PDA

View Full Version : ৫০ স্মার্টফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ



EmonFX
2021-09-30, 11:58 PM
15546
প্রতিষ্ঠানটির নতুন ঘোষণা অনুযায়ী, পুরনো সংস্করণের অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের স্মার্টফোনগুলোতে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ। সব হালানাগাদে স্মার্টফোনের যন্ত্রাংশ ও সফটওয়্যারের একটি ন্যূনতম মান নির্ধারণ করে দেওয়া হয়। সেটা নতুন সুবিধা দিতে তো বটেই, নিরাপত্তার বিষয়টিও রয়েছে।
পুরোনো অপারেটিং সিস্টেমের ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হবে ১ নভেম্বর থেকে। যেসব ক্ষেত্রে ফোনের সফটওয়্যার হালনাগাদের সুযোগ আছে, সেগুলো বাদে পুরোনো ফোনগুলোতে অ্যাপটি ক্রমে অচল হয়ে পড়বে। অ্যাপটি ব্যবহার করতে চাইলে নতুন ফোন কেনা ছাড়া তখন উপায় থাকবে না।

যারা পুরোনো ফোন থেকে নতুন ফোনে হোয়াটসঅ্যাপে আদান–প্রদান করা বার্তা-ছবি আনতে চান, তাদের পুরোনো ফোনে প্রথমে চ্যাট হিস্ট্রি ব্যাকআপ করে নতুন ফোনে তা রিস্টোর করতে হবে। অবশ্য কাজটি অনেক ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবেই হয়ে থাকে। এবার চলুন দেখে নেওয়া যাক কোন অপারেটিং সিস্টেমে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ।