PDA

View Full Version : ডাচ শিক্ষার্থীদের সৌরশক্তিচালিত গাড়ি



DhakaFX
2021-09-26, 03:43 PM
http://forex-bangla.com/customavatars/1617370296.jpg
পর্তুগালের রাস্তায় চলছে দারুণ একটি গাড়ি, যার নাম ক্যাম্পারভ্যান। নেদারল্যান্ডসের একদল তরুণ শিক্ষার্থী গাড়িটি তৈরি করেছেন। গাড়িটির বিশেষত্ব হলো এটি চলার জন্য সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করে। গাড়িটি তৈরি করা ইনডোভেন টেকনিক্যাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বলছেন, স্বনির্ভর গাড়িটি অনেকটা চাকাযুক্ত বাসভবনের মতো। চলাচলের জন্য যে শক্তি বা জ্বালানি প্রয়োজন হয়, সেটির জন্য এ গাড়িকে কারো ওপর নির্ভর করতে হয় না। আর এটাই গাড়িটিকে টেকসই ভবিষ্যতের জন্য উপযুক্ত করেছে। সম্প্রতি ভিন্নধর্মী চেহারার এ বাহন পরীক্ষামূলকভাবে চালানো হয়। এর ছাদে বসানো সোলার প্যানেল থেকেই প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করে এটি। রৌদ্রোজ্জ্বল দিনে এ গাড়ি প্রতি ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে ৭৩০ কিলোমিটার চলতে পারবে। ৬০ কিলোওয়াট ব্যাটারি ব্যবহার করে গাড়িটি রাতেও ৬০ কিলোমিটার চলতে পারবে। এপি