PDA

View Full Version : ৬৫ স্টার্টাপ নিয়ে শুরু বিগ-২০২১



DhakaFX
2021-09-20, 01:45 PM
৬৫টি স্টার্টাপ নিয়ে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ)-২০২১)। সেরা ২৬টি স্টার্টাপ পাবে দুই কোটি ৬০ লাখ টাকা অনুদান। এই আয়োজনের একটি বড় আকর্ষণ হিসেবে থাকছে ১৩ পর্বের শ্বাসরুদ্ধকর রিয়েলিটি শো। স্টার্টআপদের নিয়ে শ্বাসরূদ্ধকর ১৩ পর্বের এই রিয়েলিটি শো প্রচার হচ্ছে প্রতি শুক্র ও শনিবার রাত ৮টায় বেসরকারি টিভি চ্যানেল ‘ডিবিসি নিউজ’এ। এছাড়া, অনুষ্ঠানটি একই সময়ে অনলাইনে লাইভ দেখতে ভিজিট করতে হবে আইডিয়া (https://www.facebook.com/LetsStartupBD) ও ‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (BIG) ২০২১’ (https://www.facebook.com/BangabandhuInnovationGrant) এর ফেসবুক পেজে।
15418