View Full Version : ফরেক্সে বিনিয়োগ করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ন প্রতিটি ধাপ সর্ম্পকে জানতে চাই।
mamunsarker
2021-10-17, 05:59 AM
আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। প্রথমেই ধন্যবাদ জানাই বাংলাদেশ ফরেক্স ফোরামকে; যে মাধ্যমটি অসাধারণ একটি সুযোগ তৈরী করেছেন সকল ফরেক্স প্রেমী মানুষদের জন্য। বিভিন্ন সোর্স থেকে বিশ্লেষন করে ফরেক্সে বিনিয়োগ করার ইচ্ছা ও মনোবল তৈরী হয়েছে আমার মধ্যে। দয়া করে কেউ কি আমাকে সঠিক একটি গাইডলাইন দিতে পারবেন? যে ধাপগুলো অনুসরণ করে ফরেক্স মার্কেট থেকে প্রফিট করতে পারবো। একেবারে নতুন একাউন্ট খোলা থেকে শুরু করে পেমেন্ট উইথড্র করা পর্যন্ত। ধন্যবাদ।
habibi
2021-10-17, 01:08 PM
ফরেক্সে নতুনদের জন্য ৫টি পরামর্শ-
১। প্রাথমিক পর্যায়ে অল্প মূলধন নিয়ে শুরু করুন ।
২। যদি আপনার মূলধন খুব সামান্য হয়, তাহলে সকল মূলধন দিয়ে এক সাথে ট্রেড করবেন না।
৩। মার্কেটকে ভালবাসুন (এক ফোরেক্স টিপ যে এটি সব বলে)
৪। খুব গুরুত্বপূর্ণ ফরেক্স টিপ: হাই লেভেলে ট্রেড করার জন্য আপনার মার্কেট সম্পর্কে ভাল জ্ঞান প্রয়োজন। এমনকি মার্কেট সেরা ট্রেডারও সব সময় প্রফিট করতে পারে না।
৫। ফরেক্স মার্কেট অত্যন্ত অস্থির। এই কারণে, সময়জ্ঞান অপরিহার্য: কখন শুরু করবেন, কখন ক্লোজ করবেন বা কখন বিরতি নিবেন এই জানা ফরেক্স থেকে প্রফিট করার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
EmonFX
2021-10-17, 03:14 PM
ফরেক্স মার্কেটে অন্তর্ভুক্ত হওয়ার ইচ্ছে পোষণ করার জন্য আপনাকে ফরেক্সে স্বাগতম। ফরেক্স মার্কেট থেকে প্রফিট করার জন্য সর্বপ্রথম দরকার ফরেক্স ট্রেডিং অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতা অর্জন করার জন্য আপনি এই forex-forum সহ বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল রয়েছে যেখান থেকে আপনি ট্রেডিং সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে পারবেন। তবে সব থেকে ভালো হয় অভিজ্ঞ কোনো ট্রেডারের কাছে ফরেক্স শিখতে পারলে।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে সর্ব প্রথমে একটি লাইভ ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন ও ভেরিফাই করে নিতে হবে। একাউন্ট ভেরিফাইয়ের জন্য প্রথমত আপনার জাতীয় পরিচয় পত্র/ ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট এর যেকোনো একটি দরকার হবে। দ্বিতীয়তঃ এড্রেস প্রুফ ডকুমেন্ট হিসেবে আপনার ব্যাংক স্টেটমেন্ট অথবা ইউটিলিটি বিল, যেমন- পানি বিল/গ্যাস বিল/বিদ্যুৎ বিল/ইন্টারনেট বিল এর যেকোনো একটি দরকার হবে।
একাউন্ট ভেরিফাইড পরবর্তী পদক্ষেপ হলো আপনাকে ট্রেডিং অ্যাকাউন্টে ডিপোজিট ও উইথড্র করতে হবে। ট্রেডিং একাউন্টে ডিপোজিট করার জন্য আপনাকে একটি অনলাইন পেমেন্ট মেথড যেমন Skrill, Neteller, WebMoney, Perfect Money, PayPal, Mastercard, etc. এর যেকোনো একটি সাইটে একাউন্ট ওপেন ও ভেরিফাই করে নিতে হবে।
তবে আপনার জন্য পরামর্শ হলো রিয়েল ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন ও ডিপোজিট করার আগে অবশ্যই ডেমো প্লাটফর্মে ট্রেডিং করে নিজের ট্রেডিং অভিজ্ঞতা বাড়িয়ে নিতে হবে। ডেমো প্লাটফর্ম হল ফরেক্স মার্কেটের গেটওয়ে বা প্রবেশদ্বার। ডেমো প্লাটফর্মে সর্বোচ্চ 100 ডলার ডিপোজিট নিয়ে ট্রেডিং অনুশীলন করুন। যখন 100 ডলার কে আপনি দ্বিগুণ করতে পারবেন তখনই কেবল রিয়েল ট্রেডিং শুরু করতে পারেন।
তবে সব থেকে বড় কথা হল আপনাকে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করে ধৈর্যের সাথে লোভ নিয়ন্ত্রণ করে ট্রেডিং করতে হবে। এগুলো যদি আপনি মেন্টেন করতে না পারেন তাহলে আপনার জন্য ফরেক্স বিজনেসের নয়। মনে রাখবেন ফরেক্স মার্কেট থেকে 95 পার্সেন্ট ট্রেডার ঝরে যায় মানি ম্যানেজমেন্ট ফলো না করা, অধৈর্য হওয়া এবং লোভ নিয়ন্ত্রণ করতে না পারার কারণে।
samun
2021-12-12, 11:39 AM
ভাই আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন তা অতীব গুরুত্বপূর্ণ এবং জরুরি একটি জানার বিষয় আমি সিনিয়র এবং দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার ভাইদের কে অনুরোধ করব যেন এ বিষয় সম্পর্কে ফোরামে বিস্তারিতভাবে সুন্দর করে আলোচনা করা হয় তবে আমরা নতুন ক্যাডারগণ এ বিষয়ে সম্পর্কে অবহিত হয়ে পড়ে আরো বেশি দক্ষতার সাথে কাজ করতে পারব
md mehedi hasan
2022-01-21, 09:53 AM
ফরেক্স মার্কেটে প্রবেশ করার আগে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবেই জানতে হবে।এই মার্কেটে সুবিধা ও অসুবিধা গুলো সম্পর্কে জানতে হবে।এরপর সিদ্ধান্ত নিতে হবে আপনি ফরেক্স মার্কেটে কাজ করতে পারবেন কি না।আমার কাছে ফরেক্স মার্কেটে ভালো কিছু করতে হলে আপনাকে দুটি ধাপ অতিক্রম করতে হবে।প্রথম ধাপ হলো বিগেনার লেভেল।ফরেক্স মার্কেটে এই লেভেল অতিরিক্ত করা সবচাইতে বেশি কঠিন।কারন বেশির ভাগ ট্রেডার এই লেভেল থেকে ধরে পরে।দ্বিতীয় লেভেল হল এডভান্স লেভেল।যে প্রথম লেভেল ভালো ভাবে অতিক্রম করবে সে দ্রুত এডভান্স লেভেল আয়ত্ত করতে পারবে।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.