PDA

View Full Version : নেটেলার এবং স্ক্রিল একাউন্ট ভেরিফাই/ব্লক



EmonFX
2021-09-09, 10:25 PM
পেমেন্ট মেথড একাউন্টগুলো ভেরিফাই করা কতোটা জরুরি মাঝে মাঝে এমন প্রশ্ন অনেকের কাছ থেকেই পাওয়া যায়। নেটেলার এবং স্ক্রিল একাউন্ট ভেরিফাই ছাড়াও আপনি সব ধরনের লেনদেন করতে পারবেন। ট্রেডিং অ্যাকাউন্টে ডিপোজিট এবং উত্তোলন সবই করতে পারবেন, তাতে কোন ধরনের সমস্যা হবে না। কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই ছাড়া এসব পেমেন্ট মেথড ব্যবহার করা ঠিক নয়। কেননা যেকোনো সময় আপনার ডলার সহ একাউন্ট ব্লক হয়ে যেতে পারে। সাম্প্রতিক সময়ে দেখা গেছে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে নেটেলার এবং স্ক্রিল একাউন্ট ব্লক করে দেয়া হয়েছে। এর মূল কারণ একাউন্ট সঠিক পন্থায় ভেরিফাই না করা। অনেকের দেখা গেছে ভেরিফাই করা একাউন্টও ব্লক হয়ে গেছে। ভেরিফাই একাউন্ট ব্লক হওয়ার কারণ হল ডুবলিকেট ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করা। পে-সেফ অথরিটি শুরুতে ডুবলিকেট ডকুমেন্ট দিয়ে একাউন্ট ভেরিফাই করলেও পরবর্তীতে যখন যাচাই করে তখন এটা ধরা পড়লে অ্যাকাউন্ট ব্লক করে দেয়। তাই আমাদের নিজেদের একাউন্ট সুরক্ষার স্বার্থে অবশ্যই রিয়েল ডকুমেন্ট দিয়ে যথাযথভাবে একাউন্ট ভেরিফাই করে নেয়া উচিত। তাতে করে ভবিষ্যতে উইথড্র সংক্রান্ত যে কোনো জটিলতা থেকে রেহাই পাওয়া যেতে পারে।