View Full Version : বেশি লাভ করতে গেলেই একাউন্ট জিরো হয়।
Mas26
2021-09-30, 07:37 PM
ফরেক্স লাইফে কতবার যে এমন ঘটনা ঘটেছে তার ইয়ত্বা নেই। ট্রেড করছি কম লাভ করে ক্লোজ করে ফেলি ট্রেড, বেশ ভালই প্রফিট করে করে এগিয়ে যাচ্ছি। হঠাৎ কী যেন মনে হলো একটু বেশী লাভের জন্য বড় লটে, বেশী ট্রেড দিতেই ব্যালেন্স খালি হওয়া শুরু হয়, শেষে ব্যালেন্স জিরো হওয়ার পরে মার্কেট ব্যাক করে।আর যারা কম সময়ে কম ডিপোজিট বেশী আয় করতে চায় তারা ফরেক্স থেকে আয় করতে পারে না বরং ফরেক্স এর ব্যালেন্স জিরো করে ফরেক্স থেকে লস করবেন এবং খুব তারাতারি ফরেক্স থেকে পতন হবেন। তাই কম লাভ করুন এবং নিরাপদ থাকুন।
Starship
2021-09-30, 11:18 PM
একদম ঠিক বলেছেন আপনি। আমরা তখনই ব্যালেন্স জিরো করি যখন অল্প সময়ে পর্যাপ্ত প্রফিট করার চিন্তা ভাবনা মাথায় ঢুকবে। এর কারণে আমরা ট্রেড করার জন্য যে সকল নিয়মাবলী মানা প্রয়োজন সেই সকল নিয়মনীতির তোয়াক্কা না করে নিয়মবহির্ভূত ট্রেড করে থাকি। ফলাফল মানি ম্যানেজমেন্ট ফলো করি না, অতিরিক্ত লোভ নিয়ে ট্রেড করে থাকে যার কারণে ব্যালেন্স জিরো হয়ে যায়। আমি নিজেও এই সমস্যার জন্য পর্যাপ্ত ব্যালেন্স জিরো করেছি। তাই নিজের ব্যালেন্স টিকিয়ে রেখে প্রফিট করার জন্য নিয়ম মেনে ট্রেড করার কোনো বিকল্প নেই।
EmonFX
2021-09-30, 11:18 PM
এটা আমাদের মত রিটেইল ট্রেডারদের প্রতিদিনকার ঘটনা। যখনই একটু একটু প্রফিট করি আর তখনই লোভের বশবর্তী হয়ে বড়লাটের ট্রেড নেই, যার ফলাফল দাঁড়ায় ব্যালেন্স জিরো। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই আমাদের রিস্ক নিতে হবে, তবে সেটা মানি ম্যানেজমেন্ট তথা মূলধন ঠিক রেখে নিতে হবে। বিজনেস এর ক্ষেত্রে রিস্ক নিতে হবে, অবশ্যই সেটা একটি সহনীয় মাত্রায় হতে হবে। আমি যদি আমার মূল ধনের অনুপাতের বেশি রিস্ক নিয়ে ট্রেড করি তাহলে লস করে যেকোনো সময় ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে। মূলধন শেষ হয়ে গেলে পরবর্তীতে আর ট্রেড করার সুযোগ থাকবে না। আমার যদি 100 ডলার মূলধন থাকে তাহলে সর্বোচ্চ 10 শতাংশ রিস্ক নেওয়া উচিত। তাতে করে রিস্ক থাকবে। 100 ডলার শূন্য হাতে প্রায় দশটি ট্রেডে আপনাকে লস করতে হবে। মনে রাখবেন একটি ভুল ট্রেন নিয়ে লস করার থেকে মুনাফাবিহীন থাকা অনেক ভালো। এর জন্য যদি আপনাকে একটি ট্রেন নিতে তিন/চার দিন অথবা এক সপ্তাহ অপেক্ষা করতে হয় তবে তাই করুন। আপনার মূলধন থাকলে ভালো ট্রেড অপারচুনিটি একসময় না একসময় অবশ্যই আসবে। তাই বলব কম রিস্ক নিয়ে ট্রেড করুন এবং মূলধন রক্ষা করুন।
samun
2022-01-25, 04:40 PM
নিজের বাস্তব একটি অভিজ্ঞতা দিয়ে বলি গত সপ্তাহে আমি ফরেক্স মার্কেটে 40 ডলার লাভ করেছি । কিন্তু এর থেকে বেশি আমি আশা করা একই সময় অপেক্ষা করেছিলাম ফলপ্রসূ ধীরে ধীরে সে প্রফিট কমতে থাকে এবং একটি পর্যায়ে একটি বড় আকারের পরিণত হয়ে যায় এতে করে আমি এখনও পর্যন্ত সেই ট্রেড বহন করছি তাই ফরেক্স মার্কেটে অধিক লোভের বশবর্তী না হয়ে প্রতিটি ট্রেডএ প্রফিট অল্প হলেও ফরেক্স মার্কেটে তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.