PDA

View Full Version : চায়না টেলিকমের লাইসেন্স বাতিল করলো যুক্তরাষ্ট্র



kohit
2021-10-27, 01:09 PM
জাতীয় নিরাপত্তা স্বার্থের বিষয়টি উল্লেখ করে চীনের শীর্ষ টেলিকম প্রতিষ্ঠান চায়না টেলিকমের লাইসেন্স বাতিল করেছে যুক্তরাষ্ট্র। আগামী ৬০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে সব ধরনের কার্যক্রম বন্ধ করতে হবে প্রতিষ্ঠানটিকে। খবর বিবিসি।



মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, চীন সরকারের নিয়ন্ত্রণ থাকায় যুক্তরাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থায় চায়না টেলিকমের প্রভাব পড়তে পারে। মার্কিন যোগাযোগ বিকৃত করার সুযোগ করে নিতে পারে সংস্থাটি। এছাড়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি এবং অন্যান্য ক্ষতিকারক কর্মকাণ্ড চালানোর আশঙ্কাও করছেন তারা।



গত ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রে টেলিকম পরিষেবা দিয়ে আসছে চায়না টেলিকম। মার্কিন সরকারের নেয়া এ সিদ্ধান্তকে ‘হতাশাজনক’ বলে অবিহিত করেছে সংস্থাটি। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, গ্রাহকদের সেবা অব্যাহত রাখতে আমরা বিকল্প পদ্ধতির চিন্তা করছি।



মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেনের সঙ্গে চীনের ভাইস প্রিমিয়ার লিউ হির বৈশ্বিক অর্থনীতির অবস্থা নিয়ে বৈঠকের কয়েক ঘণ্টা পরই চায়না টেলিকমের লাইসেন্স প্রত্যাহারের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র।

বণিক বার্তা