PDA

View Full Version : Forex Analysis কি?



EmonFX
2021-10-17, 04:24 PM
Forex Analysis হচ্ছে Forex Market এর উপর গবেষণা বা বিশ্লেষণ। Forex প্রাইস বাড়বে কি কমবে তা জানার জন্য আপনাকে Analysis বা বিশ্লেষণ করতে হবে। সটিক Analysis ট্রেডিং সফলতা বয়ে আনে। Analysis ০৩ প্রকারঃ-

১. টেকনিক্যাল অ্যানালাইসিস (Technical Analysis) টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে বিভিন্ন Indicator এবং Tools এর মাধ্যমে মার্কেটের পুর্বের Price Movement যাচাই করে বর্তমান মার্কেটের গতিবিধ বুঝে পরবর্তি Price Movement কি হতে পারে তার একটি স্বচ্ছ ধারণা নেওয়াই হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস এর জন্য আপনি Mt4 বা Mt5 যে Server টি USE করেন সে Server টির উপর আপনার Master Mind জ্ঞ্যান রাখা আবশ্যক। তাই আমি একটি কথা বলি 'ফরেক্স না জেনে লস করার চেয়ে জানার জন্য ব্যায় করুন তাহলেই একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার হতে পারবেন।

২. ফান্ডামেন্টাল অ্যানালাইসিস (Fundamental Analysis) কারেন্সি অনুযায়ী (According to the currency) কোন দেশের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক তথ্যের ওপর ভিত্তি করে যে অ্যানালাইসিস করা হয় তাকেই বলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। উদাহরণ স্বরুপ আপনি Decision নিলেন GBP/USD পেয়ার এর উপর Trade Open করবেন এক্ষেত্রে GBP হচ্ছে গ্রেট ব্রিটেনের মুদ্রা এবং USD হচ্ছে আমেরিকার মুদ্রা এখন ট্রেড Open করার পূর্বে দু’দেশের বর্তমান পরিস্থিতির খবরা-খবর নিয়ে তুলনামূলকভাবে যে দেশের পরিস্থিতি ভাল সে দেশের মুদ্রার পক্ষে ট্রেড Open করাই হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস।

৩. সেন্টিমেন্টাল অ্যানালাইসিস (Sentimental Analysis) আমি যদি আপনাকে সহজ ভাষায় বলতে চাই তাহলে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস হচ্ছে আপনার নিজস্ব চিন্তাধারা বা মতামত অর্থাৎ মার্কেট কোন দিকে যাবে Buy না Sell এ নিয়ে আপনার ব্যাক্তিগত চিন্তা-চেতনাই হচ্ছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস।

samun
2021-12-12, 11:41 AM
ফরেক্সে টিকে থাকার মূলমন্ত্র ভাটিয়ারী হল ফরেক্স এনালাইসিস অর্থাৎ ফরেক্স মার্কেটের গতিবিধি নির্ণয় করা ফরেক্স মার্কেটে যেসকল ফ্রেজারগঞ্জ রয়েছেন তাদের প্রত্যেকের উত্তম বৈশিষ্ট্যের মধ্যে একটি হলো একজন দক্ষ এনালাইসিস ম্যান ফরেক্স মার্কেট এনালাইসিস এ দক্ষতা অর্জন করতে পারবে সে ফরেক্স মার্কেটে তত দ্রুত একটি সফল প্লাটফর্ম তৈরি করতে পারবে ফরেক্স মার্কেটে আমার জানামতে মোট তিন ধরনের এনালাইসিস রয়েছে ফান্ডামেন্টাল এনালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস এবং সেন্টিমেন্টাল এনালাইসিস এটি খুবই গুরুত্বপূর্ণ এবং সময় বিশেষ এটির ব্যবহার বিদ্যমান রয়েছে

Mas26
2021-12-12, 12:30 PM
আসলে ফরেক্স মার্কেট এনালাইসিস হল ফরেক্স মার্কেট সম্পর্কে আপনার কি ধারণা থাকা বা ফরেক্স মার্কেট সম্পর্কে আপনার গবেষণা করে তার প্রতি একটি নির্দিষ্ট।
নির্দিষ্ট একটা ধারণা নেওয়া মার্কেট উপরের দিকে উঠছে না নিচের দিকে নামবে নাকি স্থিতিশীল থাকবে এটা সম্পর্কে আপনি গবেষণা করার মাধ্যমে আপনি যেটা বুঝতে পারবেন সেটাকেই বলে ফরেক্স মার্কেট সম্পর্কে এনালাইসিস। আসলে এনালাইসিস টা খুবই গুরুত্বপূর্ণ ফরেক্স মার্কেট এ আপনি যদি ভাল এনালাইসিস করতে পারেন ফরেক্স মার্কেটে এবং এনালাইসিস যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে হয়তবা ফরেক্স মার্কেট এ প্রফিট করা খুবই ইজি একটি ব্যাপার বলে আমি মনে করি। যদি আপনার পক্ষে ফ্রে থাকে তাহলে আপনি সেখান থেকে ভাল প্রফিট করতে পারবেন।আপনার এনালাইসিস টি যদি ভুল হয় তাহলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই আমরা বুঝেশুনে এনালাইসিস করার মাধ্যমে ফরেক্স মার্কেটে ট্রেড করার সিদ্ধান্ত সব সময় নেয়ার চেষ্টা করে থাকি। আর এটাকে আমরা সাধারণত ফরেক্স মার্কেট সম্পর্কে এনালাইসিস বলে থাকি আসলে যে কোন কাজের জন্য যদি গবেষণা করে থাকে। সেটাকে আমরা সাধারণত এনালাইসিস বলে থাকি আসলে এটা একটি ইংরেজি শব্দ এনালাইসিস কিন্তু বাংলায় এটাকে গবেষণা বলা হয় ধন্যবাদ।

md mehedi hasan
2022-01-21, 09:47 AM
ফরেক্স মার্কেটে এনালাইসিস বলতে বাজার বিশ্লষণ করাকে বুঝায়।ফরেক্স মার্কেটে ট্রেড করার ক্ষেত্রে এনালাইসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালোন করে।আপনি কি ভাবে বুঝবেন মার্কেট এখন আপ ট্রেন্ড যাবে না ডাউন্ড ট্রেন্ডে যাবে।নাকি কনসলিডেশন হবে।এটা বুঝার একমাত্র উপায় হলো মার্কেট এনালাইসিস করা বা বাজার বিশ্লষণ করা।এই বাজার বিশ্লষণ এর উপর ভিত্তি করে একটি সঠিক সিদ্ধান্ত এর মাধ্যমে ট্রেড ওপেন করতে হবে।