PDA

View Full Version : ৬ ঘণ্টা বন্ধ ছিল ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম



SumonIslam
2021-10-05, 01:15 PM
বিশ্বের অন্য দেশের পাশাপাশি সোমবার (৪ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৯টার পর থেকে বাংলাদেশেও ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম অচল হয়ে পড়ে। মঙ্গলবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর পৌনে ৪টার দিকে অ্যাপগুলো আবার সচল হয়। ঠিক কীভাবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম বিকল হয়েছিল, সে বিষয়ে ব্লগ পোস্টে ফেসবুক জানায়, ব্যাকবোন রাউটারে কনফিগারেশন পরিবর্তনের কারণে এমনটি হয়েছিল, যা ডেটা সেন্টারের মধ্যে নেটওয়ার্ক ট্র্যাফিককে সমন্বয় করে। এর আগেও একবার এভাবে ডাউন হয়েছিল প্ল্যাটফর্মগুলো। কিন্তু দ্রুত তা ছন্দে ফিরে এসেছিল। তবে এবারের ঘটনা ঐতিহাসিক।
ফেসবুকের কর্মীরা সংবাদমাধ্যমকে জানান, অভ্যন্তরীণ ভুলের জন্যই এই ঘটনা ঘটেছে। ডোমেনে ভুল হওয়ার জন্যই গোটা সার্ভার ক্র্যাশ করেছে। তাদের কেউ কেউ বলছেন, রাউটিং সিস্টেমের গোলমাল থেকে এই ঘটনা ঘটেছে। তবে ইচ্ছাকৃতভাবে এ কাজ করা হয়েছে কি না, তা এখনো জানা যায়নি। ঘটনার পরে ফেসবুকের কারিগরি প্রধান এই মেসেজ পাঠিয়েছেন।কীভাবে এই বিভ্রাট ঘটল তার ব্যাখ্যা করতে গিয়ে হার্ভার্ডের বার্কম্যান ক্লেইন সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটির ডিরেক্টর জোনাথান জিট্রেইন বলেন, ‘গাড়ির ভিতর চাবি রেখে বাইরে থেকে লক করে দিলে যা হয়, ফেসবুকের সার্ভারেও তাই হয়েছে। ’
http://forex-bangla.com/customavatars/807669432.jpg

Tofazzal Mia
2021-10-06, 04:02 PM
ফেসবুক, ইন্সটাগ্রাম আর হোয়াটসঅ্যাপ বিভ্রাটে সোমবার রাতে ভুগেছেন প্রায় সাড়ে তিনশ কোটি ব্যবহারকারি। এতে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ক্ষতি হয়েছে প্রায় ৬ শো' কোটি ডলার বা ৫১ হাজার কোটি টাকা। পুঁজিবাজারে ফেসবুকের শেয়ারের দাম ৫ ভাগ পড়ে যাওয়ায় জাকারবার্গের এই ক্ষতি হয়েছে।
ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়, বিশ্বের শীর্ষ এই সোশাল মিডিয়া কোম্পানির শেয়ারের দরপতনের কারণে বিশ্বের ধনী ব্যক্তির তালিকাতেও এক ধাপ নিচে নেমে গেছেন জাকারবার্গ। সোমবার বাংলাদেশ সময় সোমবার রাত সাড়ে ৯টার দিকে বিভ্রাটের কবলে পড়ে ফেইসবুক। কেবল ফেইসবুক নয়, এ কোম্পানির মালিকানাধীন ইনস্টাড়গ্রাম, হোয়াটসঅ্যাপ, সেঞ্জারসহ অন্যান্য সেবাও বন্ধ হয়ে যায়। জটিলতা কাটিয়ে ফেইসবুকের এসব সেব চালু করতে লেগে যায় প্রায় ছয় ঘণ্টা। এই সময়ে পুঁজিবাজারে ফেইসবুক ইনকর্পোরেশনের শেয়ারের দাম ৪ দশমিক ৯ শতাংশ কমে যায়। রয়টার্স জানিয়েছে, গত নভেম্বরের পর এক দিনে ফেইসবুকের শেয়ারের দরপতনের সবচেয়ে বড় ঘটনা এটি।
http://forex-bangla.com/customavatars/586597340.jpg