PDA

View Full Version : অসফল ব্যবসায়ী কে?



Sakib42
2021-09-13, 11:01 PM
আমি মনে করি একজন অসফল ব্যবসায়ী তারা,

1- একই ভুল পুনরাবৃত্তি করা
2- ব্যবসায়ী যখন উচ্চ লক্ষ্য অর্জন করে তখন গর্বের অনুভূতি করে ভুল সিদ্ধান্ত নেওয়া
3- ফরেক্সে দক্ষতা বিকাশ না করা
4- ঝুঁকি ব্যবস্থাপনার বোঝাপড়া ভালভাবে অধ্যয়ন করা না
5- ফরেক্স টাস্কের পরীক্ষা না করা
6- আবেগপ্রবণ সিদ্ধান্ত গ্রহণ করা

Sakib42
2021-09-13, 11:04 PM
আমি মনে করি ফরেক্স করার কোন প্রয়োজন নেই যদি আপনি আবার একই ভুল পুনরাবৃত্তি করেন এবং অর্থ হারাতে থাকেন। আপনি কিছু সময় ভুল করে চলে যেতে পারেন কিন্তু প্রতিবার নয়। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি আপনার ভুল থেকে শিক্ষা নিন। নিজের দক্ষতা বৃদ্ধি করুন এবং বুঝে শুনে সিদ্ধান্ত গ্রহণ করুন।

Mas26
2021-09-14, 12:08 AM
ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করাটা খুবই কঠিন একটা ব্যাপার কিন্তু আমরা যদি সঠিকভাবে নিয়ম এবং রুলস অনুযায়ী কাজ করতে পারি তাহলে আসলে এটা অনেক কঠিন মনে হলেও একটা কঠিন হবে না। যদি আমরা একই ভুল বারবার না করি এবং আমরা যদি সিদ্ধান্ত গ্রহণের সময় ভুল করি এসকল কাজ যদি আমরা বারবার করি এবং একই আমরা বড় বড় লটে ট্রেড করি,,মানি ম্যানেজমেন্ট ঠিক না রাখি।লোভে পড়ে বড় বড় লটে ট্রেড না বুঝে শুনে অনেক ঝুঁকি নিই এবং বিভিন্ন সময়ে মার্কেট এনালাইসিস না করে ট্রেড করি নিউজ টাইম এর সময় ট্রেড করি না বুঝে। অভিজ্ঞতা নেই ফরেক্স মার্কেটে অভিজ্ঞতা অর্জন না করে ট্রেড করার সিদ্ধান্ত নিয় এগুলো যদি আমরা করি তাহলে আমাদের লাভবান হওয়ার সম্ভাবনা অনেক কমে।

EmonFX
2021-09-14, 11:29 AM
ফরেক্স মার্কেটে সফল ট্রেডারদের থেকে ব্যর্থ ট্রেডারের সংখ্যাই অধিকতর বেশি। সফলতা যেমন আমাদের নিজেদের কারণেই আসে আবার ব্যর্থতাও ঠিক আমাদের নিজেদের ভুলের কারণেই আসে। ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো জ্ঞানার্জন ছাড়া ট্রেডিং শুরু করলে, একই ভুল বারবার করলে, মানি ম্যানেজমেন্ট ফলো না করলে, ট্রেড এর ক্ষেত্রে স্টপ লস অর্ডার ব্যবহার না করলে কখনোই সফলতা আশা করা যায় না। ফরেক্স মানে নতুন কিছু শেখা, নিজেকে একটু একটু করে তৈরি করা এবং সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া। ফরেক্স মার্কেটে শেখার ও জানার পরিধি ব্যাপক ও বিশাল। খুব স্বল্প সময়ে ফরেক্স জ্ঞান অর্জন করা সম্ভব নয়। ফরেক্স জ্ঞান অর্জন করার জন্য দীর্ঘ সময় মার্কেটের সাথে থাকতে হবে। ফরেক্স রিলেটেড বিভিন্ন ধরনের স্টাডি, মার্কেট এনালাইসিস, মানি ম্যানেজমেন্ট, মার্কেটের সূচক, সাপোর্ট রেজিস্ট্যান্স সনাক্ত করণ এবং প্রাকটিসের মাধ্যমে নিজেকে তৈরি করতে হবে। যারা 10 বছর ধরে ফরেক্স মার্কেটে সম্পৃক্ত আছেন তারাও প্রতিনিয়ত শিখে যাচ্ছেন। প্রতিদিন নতুন কিছু শিখছেন এবং নিজেকে অভিজ্ঞ করে গড়ে তুলছেন। এখানে জানার বা শেখার কোন শেষ নেই, আপনি যত বেশি মার্কেটে সময় দিবেন তত বেশি ফরেক্স সম্পর্কে জানতে পারবেন। নতুবা কখনোই ফরেক্স জ্ঞান অর্জন করা এবং সফল হওয়া সম্ভব নয়।