PDA

View Full Version : কেন আমরা মুভিং এভারেজ ব্যবহার করে মার্কেটে প্রফিট করতে পারিনা।



md mehedi hasan
2021-09-11, 11:45 AM
আমি আজকে আপনাদের সাথে মুভিং এভারেজ ব্যবহার করে কেন আমরা সফল হতে পারিনা এবং কিভাবে একটি সাধারণ মুভিং এভারেজ ব্যবহার করে ফরেক্স মার্কেটে স্মার্ট প্রফিট করা যায় সে বিষয়ে কিছু ধারনা দিবো।
ব্যর্থতার কারণ:
মুভিং এভারেজ ব্যবহারে যে ব্যর্থতা কাজ করে তার প্রথম কারন হলো আমরা ফরেক্স মার্কেটে সঠিক ভাবে মুভিং এভারেজ ব্যবহার করেতে পারিনা।কেউ কেউ আবার মুভিং এভারেজ ক্রস হওয়ার সাথে সাথে ট্রেড নিয়ে লস করে থাকে।বা মুভিং এভারেজ কোন ধরনের মার্কেট কন্ডিশনে ব্যবহার করতে হবে।সে বিষয়ে জানেলা।নিচের চিত্রে দুটি বক্স আছে।এই বক্সে মুভিং এভারেজ যখন ক্রস সম্পন্ন করবে।তখন যদি আপনি ট্রেড করেন তাহলে লস করবে।
15344

মুভিং এভারেজ এর সঠিক ব্যবহার

মুভিং এভারেজ ব্যবহার কররার আগে আপনাকে মার্কেটে এর কন্ডিশন কি অবস্থায় আছে তা জানতে হবে।একটা কথা মাথায় রাখবেন কনসলিডেশন বা রেঞ্জবাউন্স মার্কেটে মুভিং এভারেজ ব্যবহার করবেন।আপনি শুধু ট্রেন্ডিং মার্কেটে মুভিং এভারেজ ব্যবহার করবেন।সেটা আপ ট্রেন্ড বা ডাউন্ড ট্রেন্ড যাই হকনা কেন।আবার মুভিং এভারেজ একটি আর একটিকে ক্রোস করলে কখনো ট্রেড এন্ট্রি নিতে যাবেন না।নিচের চিত্রে দেখতে পাবেন ema 21 কে ema 51 মুভিং এভারেজ ক্রস করেছে।আর আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট স্ট্রং আপ ট্রেন্ড এ মুভে আছে।আমরা এখন ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য একটি ভালো কনফরমেশন এর জন্য অপেক্ষা করবো।এর দেখা যাচ্ছে মার্কেট নিচের দিকে সুইং করে এসে একটি মর্নিং স্টার প্যাটার্ন গঠন করেছে।ema 21 ও 51 মুভিং এভারেজ সুইং পজিশনকে টার্চ করছে।এখন মুখ্য সময় ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য।আমরা আমরা এখানে একাধিক প্রমান পেলাম যে মার্কেট আপ যাবে আর তাই একটি বাই এন্ট্রি নিবো এবং লাল দাগ হলো আমাদের এসএল। এভাবে একাধিক কনফরমেশন নিয়ে মুভিং এভারেজ ব্যবহার করে ট্রেড করলে আমরা প্রফিট করতে পারবো।
15346

Starship
2021-09-11, 12:02 PM
অত্যন্ত দক্ষতার সাথে নিপুণ কৌশলে মুভিং এভারেজ এর সম্পর্কে যথেষ্ট ধারণা শেয়ার করার জন্য প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ। মুভিং এভারেজ হলো ফরেক্সে ট্রেড করার জন্য একটি অতি পরিচিত ও জনপ্রিয় ইন্ডিকেটর। এই ইন্ডিকেটর ব্যবহার করার পূর্বে এর ব্যবহার সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। এর ব্যবহার করতে না পারলে প্রফিট করে লস করতে হবে। বেশির ক্ষেত্রে আমরা মুভিং এভারেজ ক্রস করলেই এন্ট্রি নিয়ে থাকি। এটা ভুল ধারণা এন্টি কনফার্মেশন না হওয়া পর্যন্ত এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকতে হবে। তাহলেই এই ইন্ডিকেটর ব্যবহার করে প্রফিট করতে পারবো।

samun
2021-11-07, 02:11 PM
মুভিং এভারেজ হল ফরেক্স মার্কেটের একটি নির্দেশিকা এর মাধ্যমে আমরা সাধারনত অভিজ্ঞদের যারা আছেন তারা ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকে তবে মুভি এভারেস্ট ব্যবহারের পূর্বে অবশ্যই নিজেকে একজন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তুলতে হবে তার কারণ হলো একজন অভিজ্ঞ ট্রেডার মার্কেট এনালাইসিস সম্পর্কে অবশ্যই অবহিত যদি ঠিকমতো মার্কেট এনালাইসিস করতে না পারেন তাহলে মুভিং এভারেজ ব্যবহার করে কোন লাভ নেই তারপরেও অনেক সময় ফরেক্স মার্কেট এমন একটি স্থান যেখানে অভিজ্ঞ ট্রেডাররা ও অনেক সময় লস করে থাকে তাই আগে নিজেদেরকে ভালোভাবে এনালাইসিস করা জানতে হবে এবং ফরেক্স মার্কেট সম্বন্ধে আরো ভালোভাবে অবহিত হতে হবে তবেই মুভি এভারেস্টে আমরা ভালোভাবে কাজে লাগাতে পারবো