PDA

View Full Version : সুজুকি সুইফট স্পোর্ট



SumonIslam
2021-10-07, 05:22 PM
15610
'৯০-এর একটা জাপানী হট-হ্যাচের কথা মনে আছে, যার নাম ছিলো টয়োটা স্টারলেট জিটি টার্বো? ১৩০০ সিসির টার্বোচার্জড এই গাড়িটি "পকেট-রকেট" নামে জেডিএম ফ্যানদের কাছে সমাদৃত। মাত্র ৮৯০ কেজি ওজনের গাড়িটার শক্তি ছিলো ১৩৩ হর্সপাওয়ার, ও এই শক্তি নিয়েই এই হালকা গাড়িটা ছিলো "ছোট মরিচে ঝাল বেশি" কথাটার অন্যতম ধারক। কিন্তু স্টারলেটের পরে জাপান থেকে ওরকম কোনো অ্যাফর্ডেবল ছোট হট-হ্যাচ এসেছে কি আসেনি তা আমরা অনেকেই জানি না। এবং ড্রিভিঞ্চি বাংলাদেশের কাজই এসব অজানা রত্নদের কথা আপনাদের সামনে তুলে ধরা। আজকে আমরা সেটাই করবো আপনাদের সামনে।
ছবিতে যেই গাড়িটি দেখছেন, সেটা হচ্ছে সুজুকি সুইফট স্পোর্ট। আমরা সাধারণত সুজুকি ব্র*্যান্ডের গাড়িগুলো ইন্ডিয়া থেকে বানানোগুলো পেতে পেতে আমাদের অনেকেরই একটা ধারণাই হয়ে গেছে যে সুজুকি হচ্ছে একটা ইন্ডিয়ান ব্র*্যান্ড। কিন্তু সত্য হচ্ছে, সুজুকি একটা পিওর জাপানী ব্র*্যান্ড, যাদের অ্যাসেম্বলি প্ল্যান্ট আছে ইন্ডিয়াতে৷ আর জাপানে বানানো জেডিএম সুজুকিগুলোর রিলায়েবিলিটি একদম জাপানী টয়োটার মতোই। আজকে আমরা জাপানে বানানো জেডিএম সুইফটের পার্ফরম্যান্স ভার্সন, অর্থাৎ সুইফট স্পোর্ট নিয়ে কথা বলবো।
২০০৬ সালে প্রথম জাপানের বাজারে এসে সুজুকি সুইফট স্পোর্ট। ১২৫ হর্সপাওয়ার ও হালকা বডি নিয়ে এই গাড়িটা যেন সেই পুরোনো দিনের স্টারলেট জিটির আধুনিক রূপ৷ ২০১৭ সালে বাজারে আসে ৩য় জেনারেশনের সুইফট স্পোর্ট। দেখতে প্রচন্ড সুন্দর ও একদম পার্ফেক্ট পকেট-রকেট এই গাড়িটাতে দেওয়া হয়েছে ১৪০০ সিসির ৪-সিলিন্ডারের টার্বোচার্জড ইঞ্জিন, যার শক্তি ১৩৮ হর্সপাওয়ার ও ২১০ নিউটন-মিটার টর্ক। ওজন? মাত্র ৯৬৫ কেজি!!
ড্রাইভিং ডাইনামিক্স এখানেই শুধু শেষ না, আরও চমক বাকি আছে! যারা গাড়িটাকে একদম পুরোপুরি নিজের করে ইঞ্জয় করতে চান, এই গাড়িটাতে আছে ৬ গিয়ারের ম্যানুয়াল গিয়ারবক্স!!! আর যাদের অটো লাগবে, তাদের জন্য ৬-স্পিড অটো গিয়ারও আছে। সব মিলিয়ে একটা পিওর ড্রাইভার'স কার এই গাড়িটি।
এবার আসি পার্ফরম্যান্স স্ট্যাটসে। এই গাড়িটা ম্যানুয়াল গিয়ারবক্সে ০-১০০ কিমি/ঘন্টা উঠাতে সময় নেয় মাত্র ৭.৩ সেকেন্ড, আর অটো গিয়ারে শার্প ৭ সেকেন্ড!!! টপ স্পিড শুনবেন? ২১০ কিমি প্রতি ঘন্টা!!! আর শুধু স্ট্রেইট লাইনেই নয়, গাড়িটা কর্নারেও দুর্দান্ত পার্ফরম করে।
এবার আসি গাড়ির দামে। ২০১৭ মডেলের একটি রিকন্ডিশন্ড সুইফট স্পোর্ট যদি আমাদের মাধ্যমে কিনেন, তাহলে দাম পড়বে ২৫ লাখ টাকার কম-বেশি, গাড়ির কন্ডিশনের উপর নির্ভর করে।
সর্বশেষে, আপনারা যারা ভাবেন যে ফ্রন্ট-হুইল-ড্রাইভ গাড়ি দিয়ে ড্রিফট করা যায় না, এই গাড়িটা তাদেরকে ভুল প্রমাণিত করেছে।