PDA

View Full Version : টেক প্রফিট ও স্টপ লস কত পিপস পর্যন্ত দেওয়া 



shohag101
2015-08-20, 05:18 PM
আমি নতুন ট্রেডার। demo ট্রেড করছি 1h টাইম ফ্রেমে।টেক প্রফিট ও স্টপ লস কত পিপস পর্যন্ত দিলে ভালো হয়??????

mamun93
2015-08-20, 05:25 PM
আপনি ফরেক্স ট্রেডিংয়ে নতুন হলেও আপনি খুবই ভাল একটি প্রশ্ন করেছেন আমি মনে করি আপনি প্রতি ট্রেডে টেক প্রফিট ৮০ পিপস এবং স্টপ লস ২৫ পিপস নিয়ে ট্রেড করলে ভাল করবেন।আপনি ডেমো ট্রেডিং করেন আপনার লাভ হলেও সেই প্রফিট আপনার পকেটে আসবেনা তার পরও আমি মনে করি আপনার সব সময় মনে করতে হবে যে আপনি রিয়াল ট্রেড করছেন এবং সেভাবেই আপনাকে ট্রেড করার ক্ষেত্রে মনোনিবেস করা উচিত।

fxover
2015-09-24, 05:52 AM
টেক প্রফিট এবং স্টপ লস ফরেক্স ট্রেডিং এর খুবই গুরুত্বপুর্ন দুটি বিষয় । টেক প্রফিট এবং স্টপ লস ছাড়া ট্রেড করলে অনেক সময় অনেক লাভ থেকে বঞ্চিত হতে পারি আবার স্টপ লস না দিয়ে মার্কেট স্পাইকের কারনে অনেক ক্ষতি হতে পারে । তাই আমদের সব সময় স্টপ লস ও টেকপ্রফিট দিয়ে ট্রেড করতে হবে । আপনি যেখানে ট্রেড করবেন তার পরবর্তী সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে স্টপ লস ও টেকপ্রফিট দিতে পারেন ।

basaki
2016-01-17, 04:39 PM
টেইক প্রফিট এবং স্টপ লস ফরেক্স। মার্কেটের একটি খুবই গুরুত্বপুর্ন বেপার। কারন আপনি যদি ফরেক্স মার্কেট করতে গিয়ে স্টপ লস আর টেইক প্রফিট সম্পর্কে না যানেন তবে আপনার ট্রেড করার সময় অনেক অনাকংকিত লস হতে পারে আর আপনি যদি স্টপ লস ব্যবহার করেন তবে এই লস্টা আর হবে না।

Marufa
2016-02-16, 09:38 PM
এটি নির্ভর করবে আপনার ট্রেডিং প্লান অনুযায়ী । অথ্যার্ৎ আপনার ট্রেডিং প্লানই নির্দিষ্ট থাকবে আপনার টেকপ্রফিট এবং স্টপ লস কোথায় হবে । এ ক্ষেত্রে আপনি কাছাকাছি কোন সাপোর্ট রেসিসটেন্স দেখতে পারেন । এছাড়াও আপনি বিভিন্ন রকম ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন । ইন্ডিকেটর এর মাধম্যে ট্রেড থেকে বের হযে আসতে পারেন ।

Fasor
2016-02-17, 12:26 AM
আমি স্টপ লস ৩০/৪০ পিপস দেই এবং টেক প্রফিট ১০০ পর্যন্ত দিয়ে থাকি আপনার দেওয়া এই টাইম ফ্রেম এ। টেক প্রফিট আপনার ইচ্ছা মত দিতে পারেন। কিন্তু স্টপ লস বুঝে শুনে দেওয়া উচিৎ। ভুল স্টপ লস এর কারনে আপনি অযথা লস খেতে পারেন। তাই স্টপ লস সহজে যাতে হিট না করে সেদিকেও লক্ষ রাখবেন।

golam0000
2016-02-17, 02:21 AM
টেক প্রফিট ও স্টপ লস ট্রেডিং এ একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি যা আপনার বাই/সেল করা ট্রেড এর মুভমেন্ট কে সীমাবদ্ধ করে.টেক প্রফিট ৭০ থেকে ৮০ পিপস এবং স্টপ লস ২০ থেকে ২৫ পিপস করে প্রতিটি ট্রেড করা ভালো বলে আমি মনে করি.বিশেষ করে অপর্যাপ্ত পরিমান ব্যালান্স এর ক্ষেত্রে এই পদ্ধতিটি অনেক কার্যকরী এবং মার্কেট সম্পর্কে পূর্ব ধারণা নিশ্চয়নে এই পদ্ধতি কাজে লাগে.

md mehedi hasan
2016-02-17, 09:06 AM
ফরেক্স মার্কেটে মানিম্যানেজমেন্ট করে ট্রেড করা অত্যান্ত জরুলি।আমমি ফরেক্স মার্কেটে জিগজ্যগ ইন্ডিকেটর ব্যবহার করি।আমি একটি ট্রেড ওপেন করলে তার স্টপ লস প্রায় ১০০ থেকে ১৫০ পিপস দিয়ে থাকি।তবে সব ট্রেডের ক্ষেত্রে এত স্টপ লস দেওয়ার প্রযোজন হয় না।আর আমি টেক প্রফিট ২০০ থেকে ৩০০ পর্জন্ত সেট করি।

Audhidul
2016-02-17, 02:41 PM
টেক প্রফিট এবং স্টপ লস ফরেক্স এর জন্য অতি প্রয়োজনীয়। অতিমাএার লস হতে রক্ষার জন্য স্টপ লস ফরেক্স এ ব্যাবহার করা হয় ।পাশাপাশি লাভের জন্য টেক প্রফিট ব্যাবহার করা হয় । এখানে সাধারনত টেক প্রফিট ৭০ পিপস এবং স্টপ লস ৪০পিপস পর্যন্ত দেওয়া যায় ।

Realifat
2016-02-18, 07:57 AM
আপনি যদি একঘন্টার টাইমফ্রমে ট্রেড করেন তবে একঘন্টার টাইমফ্রেমে সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল নির্ধারন করার চেষ্টা করুন।যদি সাপোর্টে থেকে বাই অর্ডার করতে পারেন তবে সেই বাই অর্ডারের টেকপ্রফিট হবে রেসিসটেন্স লেভেল। আর যতি রেসিসটেন্স থেকে সেল ধরেন তবে টেকপ্রফিট হবে সাপোর্টে পর্যন্ত।এভাবে সাপোর্ট এবং রেসিসটেন্স বুঝে স্টপলস টেকপ্রফিট নিতে হবে

sharifulbaf
2016-03-29, 12:44 PM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য আমরা প্রতি ট্রেডের সময় স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করে ট্রেডিং করে থাকি,আমাদের অনেক ট্রেডার জানেনা স্টপ লস আর টেক প্রফিট কত পিপস দিতে হবে,আমি ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে স্টপ লস ৫০ পিপস আর টেক প্রফিট ১০০ পিপস দিয়ে ট্রেডিং করে থাকি।

Md Akter Hossain
2016-03-29, 12:55 PM
টেক প্রফিট ও স্টপ লস কত পিপস পর্যন্ত দেয়া যাবে সেটা নির্ভর করে আপনার উপর টেকনিক্যাল অ্যানালাইসিস এর উপর । কোন রকম মন গড়া সিদ্ধান্ত মোতাবেক টেক প্রফিট ও স্টপ লস ব্যবহার করা মোটেও উচিত নয় । তবে রিক্স রেশিও মোতাবেক ৩ঃ১ টেক প্রফিট ও স্টপ লস ব্যবহার করা ভালো ।

uzzal05
2016-03-29, 01:53 PM
টেক প্রফিট এবং স্টপ লস এটা ডিপেন্ড একটা ট্রেডিং স্টাইল এর উপর। তবে মার্কেট টাইম্ফ্রেম ভেদে স্টপ লস কম বা বা বেশি হয়। আপনি কত পিপ স্টপ লস ব্যবহার করবেন সেটা আপনার মার্কেট এর অবস্থা বুঝে নিতে হবে। সব সময় ফিক্সড স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করা যায় না।

Tazul Islam
2016-03-29, 02:20 PM
টেক প্রফিট এবং স্টপ লস সেট কারার কোন নির্দিস্ট সিমা নে্ই। আপনি ৫% স্টপ লস দিতে পারেন । আর টেক প্রফিট আপনার টার্গেট মত দিতে পারেন । এসব সেট করার পরও আপনার মন চাইলে যেকোন সময় ট্রেড ক্লজ করে দিতে পারেন।এটা একান্ত আপনার ব্যপার।

bonushunter
2016-03-29, 03:56 PM
আমি সবসমায় মার্কেট এনালাইসিস করে টেক প্রফিত ও স্টপ লস এর সিমানা নির্ধারন করি। অনেকেই শুধু টেক প্রফিত ব্যবহার করে ফরেক্স ট্রেড অপেন করার সমায় কিন্তু তারা সবসময় স্টপ লস ব্যবহার করে না। কারন ফরেক্স মার্কেট এ কেউ লস করতে চাই না তারা মনে করে মার্কেট আবার আগের অবস্থানে ফিরে আসবে তারা সে জন্য অপেক্ষা করে কিন্তু মার্কেট আগের অবস্থানে ফিরে আসে না ফলে তারা অনেক অনেক লস করে। তাই সবাইককে বলবো মার্কেট এনালাইসিস করে স্টপ লস এর সিমানা নির্ধারন করতে।

RUBEL MIAH
2016-03-29, 05:18 PM
স্টপ লস ও টেইক প্রফিট নিলেও একটা নির্দিষ্ট পরিমাণ থাকা দরকার । কমপক্ষে স্টপ লস ৩০ পিপস এবং টেইক প্রফিট ৭০ পিপস নেওয়া উচিত । যদি তা নেওয়া হয় তাহলে অবশ্যই এ্যাকাউন্ট টিকে থাকতে পারে ।

gdbgdvdfsf
2016-03-29, 05:44 PM
সাধারনত টেক প্রফিট এ ৮০ পিপস এবং স্টপ লস এ ২৫ পিপস নিয়ে ট্রেড করলে ভাল করবেন।কিন্তু স্টপ লস বুঝে শুনে দেওয়া উচিৎ। ভুল স্টপ লস এর কারনে আপনি লস খেতে পারেন। তাই স্টপ লস সহজে যাতে হিট না করে সেদিকেও লক্ষ রাখবেন........।

real80
2016-03-30, 05:38 PM
ফরেক্স মার্কেটে স্টপ লস ও টেক প্রফিট অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফরেক্স মার্কেটে স্টপ লস ও টেক প্রফিট ছাড়া ট্রেডিং করা উচিত নয়। এর জন্য ট্রেডিং প্ল্যান মেনে চলা উচিত। আপনার ট্রেডিং প্ল্যানের উপর নির্ভর করে আপনি প্রতিটি ট্রেডে কত স্টপ লস ও টেক প্রফিট নির্ধারণ করবেন। আবার আনুপাতিক হারেও ঠিক করতে পারেন। যেমন ১ঃ২ যদি অনুপাত হয় তাহলে আপনি ৩০ পিস্পস স্টপ লস দিলে ৬০ পিপ্স টেক প্রফিট দিতে পারেন।

HKProduction
2016-04-09, 09:14 PM
টেক প্রফিট এবং স্টপ লস কখনো পিপসের উপর নির্ভর করে না। আন্দাজে পিপস নির্ণয় বা নির্ধারণ করলে লস হবার সম্ভাবনা বেশি। আপনাকে সাপোর্ট এবং রেসিস্ট্যান্সের দিকে লক্ষ্য রেখে পিপস ক্যালকুলেশন করতে হবে এবং মানি ম্যানেজমেন্ট রুল অনুসারে ট্রেড প্লেস করতে হবে।

naimkhancwork
2016-04-10, 03:38 AM
টেক প্রফিট এবং স্টপ লস ফরেক্স ট্রেডিং এর খুবই গুরুত্বপুর্ন দুটি বিষয় । টেক প্রফিট এবং স্টপ লস ছাড়া ট্রেড করলে অনেক সময় অনেক লাভ থেকে বঞ্চিত হতে পারি আবার স্টপ লস না দিয়ে মার্কেট স্পাইকের কারনে অনেক ক্ষতি হতে পারে । আমি স্টপ লস ৩০/৪০ পিপস দেই এবং টেক প্রফিট ১০০ পর্যন্ত দিয়ে থাকি আপনার দেওয়া এই টাইম ফ্রেম এ। টেক প্রফিট আপনার ইচ্ছা মত দিতে পারেন। কিন্তু স্টপ লস বুঝে শুনে দেওয়া উচিৎ।

naimkhanc4work
2016-04-10, 04:53 AM
টেক প্রফিট এবং স্টপ লস ফরেক্স ট্রেডিং এর খুবই গুরুত্বপুর্ন দুটি বিষয় । টেক প্রফিট এবং স্টপ লস ছাড়া ট্রেড করলে অনেক সময় অনেক লাভ থেকে বঞ্চিত হতে পারি আবার স্টপ লস না দিয়ে মার্কেট স্পাইকের কারনে অনেক ক্ষতি হতে পারে । ফরেক্স মার্কেটে মানিম্যানেজমেন্ট করে ট্রেড করা অত্যান্ত জরুলি।আমমি ফরেক্স মার্কেটে জিগজ্যগ ইন্ডিকেটর ব্যবহার করি।আমি একটি ট্রেড ওপেন করলে তার স্টপ লস প্রায় ১০০ থেকে ১৫০ পিপস দিয়ে থাকি।তবে সব ট্রেডের ক্ষেত্রে এত স্টপ লস দেওয়ার প্রযোজন হয় না।

khanam.rabeya272
2016-04-13, 12:40 AM
আপনি যে টাইমফ্রেম বা যে কারেন্সী পেয়ার এই ট্রেড করুননা কেন আপনাকে স্টপ লস বা টেক প্রফিট এর পিপস নির্ধারণ করতে হবে মার্কেট পরিস্থিতি বিবেচনা করেই.এই জন্নিন আপনাকে মার্কেট এনালাইসিস করতে হবে যার ফলে আপনি পূর্বানুমান করতে পারবেন কত টুকু পিপস পর্যন্ত আইটি উঠতে পারে বা নুমতে পারে.তাই এনালাইসিস করে মার্কেট পর্যবেক্ষণ এর মাধ্যমে আইটি নির্ধারণ করা উচিত.

Tazul Islam
2016-04-27, 05:33 AM
টেক প্রফিট এবং স্টপ লস আপনি ১:১ অথবা ১:২ দিতে পারেন। অথাৎ আপনি যদি ১ ডলার প্রফিট করতে চান তাহলে আপনাকে সেখানে ১ ডলার স্টপ লস সেট করতে হবে। আবার দ্বিতীয় অনুপাত হিসাবে আপনাকে ২ ডলার স্টপ লস সেট করতে হবে। স্টপ লস সমন্ধে আইডিয়া নেয়ার জন্য আপনি জেড ফরেক্স সিগনাল ডাউনলোড করে ইন্সটল করে ব্যবহার করতে পারেন।

basaki
2016-07-18, 11:12 PM
স্টপ লস এবং টেইক প্রফিট আমি মনে করি আপনি না দিলেই ভাল কারন আপনার যদি বেশি ব্যলেন্স থাকে তবে আপনি স্টপ লস ব্যবহার না করাই ভাল আর যদি আপনি ফরেক্স মার্কেটে কম কম করে লাভ করতে চান তবে আপনি ছোট ছোট ট্রেডে লাভ করেই সামনে দিকে আগাতে হবে।

Md. Tariqul Islam
2016-07-19, 08:14 AM
ফরেক্স ট্রেডিংয়ে নতুন হলেও আপনি খুবই ভাল একটি প্রশ্ন করেছেন আমি মনে করি আপনি প্রতি ট্রেডে টেক প্রফিট ৮০ পিপস এবং স্টপ লস ২৫ পিপস নিয়ে ট্রেড করলে ভাল করবেন।আপনি ডেমো ট্রেডিং করেন আপনার লাভ হলেও সেই প্রফিট আপনার পকেটে আসবেনা তার পরও আমি মনে করি আপনার সব সময় মনে করতে হবে যে আপনি রিয়াল ট্রেড করছেন এবং সেভাবেই আপনাকে ট্রেড করার ক্ষেত্রে মনোনিবেস করা উচিত।

Rahat015
2016-07-19, 10:02 AM
টেক প্রফিট এবং স্টপ লস সেট করবেন আপনার এনালাইসিস এর উপর ভিত্তি করে। তবে আমার মতে টেক প্রফিট ৭০ পিপ্স আর স্টপ লস ৩০ পিপ্স এ সেট করা ভাল। তবে আপনি যদি মনে করেন মার্কেট এ আরো লাভ করা যাবে তখন আপনি টেক প্রফিট আরো বাডিয়ে দিতে পারেন। অথবা আপনি ট্রেলিং স্টপ টা ব্যবহার করতে পারেন।

Sahed Srabon
2016-07-19, 01:18 PM
ফরেক্স মার্কেটে টেক প্রফিট এবং স্টপ লস একট গুরুত্বপূর্ন বিষয় । মার্কেটে আপনি কত পিপস স্টপ লস অথবা টেক প্রফিট দেবেন সেটা নির্ভর করবে আপনার উপর । কেউ সেটা আপনাকে বলে দিতে পারবে না । আপনি যে পেয়ারে ট্রেড করবেন সেই পেয়ার আগে ভালভাবে এ্যানালাইস করে তারপর আপনি নিজেই ঠিক করে নেন যে কত পিপস স্টপ লস এবং টেক প্রফিট দিলে ভাল হবে ।

Sahed
2016-07-19, 03:37 PM
মার্কেটে আপনি কোথায় টেক প্রফিট অথবা স্টপ লস দিবেন সেটা নির্ভর করবে আপনার উপর । আপনি যখন আপনার ট্রেডিং প্লান সাজাবেন তখনই আপনি এই বিষয়টি ঠিক করে নিবেন । মার্কেটে আপনি সাধারণত যে পেয়ারে ট্রেড করবেন সেই পেয়ারের কোন সাপোর্ট অথবা রেসিস্টেন্ট লেভেল দেখে স্টপ লস অথবা টেক প্রফিট দিতে হবে ।

oviice
2016-08-30, 08:17 AM
আপনি ফরেক্স ট্রেডিংয়ে নতুন হলেও আপনি খুবই ভাল একটি প্রশ্ন করেছেন আমি মনে করি আপনি প্রতি ট্রেডে টেক প্রফিট ৮০ পিপস এবং স্টপ লস ২৫ পিপস নিয়ে ট্রেড করলে ভাল করবেন।আপনি ডেমো ট্রেডিং করেন আপনার লাভ হলেও সেই প্রফিট আপনার পকেটে আসবেনা তার পরও আমি মনে করি আপনার সব সময় মনে করতে হবে যে আপনি রিয়াল ট্রেড করছেন এবং সেভাবেই আপনাকে ট্রেড করার ক্ষেত্রে মনোনিবেস করা উচিত।

md arif khan
2016-08-30, 12:10 PM
ফরেক্স ব্যাবসায় টেক প্রফিট এবং স্টপ লস খুবই গুরুত্বপূর্ন।কারন টেক প্রফিট এবং স্টপ লস ব্যাবহার না করলে আপনার ব্যলেন্স যেকোন সময় জিরো হয়ে যেতে পারে।এটা দেওয়া থাকলে আপনি একটি নির্দিষ্ট পরিমান লাভ বা লস করবেন।এখন সাধারনত ১ঃ২ অনুপাতে যেমন টেক প্রফিট ৪০ পিপস এবং স্টপ লস ৪০পিপস পর্যন্ত নেওয়া যেতে পারে।

vodrolok
2016-09-04, 09:56 PM
টেক প্রফিট আর স্টপ লস নির্ভর করে স্ট্রাটেজির উপরে। তবে স্টপ লস কখনোই টেক প্রফিটের চেয়ে বেশি হওয়া উচিত না। এক্ষেত্রে রেশিও হওয়া উচিত ১:২, ১:৩ এরকম। অর্থাৎ স্টপ লসের দ্বিগুন বা তিনগুন টেক প্রফিট। স্ট্রাটেজি এমন নির্বাচন করুন যাতে করে ৬০% ট্রেড লস করলেও যেন আপনি প্রফিটে থাকতে পারেন। আমার স্টপ লস হয় সর্বদা রিসেন্ট হাই-লো।

vodrolok
2016-09-10, 01:22 PM
টেক প্রফিট ও স্টপলস লেভেল নির্ভর করে ট্রেডিং স্ট্রাটেজির উপরে। স্টপলস এর পরিমান অবশ্যই টেক প্রফিটের চেয়ে কম হওয়া চাই। কমপক্ষে অর্ধেক হলে ভালো। এজন্য কেউ কেউ নির্দিষ্ট সংখক স্টপলস ও টেক প্রফিট নির্বাচন করে আবার কেউ কেউ যোক্তিক লেভেল যেমন সাপোর্ট সেসিস্টেন্সের কাছাকাছি নির্ধারণ করে। দ্বিতীয়টাই ভালো। 'এভারেজ ট্রু রেঞ্জ' ইন্ডিকেটরও এক্ষেত্রে সাহায্যে আসতে পারে।

Forex Boy
2016-09-10, 02:09 PM
এর কোন নির্দিষ্ট রেখা বা মাত্রা নেই আমি মনে করি ট্রেড করার বুর্বে আপনাকে একটা স্ট্রেটেজি করে নিত হবে যে আপনি যত ডলারি ইনভেস্ট করেন না কেন আপনি শুধ মাএ আপনার কাঙ্খিত স্টপ লস এ টেক প্রফিটই ব্যবহার করবেন। যদি আপনি প্রতিবার আলাদা আলাদা স্ট্রেটেজিতে কাজ করেন তাহলে আপনি কখনোই সফর হোতে পারবেন না।

SHOYEB
2016-09-10, 04:53 PM
মার্কেটের মুভমেন্ট দেখে আপনি টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করবেন মার্কেট যদি ভাল মুভ করে তাহলে টেক প্রফি ১০০ বা ১৫০ পিপস এর উপরে দিতে পারেন আর যদি ছোট ছোট লাভ নিতে চান তাহলে টেক প্রফিট কমিয়ে দিবেন স্টপ লসটা ও একই রকম ।

jamal191khan
2016-09-17, 07:47 PM
ফরেক্স মার্কেটে ব্যক্তিগতভাবে আমি স্টপ লস ৩০/৪০ পিপস দেই এবং টেক প্রফিট ১০০ পর্যন্ত দিয়ে থাকি আপনার দেওয়া এই টাইম ফ্রেম এ। টেক প্রফিট আপনার ইচ্ছা মত দিতে পারেন। কিন্তু স্টপ লস বুঝে শুনে দেওয়া উচিৎ। ভুল স্টপ লস এর কারনে আপনি অযথা লস খেতে পারেন। তাই স্টপ লস সহজে যাতে হিট না করে সেদিকেও লক্ষ রাখবেন।

currency
2016-09-18, 11:37 AM
ফরেক্স ব্যাবসায় টেক প্রফিট ও স্টপ লস ট্রেডিং এ একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি যা আপনার বাই/সেল করা ট্রেড এর মুভমেন্ট কে সীমাবদ্ধ করে.টেক প্রফিট ৭০ থেকে ৮০ পিপস এবং স্টপ লস ২০ থেকে ২৫ পিপস করে প্রতিটি ট্রেড করা ভালো বলে আমি মনে করি.বিশেষ করে অপর্যাপ্ত পরিমান ব্যালান্স এর ক্ষেত্রে এই পদ্ধতিটি অনেক কার্যকরী এবং মার্কেট সম্পর্কে পূর্ব ধারণা নিশ্চয়নে এই পদ্ধতি কাজে লাগে।

riponinsta
2017-02-07, 07:48 PM
ফরেক্স মার্কেট এ আপনি যে ট্রেডিং সিস্টেম এ ট্রেড করছেন দেখবেন সেই সিস্টেম এ বলে দেওয়া আছে আপনি এই জাইগাই স্টপ লস আর এই জাইগাই টিপি নিবেন যদি না বুঝতে পারেন তা হলে আপনি আপনার ট্রেডিং সিস্টেম তা পরুন তা হলে আপনি বুঝতে পারেন তাও যদি আপনি না বুঝতে পারেন তা হলে আপনি চাট ভাল করে দেখলে আপনি বুঝতে পারবেন কোথাই স্টপ লস আর কোথাই টিপি দিতে হবে আমি ভাল করে চাট দেখে স্টপ লস আর টিপি দেই

Mamun13
2017-02-07, 10:31 PM
যেহেতু আপনি নতুন ডেমো ট্রেডার তাই এ ধরনের হাস্যকর ভূল প্রশ্ন আসবেই৷প্রথমে স্মরণ রাখবেন যে h1চার্টে ট্রেড করা মোটেও সঠিক নয়৷বিশ্বের সকল এক্সপার্ট ট্রেডারগণই d1 বা ডেইলী চার্টে ট্রেড করছেন৷আপনারও উচিত তাদের মতো d1 চার্টে ট্রেড করা৷তারপর ট্রেন্ড ও সাপোর্ট/রেসিসটেন্স লেভেল গুলো ভালো করে বুঝে ট্রেড করেন৷আরেকটা সাংঘাতিক ভূল প্রশ্ন হলো কত পিপসে্ টিপি দিবেন ? H1 চার্টে কোনো পেয়ারেই কখোনোই নিশ্চিত করে বলা যায় না যে কত পিপসে্ টিপি দিবেন!!ট্রেড করতে করতে আমার এই কথা গুলোর বাস্তব সত্যতা পাবেন৷

md noor hasan
2017-02-07, 10:48 PM
টেক প্রফিট ও স্টপ লস ফরেক্স মার্কেটে খুবই গুরুত্বপূর্ণ।এজন্য আমাদেরকে ট্রেড করার সময় নির্দিষ্ট অনুপাতে টেক প্রফিট ও স্টপ লস সেট করে নেওয়া উচিত।সাধারনত ১:৩ অনুপাতে স্টপলস ও টেকপ্রফিট সেট করে নেওয়া উচিত।

Fxaziz
2017-02-07, 11:25 PM
আপনি যদি ফরেক্স মার্কেট এ নতুন তাহলে আপনাকে ভালোভাবে চিন্তা ভাবনা করে ট্রেড করতে হবে।আমি যেমন আপনি যেহেতু নতুন ট্রেডার সেহেতু ঘণ্টা হিসাব না করে দিন হিসাব করেন।তাহলেই আপনি ভালো করতে পারবেন।আমি নিজেও ঘণ্টা হিসাব করি না।তামি দিন হিসেব করে ট্রেড করি।এতেই আমি ভালো করতে পারি।তাই আমি আপনাকেও বলছি যে ঘণ্টা হিসাব না করে দিন হিসাব করে ট্রেড করুন।আসা করে আপনি ভালো করতে পারবেন।

nbfx
2017-02-12, 12:23 PM
ক্যান্ডল স্টিক চার্ট প্যাটার্ন শিখতে পারলে টেক প্রফিট এবং স্টপলস নিয়ন্ত্রন করতে পারবেন। টেকনিক্যাল এনালাইসিস ভাল ভাবে করতে পারলে স্টপলস এবং টেকপ্রফিট সেট আপ সহজ হয়। টেকনিক্যাল এনালাইসিসের যে বিষয়টি ভাল করে জানতে হয় তা হলো সাপোর্ট এবং রেসিট্যান্স সাথে ট্রেন্ড চ্যানেল। টাইমফ্রেম ৪ঘন্টার ব্যবহার করলে ভাল ফল পাওয়া যায়।

siddiquecec
2017-02-12, 05:54 PM
আপনি যদি EUR/USD, GBP/USD ট্রেড করে থাকেন তাহলে আপনাকে 30 pips take profit and 20 pips stop loss set করতে হবে। এখন বাদ বাকি আপনার উপর নির্ভর। তাছাড়া আমি এই পদ্ধতিতে ট্রেড করে দেখেছি মোটামুটি ভার প্রফিট পাওয়া যায় তবে ওভার ট্রেড ওপেন না করাই ভাল।

Rana2017
2017-02-12, 10:23 PM
ফরেক্সে শর্ট টাইমফ্রেমগুলো খুবই রিস্কি। বিশেষ করে ৫ মিনিট, ৩০ মিনিট। বেশির ভাগ অভিজ্ঞ ট্রেডার ডেইলি টাইমফ্রেমটা প্রেফার করে। কিন্তু যাদের ডিপোসিট কম তারা ডেইলি টাইমফ্রেমটা ইয়ুজ করে খুব একটা উপকৃত হবে না। কারণ, সেখানে স্টপ লস ও টেক প্রফিটের পার্থক্য অনেক বেশি থাকে। ১০০ থেকে ২০০ ডলারের মধ্যে যাদের ডিপোসিট তারা ৪ ঘন্টার টাইমফ্রেমটা ইয়ুজ করা বেটার। আর স্টপলস ও টেকপ্রফিটের অনুপাত ১ঃ২ রাখা উত্তম।