SaifulRahman
2021-10-28, 12:18 PM
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর উদ্যোগে ৭ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২১’। প্রযুক্তিসেবার বিভিন্ন খাতে পেশাদারি কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি পর্যায়ে সব মিলিয়ে একশ’টি পুরষ্কারের আয়োজন করেছে বেসিস। আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২১-এর কার্যক্রম শুরু হচ্ছে ২৭ অক্টোবর। ২৭ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় পাবেন আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান। নিবন্ধনকৃতদের মধ্যে থেকে ধাপে ধাপে বাছাই করে বিচারকরা দুটি ভাগে মোট একশ’ পুরষ্কার জয়ীকে নির্বাচন করবেন বলে জানিয়েছে বেসিস। প্রাতিষ্ঠানিক পর্যায়ে থাকবে ২০টি পুরষ্কার। এই পর্যায়ে আউটসোর্সিং প্রতিষ্ঠান বিভাগে ৫টি, স্টার্টআপ বিভাগে ৫টি এবং এক্সপোর্ট এক্সেলেন্স বিভাগে ১০টি পুরষ্কার থাকবে। বাকি ৮০টি পুরষ্কার থাকবে ব্যক্তি পর্যায়ে। এই পর্যায়ে ৬৪ জেলায় ৬৪ জন, ব্যক্তি নারী বিভাগে ৬ জন এবং আউটসোর্সিং প্রফেশনাল বিভাগে সেরা ১০ জন পুরষ্কার পাবেন। বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২১ সম্পর্কে বিস্তারিত জানতে ও নিবন্ধন করতে এই লিঙ্ক https://outsourcingaward.basis.org.bd/ ব্যবহার করতে হবে।
15813
15813