PDA

View Full Version : কঠিন চিপ সংকটে আছে গাড়ি ম্যানুফ্যাকচারার া...



Rassel Vuiya
2021-09-13, 12:57 PM
প্রায় ৮০ বিলিয়ন ডলারের বেশি চিপ সর্টেজ এ আছে এই ইন্ডাস্ট্রি। অলরেডি Toyota তাদের গাড়ি বানানো কমিয়ে দিয়েছে, GM প্রায় 2 বিলিয়ন লসের পথে। মূলত এখনকার আপডেটেড গাড়িগুলোর বিভিন্ন পার্টস ফাংশনাল রাখতে সেমিকন্ডাকটর ফরজ। আগে গাড়ি ছিল মেকানিকাল, এখন হচ্ছে AI বা অটোমেটিক ফাংশনাল যেটা রান করতে চিপ লাগবেই। Samsung, Apple এর মতো কোম্পানি যতটা না সমস্যায় আছে তারচেয়ে বেশি আছে গাড়ি ম্যানুফ্যাকচারার া। তারওপর এটা একটা ভুল করে ফেলেছে, ওরা ভেবেছে লকডাউন এ গাড়ির চাহিদা কমে যাবে তাই সভাবিকের তুলনায় আরো কম চিপ অর্ডার দিয়ে রেখেছিলো। কিন্তু হয়েছে উল্টোটা, এখন গাড়ির চাহিদা উল্টা আগের থেকে বেড়েছে বলা যায়। মানুষ পাবলিক ট্রান্সপোর্ট থেকে সরে গিয়ে এখন একটা গাড়ি এফোর্ড করার চেষ্টা করছে। ফলে সমস্যা হচ্ছে অনেক কোম্পানির আপকামিং মডেল রিলিজ পেছাতে পারে, সাথে গাড়ির দাম ও বেড়ে যেতে পারে।
15359