PDA

View Full Version : সোয়াপ মুক্ত ট্রেড।



Mas26
2021-09-28, 12:46 PM
ফরেক্স মার্কেটে সুদের হারের পরিমাণটা আমি সঠিকভাবে বলতে পারবো না কিন্তু আসলে এখানে সুধের পরিমাণ আছে। তবে কমবেশি যাই হোক থাকতে পারে কিন্তু আপনি চাইলে ফরেক্স সুদ মুক্ত ট্রেড করতে পারেন এখানে যদি সেটা করতে চান তাহলে আপনি অ্যাকাউন্ট ওপেন করার সময় ছোঁয়াপ মুক্ত একাউনট করে দিলেই আপনার সাথে কোনো সম্পৃক্ততা থাকবে না বলে আমি মনে করি। তাই আমি মনে করি যে আমরা মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকটা ট্রেডারের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকটা ট্রেডার একটি অ্যাকাউন্ট ওপেন করার সময় অবশ্যই সোয়াপমুক্ত অর্থাৎ সুদ মুক্ত একাউন্ট করা উচিত।

Starship
2021-09-29, 10:29 PM
আমরা যারা ইসলাম ধর্মের অনুসারি রয়েছি তাদের জন্য সুদ সম্পূর্ণ হারাম আর সোয়াপ অর্থ হলো সুদ। আমরা চাইলেই সব মুক্ত ট্রেড করতে পারি। আর আমারা ফরেক্স থেকে আয়কে সম্পূর্ণ হালাল হিসেবে বেছে নিতে পারি। এজন্য আমাদের যা করতে হবে তা হল অ্যাকাউন্ট ওপেন করার সময় সোয়াপ ফ্রি একাউন্টে হিসেবে চিহ্নিত করে অ্যাকাউন্ট ওপেন করলে আপনি সোয়াপ ফ্রি ভাবে ট্রেড করতে পারবো। তাই আপনাকে প্রথমে জানতে হবে এবং পরবর্তীতে সঠিকভাবে একাউন্ট করলে সফট ফ্রী একাউন্ট ওপেন করতে পারবে।

EmonFX
2021-09-30, 08:08 AM
কোনো একটি ট্রেড ওভারনাইট হোল্ড করার জন্য ব্রোকার গুলো একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন কেটে থাকেন যেটাকে ফরেক্সে সোয়াপ বলে। ফরেক্স মার্কেটে সোয়াপ এবং সোয়াপ মুক্ত এই দু’ধরনের একাউন্ট করা যায়। কেউ যদি মনে করেন আমার বিজনেসকে হালাল পথে পরিচালিত করব কোন সুদ খাবেন না তবে তাকে অবশ্যই ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করার সময় সোয়াপ মুক্ত একাউন্ট অর্থাৎ ইসলামিক একাউন্ট ওপেন করতে হবে। আমরা মুসলিম হিসেবে প্রত্যেকেরই সুদ বা হারাম থেকে বেঁচে থাকার জন্য সোয়াপ মুক্ত একাউন্ট করা উচিত। আর সুদ সম্পৃক্ত ব্যবসায় ভালো কিছু নেই এটা বরং আমাদের জন্য খারাপ। আমিও সুদ মুক্ত একাউন্ট ওপেন করেছি এবং সবাইকে সুদ মুক্ত অ্যাকাউন্ট ওপেন করার জন্য অনুরোধ করছি।

jasminbd
2021-09-30, 03:17 PM
ইন্সটাফরেক্সে সোয়াপ ফ্রী বা সুদ মুক্ত ইসলামিক অ্যাকাউন্টের সুবিধা রয়েছে। যারা সুদ মুক্ত অ্যাকাউন্ট খুলতে চান তারা ইন্সটাফরেক্সের সোয়াপ ফ্রী অ্যাকাউন্ট খুলতে পারেন। ইসলাম ধর্মে সুদ নেওয়া বা দেওয়া দুটিই হারাম। আর ইন্সটাফরেক্স তার গ্রাহকদের সোয়াপ ফ্রী বা সুদ মুক্ত ইসলামিক অ্যাকাউন্ট অফার করে থাকে। অ্যাকাউন্ট ওপেন করার সময় আপনি সোয়াপ ফ্রী বা সুদ মুক্ত ইসলামিক এ ঠিক চিহ্ন দিলে তা সোয়াপ ফ্রী অ্যাকাউন্ট হয়ে যাবে।
সোয়াপ(swap) এর বাংলা অর্থ হল সুদ। অর্থাৎ আপনি যদি কোন ট্রেড একদিন ওপেন রাখেন তাহলে সেই পেয়ারে জন্য একদিনের সুদ ধার্য হবে। এখানে সুদ এক প্রকার আয় এবং ব্যয় উভয়ই। কিছু কিছু পেয়ারে ট্রেড একদিন ওপেন থাকলে আপনারকে সুদ দিতে হবে। একইভাবে কিছু কিছু পেয়ারে ট্রেড একদিন ওপেন রাখলে ব্রোকার আপনকে সুদ দিবে। যেমন আপনি যদি eur/usd পেয়ারে buy ট্রেড ওপেন করে তা একরাত রেখে দেন তাহলে আপনার একদিনের সুদ ধার্য হবে। আর আপনি যদি eur/usd পেয়ারে sell ট্রেড ওপেন করে তা একরাত রেখে দেন তাহলে ব্রোকার আপনাকে একদিনের সুদ দিবে।

samun
2021-10-25, 05:45 PM
ইসলামিক দৃষ্টিকোণ থেকে সুদ সম্পূর্ণ হারাম ফরেক্স মার্কেটে কিভাবে আয় করা যায় এবং সুদ ছাড়া সাধারণত আমরা যারা মুসলমান রয়েছে তারা ছাড়া ফরেক্স মার্কেটে কাজ করে থাকে এর জন্য ইন্সটাফরেক্সে অপশন রয়েছে যদি আপনার সুদের প্রয়োজন হয় তাহলে আপনি সব চালু করতে পারেন আর যদি মনে করেন সুদের প্রয়োজন নেই তাহলে আপনি সোয়াপ বন্ধ করে কাজ করবেন