PDA

View Full Version : বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে বিপুল বিনিয়োগ ফোর্ডের



SUROZ Islam
2021-09-30, 01:13 PM
তিনটি বড় বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরির কারখানা ও একটি সংযোজন কারখানা নির্মাণের পরিকল্পনা করেছে ফোর্ড। ২০২৫ সালের মধ্যে মার্কিন গাড়ি নির্মাতা সংস্থাটি অংশীদারদের সঙ্গে কারখানাগুলো তৈরি করবে। অটোমোবাইল শিল্পের ভবিষ্যৎ হিসেবে বিবেচিত বৈদ্যুতিক গাড়িতে সংস্থাটির এমন নাটকীয় বিনিয়োগ আনুমানিক ১০ হাজার ৮০০ কর্মসংস্থান সৃষ্টি করবে। এপির একটি প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কেনটাকি ও টেনেসিতে এ কারখানাগুলো তৈরি করা হবে। কারখানাগুলোয় পরবর্তী প্রজন্মের ফোর্ড গাড়ি এবং উত্তর আমেরিকায় তৈরি হওয়া বৈদ্যুতিক গাড়ির জন্য ব্যাটারি তৈরি করা হবে। সম্মিলিতভাবে এটিকে ১১৮ বছর বয়সী গাড়ি নির্মাতা সংস্থাটির একক বৃহত্তম বিনিয়োগকে চিহ্নিত করেছে।
http://forex-bangla.com/customavatars/965771662.jpg
সংশ্লিষ্টদের মতে, নতুন কারখানাগুলোয় বিপুল সংখ্যক নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং সম্ভবত ভালো মজুরি দেয়া হবে। বেশির ভাগ নতুন চাকরিই পূর্ণকালীন হবে এবং অল্প কিছু সংখ্যক কর্মীকে অস্থায়ী ভিত্তিতে নেয়া হবে। ব্যাটারি অংশীদার দক্ষিণ কোরিয়ার এসকে ইনোভেশনের সঙ্গে ফোর্ড টেনেসির গ্রামীণ স্টান্টনে ৫৬০ কোটি ডলার বিনিয়োগ করবে। সেখানে বৈদ্যুতিক এফ-সিরিজ পিকআপ তৈরির জন্য একটি কারখানা নির্মাণ করা হবে। ব্লুওভালএসকে নামে একটি যৌথ উদ্যোগে মেমফিসের কাছাকাছি একটি ব্যাটারি কারখানা তৈরি করবে ফোর্ড। এছাড়া লুইসভিলের কাছে কেনটাকির গ্লেনডেলে জোড়া ব্যাটারি কারখানা তৈরি করা হবে। কেনটাকিতে ৫৮০ কোটি ডলার ব্যয় করা হবে বলে অনুমান করেছে ফোর্ড। নতুন ব্যয়ের সঙ্গে ফোর্ড ভবিষ্যতের জন্য অভ্যন্তরীণ জ্বালন ইঞ্জিন থেকে বেরিয়ে বৈদ্যুতিক ব্যাটারির যুগে প্রবেশ করবে। এ স্থানান্তরে পিছিয়ে যাওয়া মানে পুরো অটোমোবাইল শিল্পে পিছিয়ে যাওয়া হিসেবে বিবেচিত হচ্ছে। ফোর্ডের লক্ষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ২০৩০ সালের মধ্যে তাদের বিক্রি হওয়া গাড়িগুলোর ৪০-৫০ শতাংশ বৈদ্যুতিক হবে।