PDA

View Full Version : ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সর্বোচ্চ দামে ইথার কয়েন!



Tofazzal Mia
2021-10-31, 01:58 PM
ক্রিপ্টোকারেন্স মার্কেটে ডিজিটাল কারেন্সীগুলোর মধ্যে ইথার কয়েন এর মূল্য ছুঁয়েছে চার হাজার চারশ’ ডলার। বিটকয়েনের পরেই দ্বিতীয় জনপ্রিয় এই ক্রিপ্টোকারেন্সি ইতিহাসে এটাই সর্বোচ্চ বাজারমূল্যে লেনদেনের ঘটনা। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, এর আগে চলতি বছরের ১২ মে সর্বোচ্চ বাজার মূল্যের প্রথম রেকর্ড ছুঁয়েছিল ইথার; সে সময়ে চার হাজার তিনশ’ ৮০ ডলারে বিকিয়েছে ইথেরিয়াম ব্লকচেইনের টোকেনগুলো। অক্টোবরের শেষ সোমবার এশিয়া কেন্দ্রিক বাজারে চার হাজার চারশ’ ডলার বাজার মূল্যে পৌঁছে নতুন মাইলফলক ছুঁলো ইথার। পুরো ক্রিপ্টোকারেন্সি বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা নজরে এসেছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে। সেপ্টেম্বর মাসের মন্দা কাটিয়ে ইথার মুদ্রার দাম বেড়েছে ৬০ শতাংশ।
http://forex-bangla.com/customavatars/647596740.jpg
সেপ্টেম্বরের শেষ ভাগের তুলনায় বিটকয়েনের দাম বেড়েছে ৫০ শতাংশ। ২০ অক্টোবর ডিজিটাল মুদ্রাটির লেনদেন হয়েছে ৬৭ হাজার ১৬ ডলারের রেকর্ড দামে। তবে, নতুন ডিজিটাল মুদ্রা হিসেবে বাজারে বেশ সারা ফেলে দিয়েছে ‘শিবা ইনু’। ইন্টারনেট মিম থেকে অনুপ্রাণিত মুদ্রাটির দাম অক্টোবরের শেষ সপ্তাহে বেড়েছে ১৬০ শতাংশ। আকস্মিক মূল্য বৃদ্ধির জোরে বর্তমান বিশ্বের অষ্টম বৃহত্তম ডিজিটাল মুদ্রা এখন ‘শিবা ইনু’। বহুল পরিচিত ‘ডোজকয়েন’-এর ‘স্পিনঅফ’ শিবা ইনু। ২০১৩ সালের ক্রিপ্টোকারেন্সি উন্মাদনাকে ঘিরে থাকা হাস্যরস আর উপহাসের সঙ্গে প্রযুক্তির মিথস্ক্রিয়া থেকেই জন্ম হয়েছিল ডোজকয়েনের; জনপ্রিয়তা পেলেও এর বাস্তবিক ব্যবহার এখনও প্রশ্নবিদ্ধ।