের মাধ্যমে পরিচালনা করা সম্ভব হয়। আর যদি ফরেক্সকে আপনি কোন ধরনের জ্ঞান অভিজ্ঞতা অর্জন না করে বেশি লোভ করে ওভার ট্রেড করে মুনাফা উপার্জন করতে চান তাহলে আপনাকে কাছে এটা ক্ষতির মুখে এনে দিতে পারেন তখন আপনার কাছে ফরেক্স ব্যবসাকে কঠিন বলে মনে হবে। অতএব বুঝতেই পারছেন আপনার কাজের ধরনের উপর নির্ভর করবে ফরেক্স কঠিন বা স্মার্ট ব্যবসা।
sr ritu
2018-11-23, 03:18 AM
ফরেক্স একটি কঠিন ব্যবসা এবং স্মাট ব্যবসাও। আমি মনে করি ফরেক্স তাদের জন্য কঠিন যারা ফরেক্স মার্কেট সম্পর্কে জানেন না বা বুঝতে পারে না এবং সতর্কতার ভিত্তিতে ট্রেড করতে সক্ষম নন। কিন্তু যারা সঠিক ভাবে ট্রেড করতে পারেন তাদের জন্য ফরেক্স সহজ এবং স্মার্ট ব্যবসা আমি মনে করি কারণ তারা ফরেক্স সম্পর্কে জানেন, বুঝেন এমনকি কৌশল অবলম্বন করতে পারেন।
Mdsofizuddin
2018-11-25, 04:23 PM
ফরেক্স স্মার্ট বিজনেস এটা ঠিক। আবার ফরেক্স অনেক কঠিন এটাও ঠিক। কারন ফরেক্স এ প্রফিট করা খুব সহজ নয়। আমি নিজেও ৪ বসর ফরেক্স এ বিজনেস করি। এতদিন পর আমি এই বসর এ কিছু প্রফিট করতে পারছি। তাই আমর মনে হয়ই ফরেক্স খুব কথিন একটা বিজনেস।
TanjirKhandokar1994
2019-02-03, 08:14 AM
ফরেক্স যেহেতু একটি আন্তর্জাতিক অলাইন ব্যবসা। এবং এটি নিঃসন্দেহে একটি স্বাধিন , উন্মুক্ত ও স্মার্ট ব্যবসা । এখানে বৈদেশিক মুদ্রা ক্রয়- বিক্রয় হয়ে থাকে । ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান থাকলে যে কেউ এই ব্যবসা করে প্রচুর টাকা আয় করতে পারে। তবে যারা বোঝেনা তাদের জন্য কঠিন মনে হবে। তাই আমি মনে করি এটি মোটেই কঠিন নয় বরং নিঃসন্দেহে এটি স্মার্ট ব্যবসা।
Grimm
2019-02-04, 03:31 PM
অবশ্যই আমার জানা মতে ফরেক্স একটি স্মার্ট ব্যবসা। কারণ এটি নিজের স্বাধীন মত অনুসারে এই ব্যবসাটি পরিচালনা করা যায় এমনকি এই ব্যবসাটি করতে তেমন কোন দৌড়াদৌড়ি করতে হয় না। যদি আপনার বেসিক জ্ঞান অভিজ্ঞতা ভাল থাকে তাহলে আপনি অবশ্যই ঘরে বা বাইরে যে কোন স্থান হতে অনলাইনের মাধ্যম ফরেক্স ব্যবসাটি করতে পারবে। কারণ ফরেক্স একটি আন্তর্জাতিক মানের একটি ব্যবসা। এখানে শুধু ব্যবসা করে সফলতা পেতে চাইলে আপনাকে অবশ্যই আপনার দক্ষতা ও অভিজ্ঞতা দ্বারাই এগোতে হবে। এজন্য আমার কাছে ফরেক্স ব্যবসাটি স্মার্ট ব্যবসা মন হয় কঠিন কোন কাজ না।
samirarman
2019-02-04, 03:42 PM
আমি মনে করি, ফরেক্স একটি কঠিন কাজ কিন্তু এটি একটি অত্যান্ত স্মার্ট ব্যবসা বলতে পারেন। আপনাকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য ফরেক্স ব্যবসায় বিশেষভাবে ভূমিকা পালন করবে, আপনাকে এর জন্য অবশ্যই দক্ষ, ধৈর্য এবং পরিশ্রম করতে হবে।
Ronesh186
2019-02-05, 01:00 AM
ফরেক্সের কাজগুলি খুব কঠিন নয়। কিন্তু তাই বলে সহজ মনে করা যাবে না। অবশ্যই এটাকে গুরুত্বসহকারে নিতে হবে। যারা স্মার্ট ফোন বা কম্পিউটারে লেখা টাইপিং করতে পারে ও ইন্টারনেট ব্যবহার করতে পারে তারা ফরেক্সের ওপর উপযুক্ত ট্রেনিং নিলে এখানে কাজ করতে পারবে। প্রথমে এর জন্য মিনিমাম ৬ মাস থেকে ১বছর ডেমো ট্রেডিং করা উচিত। ডেমো ট্রেডিং একজন নতুন ফরেক্স মেম্বারকে দক্ষ করে তুলবে। এরপর আপনি যখন ফরেক্সের সকল নিয়ম মেনে ট্রেড করতে থাকবেন তখন একসময় আপনি ট্রডিংটা ভালভাবে আয়ত্ত্ব করে ফেলবেন এবং ভাল সফলতা পাবেন ঠিক তখনি আপনি বুঝতে পারবেন যে ফরেক্স স্মার্ট বিজনেস কিনা।
edottc
2019-03-19, 08:33 AM
আমার মতে ফরেক্স হল একটি স্মার্ট ব্যবসা ।কারন ফরেক্স হচ্ছে স্বাধীন ব্যবসা ।ঘরে বসে একানে আয় করা সম্ভব ।তাছাড়া ফরেক্স করতে বাড়তি সময় লাগে না ।এটা যেকোন সময় ট্রেড করা যায় এবং প্রফিট অর্জন করা যায় ।
fardin
2019-03-24, 08:08 PM
আমি মনে করি ফরেক্স ব্যবসা একটা স্মার্ট ব্যবসা।ফরেক্স ব্যবসা আন্তর্জাতিক মুদ্রা ব্যবসা।এখানে প্রতিদিন হজার হাজার মানুষ ব্যবসা করে প্রচুর চাকা আয় করছেএটা একটা কঠিন কাজ হলেও আপনার মেধা খাঠিয়ে আপনি এখান থেকে প্রতিনিয়ত প্রচুর আয় করতে পারেন।
NasirMollah739
2019-03-24, 08:18 PM
ফরেক্স ট্রেডিংয়ে আমি একজন নতুন মেম্বার। শুরু থেকে এখন পর্যন্ত ফরেক্স ট্রেডিং আমার কাছে খুবই জটিল মনে হচ্ছে।যদিও বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে ফরেক্স ট্রেডিং এর জন্য অভিজ্ঞ ট্রেডার দের কাছ থেকে বিভিন্ন অভিজ্ঞতা ও পরামর্শ গ্রহণ করে থাকি। আমি মনে করি ফরেক্স ট্রেডিংয়ের যারা অভিজ্ঞ আছেন তাদের কাছে খুব সহজেই উপার্জন করার খুব স্মার্ট একটা উপায় হল ফরেক্স ট্রেডিং। কারণ ফরেক্স ট্রেডিং বাসায় পার্সোনাল কম্পিউটার দিয়ে করার পাশাপাশি স্মার্ট ফোন দিয়েও যে কোন স্থানে বসে করা যায়।
morshed naim
2019-03-24, 09:34 PM
মানুষের কাছে কোন কিছুই কঠিন নয়।মানুষ ইচ্ছে করলেই সব কিছু খুব সহজেই করতে পারেন। আমরা বলতে পারি ফরেক্স কঠিন কাজ এবঙ স্মার্ট ব্যবসা। আপনি এটি জেনে শুনে করতে পারেন।আবার ফরেক্স অনেক কঠিন এটাও ঠিক। কারন ফরেক্স এ প্রফিট করা খুব সহজ নয়। আমি নিজেও ৪ বসর ফরেক্স এ বিজনেস করি। এতদিন পর আমি এই বসর এ কিছু প্রফিট করতে পারছি। তাই আমর মনে হয়ই ফরেক্স খুব কথিন একটা বিজনেস।
MONASONA77
2019-03-25, 04:36 PM
ফরেক্স কে যদি কেউ সহজ বলে, তাহলে আমি অবশ্যই তার সাথে দ্বিমত পোষণ করবো।কারণ ফরেক্স অবশ্যই একটি কঠিন ব্যবসা। ফরেক্স ইচ্ছে করলেই করা যায় না। কারণ এতে প্রচুর ধৈর্য্য, সময় আর বুদ্ধির প্রয়োজন হয়। যা সবার থাকে না।তাই এটি অনেক কঠিন। তবে ফরেক্স অবশ্যই একটি স্মার্ট ব্যবসা। কারণ এই ব্যবসা করতে পারলে আপনি অবশ্যই লাভবান হবেন। আর এটি বেশির ভাগ তরুণ প্রজন্মেরায় করে। ফরেক্স অবশ্যই একটি কঠিন কাজ এবং স্মার্ট ব্যবসা বলে আমি মনে করি।
bdunity
2019-03-25, 05:33 PM
আমার মতে ফরেক্স সম্পর্কে যারা জানে বুঝে *যাদের ফরেক্স সম্পর্কে জ্ঞান আছে তাদের জন্য ফরেক্স স্মার্ট ব্যবসা।আর যারা ফরেক্স সম্পর্কে কিছু জানে না তাদের জন্য ফরেক্স কটিন।তবে আমার মতে ফরেক্স একটি স্মার্ট ব্যবসা।এটা *যদি ভালোভাবে জানা যায় এর উপর দক্ষতা অর্জন করা হয় তাহলে ফরেক্স কে আপনার স্মার্ট মনে হবে।
morshed naim
2019-03-25, 10:27 PM
ফরেক্স কোন কঠিন কাজ না এতি একটি স্মার্ট বেবসা আমরা চাই ফরেক্স করে আমদের জীবন কে অনেক সুন্দর করে সাজাতে ফরেক্স এর মাধ্যমে আমরা খুব সহজেই সব কিছু করতে পারি ফরেক্স হল্ একটি স্মার্ট বেবসা ফরেক্স করে আমরা আমাদের জিবনের সকল চাহিদা কে পূরণ করতে পারি বলে আমি মনে করি ।কাজ শিখার অপর নিভর করে বলে আমি মনে করি।তাই ফরেক্স এ কাজ করতে হলে আপানাকে আগে ভাল ভাবে কাজ শিখতে হবে বলে আমি মনে করি।
না ফরেক্স কোন কঠিন বেবসা না বরং স্মার্ট বেবসা পৃথিবির অনেক মানুষ ফরেক্স কে পেশা হিসাবে বেছে নিয়েছে কারন তারা জানে ফরেক্স হতে কিভাবে আয় করতে হয় তাই ফরেক্স মার্কেট থেকে আয় করার মাধ্যমে আমরা এখানে ভাল লাভবান হতে পারি তাই আমাদের কে ফরেক্স কে ভাল করে শিখে নেওয়া দরকার ।
একাধারে ফরেক্স কঠিন কাজ এবং স্মার্ট ব্যবসা । ফরেক্স তাদের জন্য কঠিন যারা পরিকল্পনা বিহীন ও সতর্কতা বিহীন ট্রেড করে এবং মানি ম্যানেজমেন্ট ঠিক না করে ট্রেড করে । কিন্তু যারা উপরোক্ত বিষয়গুলো মূল্যায়ন করে ট্রেড করে ফরেক্স তাদের জন্য স্মার্ট ব্যবসা ।
এটি এমন ফোরামে যেখানে বিশ্বজুড়ে ব্যবসায়ীরা বাণিজ্য সম্পর্কে শিখতে জড়ো হন, তাই কিছু সময় কিছু ব্যবহারকারী কিছু থ্রেড পোস্ট করতে পারে যা বিষয় সম্পর্কিত নয় বা সদৃশ হতে পারে, সুতরাং ফোরামের নিয়ম অনুসারে কিছু থ্রেড মুছতে পারে
amreta
2020-03-19, 03:41 PM
ভাই আমি আপনার সাথে একমত, সাফল্য গোলাপের বিছানার মতো নয় t এটি রাতারাতি প্রক্রিয়া নয়। সাফল্যের উপায়টি অত্যন্ত বেদনাদায়ক বৈদেশিক মুদ্রায়, ব্যবসায়ীকে বাজার কৌশল, ঝুঁকি ব্যবস্থাপনা, পোস্টের মান ইত্যাদি সম্পর্কে বিশাল জ্ঞান সংগ্রহ করতে হবে, সাফল্যের সাথে সাথে প্রতিটি ব্যবসায়ীকে কঠোর পরিশ্রম করতে হবে, ফরেক্স মার্কেটে দক্ষতা বিকাশ করতে হবে। আমি মনে করি শেখা একটি প্রয়োজনীয় সরঞ্জাম এক জন্য সাফল্য।
Habibur shaikh
2020-03-19, 03:56 PM
ফরেক্স একটি আন্তর্জাতিক পর্যায়ের বিশেষ ব্যবসায় মধ্যম। এই মাধ্যমে সঠিক জ্ঞান না থাকলে কাজ করা খুবই কঠিন। এক্ষেত্রে কাজ করার জন্য সঠিক জ্ঞান থাকা প্রয়োজন এবং এই জ্ঞানকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব... ধন্যবাদ।
Hredy
2020-03-19, 05:31 PM
ফরেক্স কঠিন হলেও একটি সাফল্যকামী ব্যবসা যার মাধ্যমে আপনি সামাজিক ভাবে প্রতিষ্ঠিত হতে পারবেন। এটা বলতে পারেন একটি স্মার্ট ব্যবসা যাতে একটু পরিশ্রম দিতে হবে আপনার ব্রেইন এর মাধ্যমে।
sofiz
2020-03-19, 05:33 PM
ফরেক্স অনেক অনেক ভাল বিজনেস সব বিজনেস এর জন্য আপনাকে অবিজ্ঞ হতে হবে তবে হা যেকোনো বিজনেস এ আপনি প্রথম লস করবেন এতে কোন সন্দেহ নাই কিন্তু আপনি আপনার যোগ্য টা দিয়া টা ভাল অবিজ্ঞ টা নিতে হবে আর আমি করি ফরেক্স স্মার্ট বিজনেস
Runil
2020-03-19, 06:00 PM
আমি মনে করি ফরেক্স ব্যবসা যারা বুঝে তাদের জন্য ফরেক্স এ ট্রেড করা সহজ । ফরেক্স মার্কেটে পরিকল্পনা ও মানিম্যানেজমেন্ট সঠিক করে ট্রেড করা । ফরেক্স মার্কেটে ট্রেড করা কঠিন তবে না বুঝে তা করলে আর ফরেক্স ব্যবসাতো স্মার্ট ব্যাবসা বটেয় ।
forex_fighter
2020-03-19, 06:00 PM
ফরেক্স কঠিন হলেও একটি সাফল্যকামী ব্যবসা যার মাধ্যমে আপনি সামাজিক ভাবে প্রতিষ্ঠিত হতে পারবেন। এটা বলতে পারেন একটি স্মার্ট ব্যবসা যাতে একটু পরিশ্রম দিতে হবে আপনার ব্রেইন এর মাধ্যমে।
black-hill
2020-03-19, 11:36 PM
ফরেক্স ব্যবসা কে কঠিন বলা যেতে পারে যদি না ফরেক্স সম্পর্কে ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান বা ধারণা না থাকে। যারা ফরেক্স কে বুজা ভাবে তাদের জন্য ফরেক্স কঠিন। মুলত ফরেক্স একটি স্মার্ট ব্যবসা।
Rx100
2020-03-20, 12:41 PM
মানুষ ইচ্ছে করলেই সব কিছু খুব সহজেই করতে পারেন। তার মধ্যে ফরেক্স অন্যতম। ফরেক্স ব্যাবশা সবার জন্য নয়, যারা নিজের মেধা খাটিয়ে পরিশ্রম করতে পারে ফরেক্স তাদের জন্যই, ফরেক্স করতে হলে আপনাকে অবশই মেধাবী এবং প্রস্রমি হতে হবে আর এর জন্যই ফরেক্স কঠিন একটি ব্যাবসা আর এটি একটি স্মার্ট ব্যাবশা, কেউ চাইলেই এখান থেকে প্রফিত করতে পারবে না।
Jid13
2020-03-20, 12:43 PM
ফরেক্স কঠিন বা স্মার্ট ব্যবসা যেটাই হোক না কেন আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। তার জন্য আপনার এখানে ভালো দক্ষতার প্রয়োজন। আপনার যদি ভালো অভিজ্ঞতা থাকে তাহলে এখানে আপনার প্রফিট করা তেমন একটা কঠিন কাজ নয়। যে যাই বলুক ফরেক্স একটি স্মার্ট ব্যবসা এটা অবশ্যই সত্যি কথা। কারন বর্তমান এমন কোন ব্যবসা নাই যেটা আপনি এত সহজে পরিচালনা করতে পারবেন।
অনেক নতুন ট্রেডার মনে করেন যে ফরেক্স অতি সহজ কাজ কিন্ত আমি মনে করি এটি কখনই সহজ কাজ হতে পারে না । আপনি যদি কঠোর শ্রম ও মেধা ব্যায় করে ফরেক্স সম্পকে ভালো এ্যনালাইসিস করে সফল হন তাহলে আপনার কাছে সহজ হবে আমার বিশ্সস ।
Md.Nasim Uddin
2020-03-20, 03:44 PM
ফরেক্স মার্কেটে দক্ষতা অর্জন করা তেমন কোন কঠিন কাজ নয়। তবে প্রতিটা ট্রেডারকে দক্ষতা অর্জন করতে হলে অবশ্যই ফরেক্স মার্কেটে যথেষ্ট পরিমানে সময় ব্যয় করতে হবে। ধৈর্যশীল হয়ে করে শিখতে হবে। তা না হলে ফরেক্স মার্কেট সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন বা দক্ষতা অর্জন করতে পারবে না। এইজন্য একজন নতুন ট্রেডার কে প্রতিনিয়ত ডেমো অ্যাকাউন্টে প্রাকটিসের মাধ্যমে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। এর ফলে রিয়েল ট্রেডে অংশগ্রহণ করলে অবশ্যই লাভবান হবেন।,,,,ধন্যবাদ।
Fxhuman
2020-03-31, 12:46 AM
ফরেক্স কঠিন কাজ এবং স্মার্ট বেবসা দুইটিই কারণ ফরেক্স ট্রেডিং ই যেমন রয়েছে প্রফিট করার অনেক সম্ভাবনা তেমনি অনেক ঝুকি ও রয়েছে তাই ফরেক্স ট্রেডিং করে টাকা আয় করতে পারে বলে একে সহজ ভাবে দেখার কোনো সুযোগ নেই তবে ফরেক্স সম্পর্কে জানা থাকলে এবং ভালো ট্রেডিং দক্ষতা থাকলে অনেক সহজ ফরেক্স ট্রেডিং সত্যি বলতেগেলে একটি স্মার্ট বেবসা যেকেউ ই ফরেক্স ট্রেডিং কে নিজের প্রফেসন হিসেবে নিতে পারে এবং ট্রেড করে আয় করতে পারেন
Sarder
2020-03-31, 03:06 AM
আমি একটি ধারণা করি যে শুরু থেকে, বৈদেশিক মুদ্রার মধ্যে আপনি যেমন বৈধ ট্রেডিংয়ের মান নিয়ে অধ্যয়ন এবং অনুশীলন করেন তখন কঠিন কাজ অন্তর্ভুক্ত থাকে, আপনি দক্ষতা অর্জনের পরে এটি বুদ্ধিমান কাজ হয়ে ওঠে মূল কাজটি যা আপনাকে করতে হবে তা সঠিক বাণিজ্য স্থাপনের জন্য শক্ত হয়ে বসে থাকে এবং ট্রেড! যে কোনও ক্ষেত্রে যে কোনও ক্ষেত্রেই কঠিন কাজ ফরেক্স ট্রেডিং সফল করার জন্য এটি উজ্জ্বল কাজ প্রয়োজন, আপনাকে সাধারণত ব্যবসায়ী হিসাবে উন্নত করার জন্য আপনার দক্ষতার নিয়মিত উন্নতি করতে হবে এবং এটি অবশ্যই আপনার অতীতের মিসট্যাপের পরিবর্তে তাত্পর্য অর্জনের দ্বারা আগ্রহী হয়ে শেষ করা উচিত এমন জায়গায় কাজ করুন যেখানে আপনি বার বার একই ধরণের মিশ্রণটি পুনরায় তুলছেন।
আমার ধারণা আমি উভয়কেই বলতে চাই যে ফরেক্স ট্রেডিং ব্যবসার পক্ষে আপনার পক্ষে দরকার এবং নিজেকে বুদ্ধিমান ট্রেডিং দরকার তবুও আপনি এই পর্যায়ে লাভ যখন আপনি পর্যায়ে যথাযথভাবে খাপ খোলার সময় আপনি পড়েছিলেন ফরেক্স ট্রেডিং ব্যবসায় নিবেদিত তবে আপনার বড় অভিজ্ঞতার পরে আপনি এই ব্যবসায়টি পড়তে পারেন ফরেক্স ট্রেডিং ব্যবসায় আপনার উজ্জ্বল কাজ করে এখনও সহজ।
ফরেক্স কারো জন্য কঠিন একটি ব্যাবসা আবার কারো জন্য স্মার্ট একটি ব্যাবসা। আসলে এখানে যে যেভাবে শিখে আয়ত্ত করতে পারে। কেউ অল্পদিনের ভিতরই শিখে স্মার্টলি এই ব্যাবসা করতে পারে আবার কেউ দীর্ঘদিন থেকে কোনো সুবিধা করতে পারে না। তাই এটা যেমন হতে পারো কারো জন্য সুবিধাজনক ব্যাবসা তেমনি হতে পারে কারো জন্য হতাশার।
uzzal05
2020-03-31, 06:20 AM
ফরেক্স এ হলে অভিজ্ঞ হলে এতে ক্যারিয়ার গড়া সম্ভব। কেননা এই মার্কেট থেকে স্মার্ট একটা আয় করা সম্ভব। আর মার্কেট থেকে আয় করার জন্য দরকার ভালো এমাউন্ট ডিপোজিট। যদি বেশি ডলার একা্উন্ট এ থাকে তাহলে অবশ্যই এই মার্কেট থেকে কিছু করা সম্ভব।
mdmoshin1988
2020-03-31, 09:04 AM
আসলে আমি মনে করি ফরেক্স এ ট্রেড করা কঠিন কিছু নয়। ফরেক্স এ ট্রেড করতে হলে আপনাকে আগে কিছু ফরেক্স এর নিয়ম কানুন জানতে হবে আর এই নিয়ম কানুন গুলো আপনি আপ্নার কোন সিনিয়র ভাই এর থেকে যেনে নিতে পারেন, এরপর আপনি প্রথমে কিছুদিন demo খেল্বেন, তখন দাখবেন যে ফরেক্স আপ্নের কাছে সহজ বলে মনে হচ্ছে এ ছাড়াও ফরেক্স ব্যাবশা সবার জন্য উন্মুক্ত হলেও ফরেক্স ব্যাবশা সবার জন্য নয়, যারা নিজের মেধা খাটিয়ে পরিশ্রম করতে পারে ফরেক্স তাদের জন্যই, ফরেক্স করতে হলে আপনাকে অবশই মেধাবী এবং প্রস্রমি হতে হবে আর এর জন্যই ফরেক্স কঠিন একটি ব্যাবসা আর এটি একটি স্মার্ট ব্যাবশা, কেউ চাইলেই এখান থেকে প্রফিত করতে পারবে না।
Mahidul84
2020-03-31, 09:43 AM
ভাই আমার মতে ফরেক্স অবশ্যই একটি স্মাট ব্যবসা, কেননা এই ব্যবসাটি আপনি ঘরে বসেই করতে পারবেন শুধুমাত্র অনলােইনের মাধ্যমে। তবে এই ব্যবসা সম্পর্কে আপনাকে সাধারণ জ্ঞান অর্জন করতে হবে। আসলে ফরেক্স ব্যবসা সম্পর্কে আপনি খুব সহজেই জ্ঞান অনুধাবন করতে পারবেন ঘরে বসেই অনলাইনের মাধ্যম। এটি এমন একটি ব্যবসা আপনি ইচ্ছা করলে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে পরিচালনা করতে পারবেন। দরুন আপনি কোথাও বেড়াতে গেছেন সেখানে মোবাইলের মাধ্যমে নেট ব্যবহার করে ফরেক্স ব্যবসাটি পরিচালনা করতে পারবেন যা অন্যান্য ব্যবসা এত সহজেই পরিচালনা করা সম্ভব নয়। অতএব বুঝতেই পারছেন ফরেক্স কেমন স্মার্ট ব্যবসা।
XXXTentacion
2020-04-14, 11:53 AM
পরিচালিত করে। খোলার এবং বন্ধ হওয়ার সময় উচ্চ অনির্দেশ্যতার উপর চাপ দেওয়া বা সন্ধ্যার সময় সুস্বাদু মানের উপর চাপ দেওয়া উচিত নয় যা মূল্য বাজারের ট্রেডমার্ক। উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলি যদি স্বাভাবিক হয় তবে ব্যতিক্রমী ব্যবসায়ের মাধ্যমে কেউ তুলনামূলক মান ডিজাইনগুলি (উচ্চ, মধ্য বা নিম্ন অস্থিরতার) দেখতে পাবে ma সামষ্টিক এবং ভূ-রাজনৈতিক অগ্রগতির উপর কোনও শক্তি না থাকলে,
Md.Moniruzzaman
2020-04-14, 12:20 PM
ফরেক্স একটি আন্তর্জাতিক মার্কেটপ্লেস। একটি আধুনিক প্রযুক্তির অনলাইন ভিত্তিক স্মার্ট ব্যবসা। ফরেক্স অন্য ব্যবসা থেকে তুলনা মূলক সহজ ব্যবসা।এই ব্যবসার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। খুব সহজেই আপনি এই ব্যবসায় অংশগ্রহণ করতে পারবেন। নিজের মোবাইল বা কম্পিউটার দিয়ে এই ব্যবসা নিয়ন্ত্রণ করতে পারবেন।
ফরেক্স ব্যবসাটি পরিচালনা সহজ কিন্তু এখানে ব্যবসাটির গতি প্রকৃতি বোঝা খুব একটা সহজ নয় । ফলে আমি বলব ফরেক্স কোন কঠিন কাজ নয় কিন্তু এটি একটি স্মার্ট ব্যবসা । এখানে ভাল কিছু করতে হলে আমাদের ব্রেন কে কাজে লাগাতে হবে । আর আমাদের মদ্ধে থাকতে হবে অনেক ধৈর্য এবং সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি অনেক সূক্ষ্ম হতে হবে তা না হলে এক্তু ছোট ভুলই আমাদের অনেক লসের সম্মুখীন করতে পারে ।
smbiplob
2020-04-14, 08:22 PM
ফরেক্স মার্কেট একটা আজব মার্কেট । আমি মনে করি আপনি যদি সবকিছু না জেনেই ফরেক্স ব্যবসা শুরু করেন তাহলে এটি অবশ্যই আপনার জন্য কঠিন হবে আবার যদি আপনি সবকিছু ভালভাবে শিখতে পারেন এবং তারপর ফরেক্স ট্রেডিং শুরু করেন তাহলে ফরেক্স ট্রেডিং আপনার কাছে সহজ মনে হবে । আসলে ফরেক্স ট্রেডিং খুবই স্মার্ট একটা ব্যবসা , আপনি খুব সহজেই ঘরে বসে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবেন ।
Mas26
2020-04-14, 08:46 PM
ফরেক্স ব্যাবশা সবার জন্য উন্মুক্ত হলেও ফরেক্স ব্যাবশা সবার জন্য নয়, যারা নিজের মেধা খাটিয়ে পরিশ্রম করতে পারে ফরেক্স তাদের জন্যই, ফরেক্স করতে হলে আপনাকে অবশই মেধাবী এবং প্রস্রমি হতে হবে আর এর জন্যই ফরেক্স কঠিন একটি ব্যাবসা আর এটি একটি স্মার্ট ব্যাবশা, কেউ চাইলেই এখান থেকে প্রফিত করতে পারবে না
Hredy
2020-04-15, 08:36 AM
মানুষের কাছে কোন কিছুই কঠিন নয়। মানুষ ইচ্ছে করলেই সব কিছু খুব সহজেই করতে পারেন। তার মধ্যে ফরেক্স অন্যতম। ফরেক্স অনেকের কাছে কঠিন মনে হলেও এটা একটি সহজ কাজ ও বটে। তবে আপনাকে এই বিষয়ে বিশেষ ভাবে মনোনিবেম হতে হবে।
zakia
2020-04-15, 09:10 AM
কথায় আছে ইচ্ছে করলেই উপায় হয় - তাই আমার মনে হয় মানুষ যদি ইচ্ছে করে তবে সে সব কিছুই করতে পারে । প্রতিটা কাজই শুরু করার পূর্বে সেটা অনেক কঠিন মনে হয় কিন্তু কিছু দিন প্র্যাকটিস করলে বা সময় দিলে সেটা আর কঠিন মনে হবে না বরং সহজ লাগবে । ফরেক্সের কাজও ঠিক এমনই । আপনি যদি ফরেক্সের পেছনে সময় দিয়ে ধৈর্য সহকারে কাজ করতে পারেন তাহলে এটা আপনার কাছে সবচেয়ে সহজ মনে হবে । আর ফরেক্স ব্যবসাতে আপনি আপনার মেধা ও বুদ্ধি খাটিয়ে ঘরে বসেই কাজ করতে পারেন তাই এটা কঠিন নয় বরং একটা স্মার্ট ব্যবসা বলে আমি মনে করি ।
FREEDOM
2020-04-15, 10:39 AM
ফরেক্সকে কঠিন কাজ মনে না করে স্মার্ট ব্যাবসা মনে করাই ভালো হবে। কারন যারা এখানে বুদ্ধমত্তার সাথে কাজ করতে পারে তারাই এখান থেকে ভালো করতে পারে। ফরেক্স হলো কৌশলী মার্কেট তাই এটাকে কঠিন না ভেবে নিজেকে একটু কৌশলী ট্রেডার হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে হবে।
KGF3010
2020-04-25, 01:28 PM
ফরেক্স একটি স্মার্ট ব্যাবসা। তবে এই কয়দিনে ফরেক্স আমাকে একটা অন্যরকম আনন্দ দিয়ে যাচ্ছে। আমি বেশী দিন হয় নি ফরেক্স ট্রেড শুরু করেছি আমি মনে করি ফরেক্স করতে হলে আমাদের কে সবার আগে ফরেক্স শিখতে হবে এ জন্য ডেমো একাউন্ট এর করতে পারবে এই ফরেক্স মার্কেট থেকে তাই যত তারতারি সম্ভব ফরেক্স মার্কেট এ জয়েন করুন এবং ট্রেড করা শুরু করুন ।
Rion83
2020-04-25, 01:35 PM
ফরেক্স হল একটি স্মার্ট বেবসা আমরা যে কেউ চাইলে ফরেক্স করতে পারি আর এই ফরেক্স থেকে আমরা যে কেউ চাইলে অনেক অর্থ আয় করতে পারি তাই এতাকে কঠিন বেবসা বলা যায় না ফরেক্স হল্ একটি স্মার্ট বেবসা ফরেক্স করে আমরা আমাদের জিবনের সকল চাহিদা কে পূরণ করতে পারি বলে আমি মনে করি ।
Fardin02
2020-04-25, 01:39 PM
ফরেক্স বর্তমানে একটি আধুনিক ব্যবসা হিসেবে পরিচিতি লাভ করেছে । ফরেক্স একটি স্মার্ট ব্যবসা আমি মনে করি মানুষের কাছে কোন কিছু কঠিন না যদি সে করতে পারে । তাই আমি মনে করি ফরেক্স এ কাজ আপনাকে আগে শিক্তে হবে তার পর ফরেক্স আপনার কাছে সহজ হবে । আর যদি না জানেন তাহলে ফরেক্স আপনার কাছে কঠিন বলে মনে হবে ।
Lubna1212
2020-05-27, 09:01 AM
নির্ভীক হওয়া চতুর। আত্ম-নিশ্চয়তা ব্যতীত, কেউ কোনও উদ্যোগে বিজয়ী হতে পারে না। ভয় ক্রমাগত আপনাকে পরিবেষ্টিত করবে, আপনি ধারাবাহিকভাবে অনিশ্চয়তার খারাপ প্রভাবগুলি উপভোগ করবেন তাই কোণার কাজে আপনাকে বিজয়ী হওয়া দরকার এমন অফ অফ সুযোগটিতে আপনার প্রথমে নিশ্চিত হওয়া উচিত। তবুও, একটি জিনিস সন্দেহ ছাড়াই, কিছুই এর চেয়ে ভাল। এটি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হয় যে আমাদের আড়ম্বর আমাদের হঠকারী হওয়ার কারণ। সুতরাং আপনি বাজারের উপর কন্টিনজেন্ট বিনিময় করবেন।
Soh1952
2020-05-27, 06:04 PM
মানুষের কাছে কোন কিছুই কঠিন নয় শুধু একটু চেষ্টা আর তাহলে কোন কঠিন কাজই কঠিন মনে হবে না। মানুষ ইচ্ছে করলেই সব কিছু থুব সহজেই সাধন করতে পারে। তার মধ্যে ফরেক্স একটি। ফরেক্স যদিও অনেকে কঠিন মনে করে আসলে ফরেক্স ও একটি সহজ। যা সহজেই সাধন করা যায়।তাই আমার মতে ফরেক্স কঠিন কাজ না বরং স্মার্ট ব্যবসা। আমাদের সবার মেধা খাটিয়ে ফরেক্সে টেডিং করা ।
Mas26
2020-05-27, 06:22 PM
ফরেক্স ব্যাবশা সবার জন্য উন্মুক্ত হলেও ফরেক্স ব্যাবশা সবার জন্য নয়, যারা নিজের মেধা খাটিয়ে পরিশ্রম করতে পারে ফরেক্স তাদের জন্যই, ফরেক্স করতে হলে আপনাকে অবশই মেধাবী এবং প্রস্রমি হতে হবে আর এর জন্যই ফরেক্স কঠিন একটি ব্যাবসা আর এটি একটি স্মার্ট ব্যাবশা, কেউ চাইলেই এখান থেকে প্রফিত করতে পারবে না।
HASIBURRAHMAN
2020-05-27, 08:02 PM
ফরেক্স অবশ্যই কঠিন কাজ। তবে স্মার্টনেস ট্রেড করতে পারলে সহজে সফলতা লাভ করা সম্ভব।
smbiplob
2020-05-28, 10:43 AM
আসলেই অনেক আনন্দের এবং অনেক স্মার্ট একটা ব্যবসা। কেননা এটাকে আপনি পকেটে নিয়েও বেড়াতে পারবেন। অর্থাৎ আপনি যদি আপনার ফ্যামিলীর সাথেও কোথাও বেড়াতে যায় সেখানেও আপনি খুব সহজে মার্কেট দেখতে পারবেন,শুধু একটা স্মার্ট ফোন হলেই হবে।প্রতিটা ট্রেডারকে দক্ষতা অর্জন করতে হলে অবশ্যই ফরেক্স মার্কেটে যথেষ্ট পরিমানে সময় ব্যয় করতে হবে। ধৈর্যশীল হয়ে করে শিখতে হবে। তা না হলে ফরেক্স মার্কেট সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন বা দক্ষতা অর্জন করতে পারবে না।
Hasinapx
2020-05-28, 10:58 AM
ফরেক্স কঠিন কাজের মাধ্যমেই একটি সুন্দর স্মার্ট ব্যবসা। কারণ কোন ব্যবসায়ই কঠিন কাজ ছাড়া হয় না। আবার কঠিন কাজের মাধ্যমে অনেক ব্যবসা করা যায় কিন্তু সব ব্যবসায়ই স্মার্ট ব্যবসা নয়। ফরেক্স যেহেতু বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনলাইন ব্যবসা। উল্লেখ্য যে, বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানীগুলোর বড় বড় কর্মকর্তারা হেড অফিসে বসেই শুধুমাত্র ল্যাপটপের সাহায্যে তাদের কাজকর্ম পরিচালনা করে। ফরেক্স ট্রেডাররা আরো আপডেট হয়ে তারা তাদের সুবিধামত বাসায়,অফিসে বা ভ্রমণরত অবস্থায়ই হোটেলে বসে তাদের কাজ পরিচালনা করে থাকে।এজন্য ফরেক্স কঠিন কাজ হলেও সবচেয়ে স্মার্ট ব্যবসা।
konok
2020-07-17, 07:30 PM
ফরেক্স স্মার্ট ব্যবসা বাট কঠিন বলতে চাই না। শুরুতে প্রচুর সময় দিতে হবে। কঠিন পরিশ্রম করতে হবে। ধৈয্যের সাথে অবলোকন করতে হবে। লোভকে সংবরন করতে হবে। যদি ফরেক্স জানি, মার্কেট জানি, আর যদি আমার পরিশ্রম করার সদ ইচ্ছা থাকে তাহলে কখনই ফরেক্স কঠিন কাজ হবে না ।
Hredy
2020-07-17, 07:39 PM
ফরেক্স ব্যাবশা সবার জন্য উন্মুক্ত হলেও ফরেক্স ব্যাবশা সবার জন্য নয়, যারা নিজের মেধা খাটিয়ে পরিশ্রম করতে পারে ফরেক্স তাদের জন্যই, ফরেক্স করতে হলে আপনাকে অবশই মেধাবী এবং প্রস্রমি হতে হবে আর এর জন্যই ফরেক্স কঠিন একটি ব্যাবসা আর এটি একটি স্মার্ট ব্যাবশা, কেউ চাইলেই এখান থেকে প্রফিত করতে পারবে না।
Hredy
2020-07-17, 07:40 PM
ফরেক্স ব্যাবসা অনেক কঠিন কিন্তু স্মার্ট, তাই আমাদের ফরেক্স মার্কেটের ব্যাবসা ভাল করে শিখতে হবে যাতে ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারি,ফরেক্স মার্কেট থেকে আমরস ভাল ইনকামের জন্য ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করার সাথে সাথে ফরেক্স মার্কেটের নিউজ দেখে ফরেক্স ট্রেডিং কতে আসছি।
IFXmehedi
2020-07-22, 10:16 AM
প্রিয় সিনিয়র বন্ধু! আপনার অভিজ্ঞতা শেয়ার করুন যখন ফরেক্স সম্পর্কে অর্থাৎ এটা যখন স্মার্ট বা এটি হার্ড দেখায় ! এবং আপনার বর্তমান কৌশল কি ব্যবহার করেন।
ভাই নিঃসন্দেহে ফরেক্স ট্রেডিং একটা স্মার্ট ব্যবসা । কারণ দুনিয়াতে এমন কোন ব্যবসা নেই যেখানে আপনি ঘরে বসে অর্থ উপার্জন করতে পারেন । ফরেক্স মার্কেট থেকে আমরা ঘরে বসে খুব অনায়াসে অর্থ উপার্জন করতে পারি । এমনকি আমরা যখন রাস্তায় ঘোরাফেরা করি বা কোথাও বেড়াতে যাই তখন ও স্মার্টফোনের সাহায্যে আমরা ট্রেডিং প্লাটফর্ম এ ঢুকে ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করতে পারে এবং সেটা থেকে প্রফিট করতে পারি । আসলে এত স্মার্ট ব্যবসা আপনি কোথাও পাবেন না আর যার কারণেই ফরেক্স ট্রেডিং এত জনপ্রিয় এবং একটি স্মার্ট ব্যবসা ।
Devdas
2020-07-22, 10:44 AM
ফরেক্স মার্কেট একটি রিক্সি ব্যবসা। এই ফরেক্স ব্যবসা যারা অনেক দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে ফরেক্স করেন তাদের কাছে ফরেক্স তেমন একটি কঠিন মনে হয় না। আর যারা নতুন তাদের কাছে ফরেক্স অনেকটা কঠিন। ফরেক্স এ অনেক ধৈর্য্য ধরে পরিশ্রম করে ফরেক্স সম্পর্কে অনেক দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন ফরেক্স করলেই ফরেক্স থেকে সাফলতা অর্জন করা যাবে। তাই ফরেক্স ব্যবসা দক্ষ ট্রেডারদের কাছে স্মার্ট আর নতুনদের কাছে কঠিন। ধন্যবাদ।
samun
2020-07-22, 10:55 AM
ফরেক্স অবশ্যই বর্তমান সময়ে সব থেকে স্মার্ট ব্যবসায়। যেটি মোবাইলের মাধ্যমে অল্প সময়ে আয় করা সম্ভব। এমনকি অতিরিক্ত সময় ব্যয় করতে হয় না। ফরেক্স করার পূর্বে অবশ্যই ফরেক্স সম্পর্কে অধিক জ্ঞান অর্জন করতে হবে। বেশি বেশি অনুশীলন করতে হবে। তবেই ফরেক্স সহজ কাজ। তবে ফরেক্সে টিকে থাকতে পারলে আমরা আমাদের লাইফ স্টাইল আর অনেক সুন্দর করতে পারব।
আপনি আপনার অনুশিলন এর মাধ্যমে ফরেক্স এ সফলতা অর্জন করতে পারবেন । প্রথম এ আপনার কাছে ফরেক্স অনেক সহজ লাগতে পারে । ফরেক্স সহজ হলেও ভালো অভিজ্ঞতা না নিয়ে শুরু করতে তা এক সময় বিপদ ডেকে আনবে । এবং ভালো ভাবে শিখে যদি ফরেক্স করা যাই আপনি এই বিজনেস থেকে অনেক মুনাফা অর্জন করতে পারবেন ।
jimislam
2020-07-30, 10:22 AM
ফরেক্স কঠিন কাজ এবং স্মার্ট বেবসা দুইটিই কারণ ফরেক্স ট্রেডিং ই যেমন রয়েছে প্রফিট করার অনেক সম্ভাবনা তেমনি অনেক ঝুকি ও রয়েছে তাই ফরেক্স ট্রেডিং করে টাকা আয় করতে পারে বলে একে সহজ ভাবে দেখার কোনো সুযোগ নেই। মানুষ যে কাজে লাভবান হয় সে কাজ কঠিন হলে মানুষ মেনে নেয় । ফরেক্স বিজনেস এ কোন মানুষ প্রতারণার স্বীকার হয় না । এটি বলতে পারেন একটি স্মার্ট ব্যবসা ।
SHARIFfx
2020-07-30, 10:38 AM
আপনার এনালাইসিস মোতাবেক মারকেট কাজ করলে এটি অনেক সহজ আর না করলে পাহাড় সমান কঠিন হয়ে পড়ে। এর জন্য দক্ষ এনালাইসিস প্রয়োজন। টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস সেন্টমেন্ট এনালাইসিস কাজে লাগিয়ে ট্রেড নিন। মানিমেনেজমান্ট করে ট্রেড নিন। সাপোর্ট আর রেজিস্টেন্স স্ট্যাটেজি ব্যাবহার করুন।
Md.shohag
2020-07-30, 11:10 AM
ফরেক্স ব্যাবশা সবার জন্য উন্মুক্ত হলেও ফরেক্স ব্যাবশা সবার জন্য নয়, যারা নিজের মেধা খাটিয়ে পরিশ্রম করতে পারে ফরেক্স তাদের জন্যই, ফরেক্স করতে হলে আপনাকে অবশই মেধাবী এবং প্রস্রমি হতে হবে আর এর জন্যই ফরেক্স কঠিন একটি ব্যাবসা আর এটি একটি স্মার্ট ব্যাবশা, কেউ চাইলেই এখান থেকে প্রফিত করতে পারবে না।
ফরেক্স কঠিন বিজনেজ হলেও যারা ভালভারে জেনে শুনে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করে তারপর ফরেক্স ট্রেড করে তাদের কাছে ফরেক্স কোন কঠিন বিজনেজ না তারা খুব সহজে তাদের মেধা এবং শ্রম কাজে লাগিয়ে প্রচুর পরিমানে টাকা ইনকামের মাধ্যমে তাদের ভাগ্যকে পরিবরতন করতে পারে।জ্ঞান অর্জন ছাড়া আমরা এই মার্কেট থেকে কখনো ভাল কিছু করতে পারব না ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদের কে সব সময় এখানে ভাল করে ট্রেডিং শিখতে হবে ।
muslima
2020-08-01, 01:49 AM
এই ব্যাবসাই সবাই টিকে থাকতে পারে না। যারা ফরেক্স সম্পর্কে অনেক পড়াশুনা করেছে ফরেক্স সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করে তাদের জন্য ফরেক্সের ব্যাবসা কঠিন নই। তাদের জন্য এই ব্যাবসা সুন্দর ও স্মার্ট ব্যাবসা। ফরেক্স করতে হলে আমাদের কে এই মার্কেট থেকে বেশী করে ট্রেডিং এর অবিজ্ঞতা অর্জন করতে হবে কারন আমরা যদি এই মার্কেট থেকে আমাদের অবিজ্ঞতা কে অর্জন করতে না পারি তবে ফরেক্স থেকে আমরা কোন টাকা লাভ করতে পারব না বলে আমি মনে করি ।
sss21
2020-11-11, 05:25 PM
না ফরেক্স কোন কঠিন বেবসা না বরং স্মার্ট বেবসা পৃথিবির অনেক মানুষ ফরেক্স কে পেশা হিসাবে বেছে নিয়েছে কারন তারা জানে ফরেক্স হতে কিভাবে আয় করতে হয় তাই ফরেক্স মার্কেট থেকে আয় করার মাধ্যমে আমরা এখানে ভাল লাভবান হতে পারি তাই আমাদের কে ফরেক্স কে ভাল করে শিখে নেওয়া দরকার ।
ARIF420BD
2020-11-11, 05:58 PM
পৃথিবীতে কোন ব্যবসাই সহজ নয়,যেকোনো ব্যবসাকে সহজ করে গড়ে তুলতে হয়।আমি মনে করি ফরেক্স তেমনি একটা ব্যবসা।ফরেক্স খুবই লাভজনক একটি ব্যবসা। আবার অপরদিকে খুবই ঝুকিপূর্ণ একটি ব্যবসা।কাজেই ট্রেড করার সময় খুবই গুরুত্ব দিয়ে ট্রেড করতে হবে।মাথায় রাখতে হবে ফরেক্সে লাভের চেয়ে লসের পরিমাণ বেশি।যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিন্তে নিতে হবে।ফরেক্স সম্পর্কে ভালভাবে না জেনে ফরেক্স করতে আসবেন না।এতে ক্ষতি ছাড়া লাভ দেখতে পাবেন না।ফরেক্স সম্পর্কে খুটিনাটি বিষয় জানুন তারপর ট্রেড করুন।আমার মনে হয় ফরেক্স ভালভাবে জানার জন্য ডেমো ট্রেডের বিকল্প কিছু নেই।কাজেই নিয়মিত অনুশীলনের মাধ্যমে ফরেক্স শিখুন অবশ্যই লাভ করতে পারবেন।
FRK75
2020-11-11, 07:46 PM
ইচ্ছা থাকলে কোন কাজই অসাধ্য নয় বলে কিছু থাকে না। তাই এটা নি:সন্দেহে বলা যায় ফরেক্স খুব সহজ ব্যবসা এবং স্মার্ট ব্যবসা। আর ফরেক্স মার্কেট এ আপনি সময় এবং জ্ঞান বিনিয়োগের মাধ্যমে অধিক বেশি মুনাফা অর্জন করতে পারবেন।
OLIYOURRAHMAN2021
2020-11-11, 07:52 PM
মনোযোগ সহকারে কাজ করলে কোনো কাজেই কঠিন বলে মনে হয় না। ফরেক্স মার্কেট এ কাজ করতে হলে অবশ্যই নিজেকে মনোযোগী হতে হবে। ফরেক্স মার্কেট স্মার্ট ব্যবসাও বটে। কারন আমরা এই ব্যবসাটি অনলাইনের মাধ্যমে কাজ করতে পারি বিশ্বের যে কোন প্রান্ত থেকে। তাই এ ফরেক্স ব্যবসা কে স্মার্ট ব্যবসা বললে ভুল হবেনা।
IslamMdMerajul
2020-11-11, 08:33 PM
ফরেক্স সম্পর্কে ভাল অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করতে পারলে ফরেক্স অনেক সহজ। তবে ফরেক্স সম্পর্কে ভাল অভিজ্ঞতা এবং দক্ষতা না থাকলে ফরেক্স মার্কেটে কাজ করা অনেক কঠিন হয়ে পড়ে। এছাড়া ফরেক্স একটি স্মার্ট ব্যবসা। যেখানে অনেকটাই পরিশ্রমের প্রয়োজন হয় না। অল্প সময় ব্যয় করে অনেক প্রফিট ইনকাম করা সম্ভব হয়।
md mehedi hasan
2020-11-12, 08:49 AM
ফরেক্স মার্কেটে অভিজ্ঞ ট্রেডারদের কাছে অত্যন্ত সহজ স্মার্ট মার্কেট।আর যদি ফরেক্স মার্কেটে আপনার অভিজ্ঞতা না থাকে এটা অত্যন্ত কঠিন মনে হবে।ফরেক্স মার্কেটে আপনি যে কোন পরিস্থিতিতে ট্রেড করতে।আপনি যদি চাকরি জীবি হন তাহলে চাকরীর পাশাপাশি এক ঘন্টা সময় দিয়ে ট্রেড করতে পারবেন।আর যদি স্টুডেন্ট হন তাহলে পড়াশুনার পাশাপাশি আপনি ফরেক্স করতে পারবেন।এজন্যই ফরেক্স একটি স্মার্ট বিজনেস।
KAZIMAJHARULISLAM
2020-11-12, 08:59 AM
যদি কেউ সাঁতার না জানে এবং তাকে যদি সমুদ্রে ফেলে দেয়া হয় বা সমুদ্রে সাঁতার কাটার জন্য নিয়ে যাওয়া হয়, তখন তার মানসিক অবস্থা কেমন হবে?? তেমনি ফরেক্স ট্রেডিং ও অভিজ্ঞ ব্যক্তি এবং অনভিজ্ঞ ব্যক্তির কাছে একেক রকম। যারা ফরেক্স সম্পর্কে পর্যাপ্ত অভিজ্ঞ ও দক্ষ তারা ফরেক্সকে একটি স্মার্ট ব্যবসা এবং খুব সহজে টাকা উপার্জনের মাধ্যম হিসেবে ব্যবহার করে।কিন্তু এই অভিজ্ঞতা ও দক্ষতা একদিনেই আসে না। সেই জন্য দরকার দীর্ঘদিন যাবৎ ফরেক্সে লেগে থাকা,নিয়মিত ডেমো ট্রেডিং করা এবং নিয়মিত ফোরাম ফলো করা। কেননা যখন আপনি পর্যাপ্ত দক্ষ ও অভিজ্ঞ হবেন, কেবলমাত্র তখনই মনে হবে যে, ফরেক্স একটি স্মার্ট ব্যবসা এবং কোন ইনভেস্ট ছাড়া, টাকা উপার্জনের জন্য একটি উত্তম মাধ্যম।
EmonFX
2020-11-12, 09:05 AM
কোন কাজ সহজ নয়, আপনাকে সহজ করে নিতে হবে দক্ষতা অর্জনের মাধ্যমে। যতদিন যাবে আপনি ততো দক্ষ হবেন এবং আপনার কাছে ততো সহজ হবে। এর জন্য অনেক স্টাডি করতে হবে, মার্কেট এনালাইসিস করতে হবে, বেশি বেশি মার্কেটে সময় দিতে হবে। তাহলে একদিন সবকিছুই আপনার কাছে অতি সহজ মনে হবে। ফরেক্স অনলাইন ভিত্তিক স্বাধীন ব্যবসা বিধায় চাকরি, ব্যবসা এমনকি পড়াশোনার পাশাপাশি যে কেউই ঘরে বসে এখানে বিজনেস করতে পারে। এটার জন্য কারো কাছে যেতে হয় না, কারো উপর নির্ভরশীল হাতে হয় না, নিজের খেয়াল-খুশি মতো স্বাধীন ভাবে ট্রেড করা যায় বিদায় ফরেক্স একটি স্মার্ট বিজনেস। আর এই কারনেই এর প্রসারতা দিন দিন অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে।
মানুষ ইচ্ছে করলেই সব কিছু খুব সহজেই করতে পারেন। তার মধ্যে ফরেক্স অন্যতম। ফরেক্স অনেকের কাছে কঠিন মনে হলেও এটা একটি সহজ কাজ ও বটে।ফরেক্স এ ট্রেড করতে হলে আপনাকে আগে কিছু ফরেক্স এর নিয়ম কানুন জানতে হবে আর এই নিয়ম কানুন গুলো আপনি আপ্নার কোন সিনিয়র ভাই এর থেকে যেনে নিতে পারেন, এরপর আপনি প্রথমে কিছুদিন demo খেল্বেন
Pavel66
2020-11-12, 10:07 AM
ফরেক্স যারা পারে তাদের কাছে সোজা আমার যারা পারে না তাদের কাছে কঠিন। ফরেক্স বুঝে শুনে করতে হবে তাহলেই আপনি ভাল প্রফিট আনতে পারবেন। ফরেক্স আপনি যত সময় দিবেন আপনি ততই ফরেক্স শিখতে পারবেন। তাই যারা ফরেক্স জানে তাদের কাছ থেকে শিখে আপনি ো ফরেক্স করতে পারেন।
ফরেক্স এতটা কঠিন না আবার অনেক বেশী সহজ ও না।আপনি যদি মনযোগ দিয়ে এটা শিখে আয়ত্ত করতে পারেন তাহলে অনেক সহজেই এখান থেকে আয় করতে পারবেন।
অনলাইনে মানি ইনকামের মধ্যে ফরেক্স অন্যতম। ফরেক্স অনেকের কাছে কঠিন মনে হলেও এটা একটি সহজ কাজ ও বটে। তবে আপনাকে এই বিষয়ে বিশেষ ভাবে মনোনিবেম হতে হবে।ফরেক্স এ ট্রেড করতে হলে আপনাকে আগে কিছু ফরেক্স এর নিয়ম কানুন জানতে হবে আর এই নিয়ম কানুন গুলো আপনি আপ্নার কোন সিনিয়র ভাই এর থেকে যেনে নিতে পারেন।
Starship
2020-11-12, 11:23 AM
ফরেক্স নিদ্ধায় একটি স্মার্ট ব্যবসা। তবে তার জন্য আপনাকে প্রথমে ফরেক্স বিষয়ে সবকিছু জানতে হবে ও শিখতে হবে। কোন বিষয়ে যদি আপনি ধৈর্যতার সহিত অভিজ্ঞতা সম্পন্ন করতে পারেন, তাহলে সেই বিষয়ে স্বাচ্ছন্দে আনন্দের সাথে কাজ করতে পারবেন। কথায় আছে কোন বিষয়ে সফলতা পাওয়ার জন্য প্রথমে কষ্ট করতে হবে, অনুশীলন করতে হবে, ধৈর্য সহকারে অনুশীলন করতে হবে। আর যদি শর্টকাট রাস্তা অবলম্বন করি তাহলে ফরেক্স থেকে আয় করা সম্ভব নয়। আর ফরেক্স আপনার কাছে কঠিন মনে হবে। তাই ফরেক্স আপনি আনন্দের সাথে করবেন নাকি কঠিন করে নিবেন সেটা আপনার উপর নির্ভর করবে।
ফরেক্স ব্যাবশা সবার জন্য উন্মুক্ত হলেও ফরেক্স ব্যাবশা সবার জন্য নয়, যারা নিজের মেধা খাটিয়ে পরিশ্রম করতে পারে ফরেক্স তাদের জন্যই, ফরেক্স করতে হলে আপনাকে অবশই মেধাবী এবং প্রস্রমি হতে হবে আর এর জন্যই ফরেক্স কঠিন একটি ব্যাবসা আর এটি একটি স্মার্ট ব্যাবশা, কেউ চাইলেই এখান থেকে প্রফিত করতে পারবে না।
ashik94
2021-01-31, 10:42 PM
কিন্তু যারা এ ব্যবসায় নতুন তাদেরকে আমি বলব আপনারা দক্ষতা ছাড়া এ ব্যবসায় হস্তান্তর করবেন না। তাহলে কিন্ত এ্যাকাউন্ট যাবার সম্ভাবনাই বেশী থাকে । আর এটা সত্যিই একটা স্মার্ট ব্যবসা । কিন্তু এটা সবার জন্য নয়ে । যারা দক্ষ তাদের জন্য এ ব্যবসা একটি স্মার্ট ব্যবসা। আমরা সর্বদা স্মার্ট ব্যবসা করার জন্য অবশ্যই দক্ষতা অর্জন করব। কারণ যে যত বেশী দক্ষতাবান হবেন সে তত বেশী স্মার্ট ব্যবসার স্বাদ আস্বাদন করতে পারবেন ।
IFXmehedi
2021-02-16, 12:17 AM
প্রিয় সিনিয়র বন্ধু! আপনার অভিজ্ঞতা শেয়ার করুন যখন ফরেক্স সম্পর্কে অর্থাৎ এটা যখন স্মার্ট বা এটি হার্ড দেখায় ! এবং আপনার বর্তমান কৌশল কি ব্যবহার করেন।
অবশ্যই আমি মনে করি ফরেক্স একটি স্মার্ট ব্যবসা এটা মোটেও কোন কঠিন কাজ নয় ।বর্তমান বিশ্ব হল বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রগামী আর ফরেক্স হলো প্রযুক্তিনির্ভর কাজের একটি অন্যতম মাধ্যম । ফরেক্স এর মাধ্যমে মানুষ ঘরে বসেই খুবই অল্প সময়ে কাজ করতে পারছে এবং পৃথিবীর যেকোন প্রান্তের মানুষের সাথে যোগাযোগ করতে পারছে । ফরেক্সে কাজের মাধ্যমে মানুষ অনেক বেশি প্রযুক্তি সম্পর্কে অবগত হতে পারছে এবং সাথে সাথে অর্থ উপার্জন করতে পারছে । তাই আমি মনে করি সত্যিকার অর্থেই ফরেক্স একটি স্মার্ট ব্যবসা ।
Mas26
2021-03-26, 05:33 PM
মানুষের কাছে কোন কিছুই কঠিন নয়। মানুষ ইচ্ছে করলেই সব কিছু খুব সহজেই করতে পারেন। তার মধ্যে ফরেক্স অন্যতম। ফরেক্স অনেকের কাছে কঠিন মনে হলেও এটা একটি সহজ কাজ ও বটে। তবে আপনাকে এই বিষয়ে বিশেষ ভাবে মনোনিবেম হতে হবে। আর এটা বলতে পারেন একটি স্মার্ট ব্যবসা যাতে একটু পরিশ্রম দিতে হবে আপনার ব্রেইন এর মাধ্যমে ভালো আয় করার জন্য।
Sakib42
2021-03-28, 11:33 PM
ফরেক্স এতটা কঠিন না আবার অনেক বেশী সহজ ও না।আপনি যদি মনযোগ দিয়ে এটা শিখে আয়ত্ত করতে পারেন তাহলে অনেক সহজেই এখান থেকে আয় করতে পারবেন।এ ব্যবসা ঘরে বসে কোন রকম কষ্ট ছাড়াই করা যায়। তাই আমরা কোন রকম কষ্ট ছাড়াই ট্রেড করে অর্থ উপার্জন করতে পারি।
samun
2021-05-21, 10:55 PM
যে কোন ধরনের ব্যবসা করা সহজ কিন্তু এই ব্যবসাতে টিকে থাকা অনেক কঠিন আবার যদি ধরেন এই ব্যবসা করতে কোন ধরনের ঝামেলা পোহাতে হয় না যেকোন সময় যেকোন জায়গা থেকে বসে এই ব্যবসা করা যায় শুধু নেট এবং কম্পিউটার থাকলে অতি সহজেই এই ব্যবসা করতে পারবেন। আবার যদি এই ব্যবসা যদি ভাল্ভাবে না বুঝে, স্ট্রেটিজি, মানি ম্যানেজমেন্ট ভাল্ভাবে না করতে পারেন তাহলে এই ব্যবসা আপনার কাছে অনেক কঠিন মনে হবে। তবে ফরেক্স বা ট্রেডিং ব্যবসা সব ব্যবসা এর তুলনায় একটু স্মার্ট ব্যবসা।
ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করে তারপর ফরেক্স ট্রেড করে তাদের কাছে ফরেক্স কোন কঠিন বিজনেজ না তারা খুব সহজে তাদের মেধা এবং শ্রম কাজে লাগিয়ে প্রচুর পরিমানে টাকা ইনকামের মাধ্যমে লাভবান হওয়া যায়। আমাদের কে এই মার্কেট থেকে ফরেক্স সম্পর্কে ভাল করে জ্ঞান অর্জন করতে হবে কারন জ্ঞান অর্জন ছাড়া আমরা এই মার্কেট থেকে কখনো ভাল কিছু করতে পারব না ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য।
FRK75
2022-01-06, 11:25 AM
ফরেক্স কঠিন বা স্মার্ট ব্যবসা দুটোই বলা যেতে পারে কেননা এই ব্যবসার মাধ্যমে ঋাপনি খুব সহজেই সফলতা অর্জন করতে পারেন। কারণ এই ফরেক্স মার্কেট এ শুধু মাত্র কিছু জ্ঞান, অভিজ্ঞতা, কৌশল ও বুদ্ধিমত্তার দরকার হয়। যা আপনার প্রতিটি কাজের জন্য সফল বয়ে আনতে পারবেন আর তার জন্য ফরেক্স কে আপনি নি:সন্দেহে স্মার্ট ব্যবসা বলতে পারেন।
FRK75
2022-01-06, 11:27 AM
মানুষের কাছে কোন কিছুই কঠিন নয় শুধু একটু চেষ্টা আর তাহলে কোন কঠিন কাজই কঠিন মনে হবে না। মানুষ ইচ্ছে করলেই সব কিছু থুব সহজেই সাধন করতে পারে। তার মধ্যে ফরেক্স একটি। ফরেক্স যদিও অনেকে কঠিন মনে করে আসলে ফরেক্স ও একটি সহজ। যা সহজেই সাধন করা যায়। তবে আপনাকে এই বিষয়ে বিশেষ ভাবে মনোনিবেশ করতে হবে। তা না হলে সম্ভব নয়। মনযোকের সাথে কোনা কাজ না করলে কোন কঠিন কাজই সহজ সাধ্য হয় না।
FRK75
2022-05-16, 10:14 AM
ফরেক্স এতটা কঠিন না আবার অনেক বেশী সহজ ও না।আপনি যদি মনযোগ দিয়ে এটা শিখে আয়ত্ত করতে পারেন তাহলে অনেক সহজেই এখান থেকে আয় করতে পারবেন এবং তার জন্য প্রয়োজন ভালো করে ফরেক্স শেখা।ফরেক্স ব্যাবসা হিসাবে খুব ভাল বলে আমি মনে করি।ফরেক্স এ কাজ না জানলে ফরেক্স আপনার কাছে অনেক কঠিন মনে এ হবে কিন্তু যে মানুষ ফরেক্স সম্পরকে ভাল ভাবে জানে ও ফরেক্স এ কাজ পারে তার কাছে ফরেক্স খবু সহজ এটা পুরটা তা আপনার কাজ শিখার অপর নিভর করে বলে আমি মনে করি।তাই ফরেক্স এ কাজ করতে হলে আপানাকে আগে ভাল ভাবে কাজ শিখতে হবে বলে আমি মনে করি।মানুষ ইচ্ছে করলেই সব কিছু খুব সহজেই করতে পারেন। মানুষের কাছে কোন কিছুই কঠিন নয়। ফরেক্স একটি কঠিন কাজ কিন্তু এটি একটি অত্যান্ত স্মার্ট ব্যবসা বলতে পারেন।
FRK75
2022-12-02, 09:10 PM
ফরেক্স কটিন কাজ কিন্তু স্মার্ট বইজনেস কেনো না আপনি একটি করতে হলে আপনাকে অবশ্যই ভালো করে এনালাইসিস করে ট্রেড করতে হবে । সে জন্য আপনাকে ফরেক্স আগে শিখতে হবে তা না হলে আপনি ভাল কিছু করতে পারবেন না, আমি মনে করি প্রতেক ট্রেড আপনাকে মোনজোগ সহকারে করা উচিত বলে আমি মনে করি। আমার মতে ফরেক্স স্মার্ট কেনোনা আপনি যদি এটিকে বিজনেস হিসাবে নেন ।তাই আমি মনে করি ফরেক্স কটিন কাজ কিন্তু স্মার্ট বিজনেস।ফরেক্স মার্কেট এ ট্রেড করা কোন কঠিন কাজ না আপনি যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করা একবার শিখতে পারেন তা হলে আপনার ফরেক্স মার্কেট এ ট্রেড করা অনেক সহজ হয়ে যাবে আপনি যদি এক সিস্টেম এ ট্রেড করতে থাকেন তাহলে যত দিন যাবে তত আপনি ফরেক্স মার্কেট এ ভাল করতে থাকবেন তাই আপনাকে ফরেক্স মার্কেট এ লেগে থেকে ট্রেড করতে হবে ভাল করে শিখতে পারলে আপনার দেখবেন আপনার লাভ ও বেশি হবে
shohedullaearn
2023-07-25, 02:22 PM
ফরেক্স একটি কঠিন কাজ এটা বলা ভুল হবে কারণ এটা একটা বিশ্লেষণমূলক কাজ। যাকে অন্যথায় আমরা স্মার্ট কার্ড বলতে পারি কারণ কি এটা স্মার্টলিও অন্যান্য তথ্য সংগ্রহ করে একত্রিত করে তারপরে মার্কেট এনালাইস করতে হয়। যার ফলে বলা যেতেই পারে এটা একটা স্মার্ট ওয়ার্ক অথবা কাজ।
Luckyboy
2023-07-25, 03:19 PM
আমি মনে করি ফরেক্স আসলেই অনেক কঠিন কাজ এটি করার জন্য আপনার প্রচুর পরিমাণে দক্ষতা অর্জন করতে হয় একজন সাধারণ মানুষ যা সহজেই ফরেক্স করতে পারে না ফরেক্সে মানুষের অনেক দক্ষতা পরিশ্রম এবং বিনিয়োগের প্রয়োজন হয় তারপরই আপনি এখান থেকে রোজগার করতে পারবেন।
Sabid
2023-07-25, 04:43 PM
ফরেক্স ট্রেডিং চ্যালেঞ্জিং এবং একটি স্মার্ট ব্যবসা উদ্যোগ উভয়ই হতে পারে।
চ্যালেঞ্জিং দৃষ্টিভঙ্গি: ফরেক্স ট্রেডিং এ বাজারের গতিশীলতা বোঝা, চার্ট বিশ্লেষণ করা, অর্থনৈতিক সূচক ব্যাখ্যা করা এবং ঝুঁকি পরিচালনা করা ইত্যাদি কারণে এটি পরিচালনা করা বেশ জটিল। এছাড়াও, ব্যবসায়ীদের গ্লোবাল ইভেন্ট এবং আর্থিক খবরের সাথে আপডেট থাকতে হয়, এবং আবেগ তাড়িত সিদ্ধান্ত গ্রহণ ব্যবসাকে সম্ভাব্য ক্ষতির দিকে পরিচালনা করতে পারে।
স্মার্ট বিজনেস ভেঞ্চার: অন্যদিকে, ফরেক্স ট্রেডিং এ সঠিক জ্ঞান, দক্ষতা এবং কৌশল অবলম্বন করতে পারলে এটি লাভের জন্য উল্লেখযোগ্য সুযোগ প্রদান করে। এটি একটি বিশাল এবং তরল বাজার যা ব্যবসায়ীদের 24/5 বাণিজ্য করতে এবং মুদ্রার ওঠানামা থেকে সম্ভাব্য আয় তৈরি করতে দেয়।
সঠিক ঝুঁকি ব্যবস্থাপনা এনাবল করে মূলধন রক্ষার জন্য স্টপ-লস এবং টেক-প্রফিট মতো টুলস গুলো ব্যবহার করে ব্যবসায়ীরা এখান থেকে স্মার্টলী আয় করতে পারে।
sss21
2023-08-25, 12:50 PM
ফরেক্স কঠিন ব্যবসা ঠিক কিন্তু অসম্ভব নয়। আপনি যদি পরিশ্রম ও ধৈর্*্য্য সহকারে ফরেক্সে টিকে থাকতে পারেন তাহলে কেউ আপনার সফলতাকে ঠেকাতে পারবে না। তাই এটাকে কখনো কঠিন মনে করবেন না। শুধু মনে রাখবেন এখানে প্রাকটিস করাটা হচ্ছে আসল ব্যাপার। আপনি যতই ডেমোতে প্রাক্টিস করতে পারবেন ততই আপনার কাছে এটা সহজ মনে হবে।
Mas26
2023-08-25, 04:04 PM
মানুষের কাছে কোন কিছুই কঠিন নয়। মানুষ ইচ্ছে করলেই সব কিছু খুব সহজেই করতে পারেন। তার মধ্যে ফরেক্স অন্যতম। ফরেক্স অনেকের কাছে কঠিন মনে হলেও এটা একটি সহজ কাজ ও বটে। তবে আপনাকে এই বিষয়ে বিশেষ ভাবে মনোনিবেম হতে হবে।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.