PDA

View Full Version : এবার স্মার্ট চশমা আনল ফেসবুক



EmonFX
2021-09-10, 02:57 PM
গুগলের পর এবার স্মার্ট গ্লাস বা স্মার্ট চশমার উন্মোচন করলো ফেসবুক।
15342
গুগলের পর এবার স্মার্ট গ্লাস বা স্মার্ট চশমার উন্মোচন করলো ফেসবুক। গান শোনা, ছবি তোলাসহ বিভিন্ন সুবিধাযুক্ত এই চশমার দাম শুরু ২শ' ৯৯ ডলার থেকে। শিগগিরই স্মার্ট গ্লাসের প্রযুক্তি দুনিয়া দখলে নেয়ার আশা করছে ফেসবুক কর্তৃপক্ষের। চোখের ইশারায় ছবি তোলা, গান শোনা, ফোনের কল গ্রহণ করা কিংবা চোখে চোখেই হয়ে যাচ্ছে স্মার্টফোনের সব কাজ।

এমনই সব সুযোগ সুবিধা নিয়ে স্মার্ট গ্লাসের উন্মোচন করেছে ফেসবুক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ স্মার্ট চশমার বিশেষত্বগুলো তুলে ধরেন। জীবন যাপন আরো সহজ করতেই নতুন এই প্রযুক্তির পথে হাঁটার কথা জানান তিনি।ইতালির নামিদামী চশমা প্রস্তুতকারী প্রতিষ্ঠান রে-বেনের সঙ্গে যৌথ অংশীদারিত্বে এই স্মার্টগ্লাস বাজারে নিয়ে আসছে ফেসবুক।

কল গ্রহণ, গান শোনা, ভিডিও দেখা, ছবি তোলা এর সবই স্মার্ট চশমায় ফেসবুকের মাধ্যমে শেয়ার করা যাবে বন্ধুদের সঙ্গে। স্মার্ট চশমা রে-বেন স্টোরিজের দাম শুরু ২শ' ৯৯ ডলার থেকে।