View Full Version : ট্রেডিং আমাদের দূর্বলতা কোথায়।
আমাদের ফরেক্স সঠিক দক্ষতা না থাকায় আমরা এই মার্কেটে ভালো কিছু করে উঠতে পারিনা। কিন্তু এর ভিতরে হাতে গোনা কিছু লোক আছে যারা এই মার্কেটে সফলতার সাথে ব্যাবসা পরিচালনা করে আসছে। নিচে কিছু বিষয় নিয়ে আলোচনা করা হলো :
কম ব্যালেন্স থাকায় মার্কেট টিকে থাকা কঠিন।
অতিরিক্ত লোভের কারনে ওভার লটে ট্রেডে।
স্টপলস বিহীন ট্রেড।
কোনো প্রকার এনালাইসিস না করে ট্রেড ওপেন করা।
সুতরাং আমাদের নিজের মতো করে দূর্বলতা পয়েন্ট গুলো বের করে নিয়ে সংশোধন করার চেষ্টা করতে হবে।
EmonFX
2021-09-12, 08:26 PM
ফরেক্সে মার্কেটে আমাদের অনেক ধরনের দুর্বলতা রয়েছে। যার কারণে আমরা বেশিরভাগ ট্রেডার এই মার্কেটে লস করি। এই লসের অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো অতিরিক্ত লোভ, অধৈর্যতা, কোন ধরনের এনালাইসিস ছাড়া স্ট্রেইট করা এবং ট্রেডে এস এল ব্যবহার না করা। এর পাশাপাশি স্বল্প জ্ঞান নিয়ে ফরেক্স ট্রেডিং করা, অতিরিক্ত আবেগী হয়ে ট্রেড নেয়া, সুশৃংখল প্ল্যানিং না করা, শুরুতেই অধিক মুনাফা অর্জন করার মানসিকতা, ভুলের কারণগুলো রেকর্ড করে সে অনুযায়ী নিজেকে সংশোধন না করা এবং অন্যের সিগন্যাল নির্ভর ট্রেডিং করা ফরেক্স মার্কেটে লস করার কতিপয় মেজর কারণ। এছাড়াও মানি ম্যানেজমেন্ট না মেনে ট্রেড করা, অভার র্ট্রেডিং করা, স্টপ লস ব্যবহার না করা, সঠিকভাবে এনালাইসিস না করা ইত্যাদি ফরেক্স মার্কেটে লস করার অন্যতম কারণ। লসের বৃত্ত থেকে বের হতে হলে অবশ্যই উপরোক্ত বিষয়গুলোকে সঠিক পন্থায় পালন করে ট্রেডিং করতে হবে। নতুবা কখনোই লসের চক্র থেকে বের হওয়া সম্ভব নয়।
samun
2021-11-09, 11:40 AM
আমার দিক থেকে বলতে গেলে ট্রেডিং এর সব থেকে বড় দুর্বলতা হলো মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে পর্যালোচনা করে ট্রেডিং ব্যবস্থাকে ঝুঁকিতে খেলা অর্থাৎ যখন আমি একটি ট্রেড ওপেন করে শুধুমাত্র লাভের কথা চিন্তা করে দ্রুত আমি একটি ট্রেড ওপেন করে ফেলে মার্কেট পর্যালোচনা না করে এবং পরবর্তীতে যদি সেটি প্রতিকূলে চলে যায় তাহলে এতোটুকু ধৈর্য থাকে না যে সেটার জন্য আমি কিছুটা সময় অপেক্ষা করব অধিক লোভ দেখলে আমি ট্রেড ক্লোজ করে দিয়ে আবার পুনরায় একই ভুল করে সেই রিকভার করার জন্য আমি আবার এন্ট্রি নিয়ে থাকি এবং সেটিও আমার সবথেকে বড় ভুল তাই ফরেক্স মার্কেটে মাথা ঠান্ডা রেখে ভুল না করে ধৈর্য ধরে এনালাইসিস করে তারপর ট্রেড করতে হবে
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.