Log in

View Full Version : কোন চার্ট বেশি উপযোগী?



Sakib42
2021-09-13, 10:11 PM
আপনার কাছে কোন চার্ট বেশি উপযোগী মনে হয়?
1 মিনিট চার্ট, 5 মিনিট চার্ট, 15 মিনিট চার্ট, 30 মিনিট চার্ট, 1 ঘন্টা চার্ট, 24 ঘন্টা চার্ট, 1 সপ্তাহের চার্ট, 1 মাসের চার্ট ?

Sakib42
2021-09-13, 10:21 PM
1 ঘন্টার চার্ট আমার জন্য বেশি উপকারী। এই সব আপনার ট্রেডিং ধরনের উপর নির্ভর করে। যদি আপনি স্কাল্পিং পছন্দ করেন তবে আপনি দীর্ঘমেয়াদী ব্যবসায়ীর জন্য 5 মিনিট থেকে 10 মিনিটের চার্টের জন্য স্থির করতে পারেন। মূলত আপনার যেমন ট্রেডিং কৌশল ঠিক তেমনভাবেই চার্ট নির্ণয় করা দরকার।

EmonFX
2021-09-14, 11:38 AM
আমি সাধারণত h4 এবং h1 চার্ট দেখে মার্কেট এনালাইসিস করে থাকি। সঠিক এবং কার্যকর ভাবে মার্কেট এনালাইসিস করার জন্য বড় টাইম ফ্রেম ব্যবহার করার কোন বিকল্প নেই। আপনি যত বড় টাইম ফ্রেম ব্যবহার করে এনালাইসিস করবেন আপনার অ্যানালাইসিসের অ্যাকুরেসি ততবেশি সঠিক হবে। লং টাইম ট্রেড করার জন্য অবশ্যই h4 ও d1 টাইমফ্রেম ব্যবহার করা উচিত। আমি যখন লং টাইম এর জন্য ট্রেড করি তখন বড় টাইমফ্রেমে এনালাইসিস করে ট্রেড করি। কিন্তু যখন স্কাল্পিং করে থাকি তখন লং টাইমফ্রেম দেখে এনালাইসিস করলেও শর্ট টাইমফ্রেমে ট্রেড করি। সেক্ষেত্রে আমি m15 টাইমফ্রেম এবং মাঝে মাঝে m5 টাইমফ্রামের সহায়তা নিয়ে থাকি।

Starship
2021-09-15, 10:49 PM
আপনার কাছে কোন চার্ট বেশি উপযোগী মনে হয়?
1 মিনিট চার্ট, 5 মিনিট চার্ট, 15 মিনিট চার্ট, 30 মিনিট চার্ট, 1 ঘন্টা চার্ট, 24 ঘন্টা চার্ট, 1 সপ্তাহের চার্ট, 1 মাসের চার্ট ?

খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনি তুলে ধরেছেন। আমরা যখন ট্রেড করি তখন টাইমফ্রেম নির্ধারণ করে ট্রেড করে থাকি। সেই নির্ধারিত টাইমফ্রেম এর উপর ভিত্তি করে নতুন নতুন ক্যান্ডেলস্টিক সৃষ্টি হয় যা ট্রেড করার ক্ষেত্রে টেকনিক্যাল এনালাইসিস করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে আমি h4 টাইমফ্রেমে ব্যবহার করে ট্রেড করে থাকি। কেননা এটি একটি জনপ্রিয় টাইমফ্রেম বেশিরভাগ ক্ষেত্রেই এর ব্যবহারে ট্রেড করে থাকেন। তবে আপনি কোন ইন্ডিকেটর ব্যবহার করছেন সেই ইন্ডিকেটর উপর ভিত্তি করে টাইমফ্রেম নির্ধারণ করা হয়ে থাকে। তাই ইন্ডিকেটর উপর টাইম সেট করা অনেকটা নির্ভরশীল।