PDA

View Full Version : ভ্রমণ শর্ত সহজ করল থাইল্যান্ড



FXBD
2021-10-17, 03:32 PM
করোনা মহামারির মধ্যেও ভ্রমণ শর্ত সহজ করেছে থাইল্যান্ড। শর্ত সাপেক্ষে ১৪ দিনের পরিবর্তে ৭ দিন করা হয়েছে কোয়ারেন্টিনের মেয়াদ। থাইল্যান্ডের জনস্বাস্থ্য মন্ত্রণালয় ও দ্য সেন্টার ফর কোভিড-১৯ সিচুয়েশন অ্যাডমিনিস্ট্রেশ ের (সিসিএসএ) সিদ্ধান্ত অনুসারে, থাইল্যান্ড ভ্রমণের জন্য ১ অক্টোবর থেকে কার্যকর হওয়া স্যান্ডবক্স স্কিম ও কোয়ারেন্টিনের সময়ের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ঢাকায় থাইল্যান্ড দূতাবাস আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুসারে, বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের নাগরিক স্যান্ডবক্স স্কিমের আওতায় থাইল্যাণ্ডে ঢুকতে পারবেন। এ ক্ষেত্রে অন্তত ১৪ দিন আগে থাই কর্তৃপক্ষের অনুমোদিত টিকা নেওয়া ভ্রমণকারীদের ৭ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। আগে এই মেয়াদ ছিল ১৪ দিন। বিপরীতে যারা টিকা নেননি কিংবা পুরো ডোজ টিকা নেননি তাদের কোয়ারেন্টিনের মেয়াদ হবে ১০ দিন। এ ছাড়া অভিভাবকদের পুরো ডোজ টিকা নেওয়া থাকলেও টিকা না নেওয়া ১৮ বছর বয়সের নিচের শিশুদের ক্ষেত্রেও কোয়ারেন্টিনের একই মেয়াদ কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে থাইল্যান্ড ভ্রমণে ইচ্ছুক যে বাংলাদেশি নাগরিকরা পুরো ডোজ টিকা নিয়েছেন তাদেরকে সিওই (সার্টিফিকেশন অব এন্ট্রি) নিবন্ধনের সময় কোভিড-১৯ এর সনদ জমা দেওয়ার অনুরোধ জানানো হয়।
15698