PDA

View Full Version : ভারতে ব্যাটারি শেয়ারিং পরিষেবা চালু করবে হোন্ডা



kohit
2021-11-08, 05:07 PM
ভারতে ট্রাইসাইকেল ট্যাক্সির জন্য ব্যাটারি শেয়ারিং পরিষেবা চালু করবে হোন্ডা মোটর কোম্পানি। ২০২২ সালের প্রথমার্ধে এ সেবা চালু করা হবে। বিশ্বে কার্বন নিঃসরণের দিক থেকে শীর্ষে রয়েছে হোন্ডা। সেখান থেকে শূন্য কার্বন নিঃসরণকারী প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে এ উদ্যোগ নিয়েছে হোন্ডা। খবর কিয়োদো।

নতুন বহনযোগ্য লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের মাধ্যমে ভারতের ট্রাইসাইকেল ট্যাক্সি বা তথাকথিত রিকশার জন্য ব্যাটারি স্টেশন স্থাপন করবে হোন্ডা। এ স্টেশনে চালকরা খালি ব্যাটারি পরিবর্তন করে ফুল চার্জড ব্যাটারি ব্যবহার করতে পারবেন।

ভারতে বর্তমানে ৮০ লাখের বেশি রিকশা রয়েছে এবং দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। শহর এলাকার অনেক রিকশায় সংকুচিত প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়ে থাকে। এ গ্যাস গতানুগতিক গ্যাসোলিন ও ডিজেলের তুলনায় কম কার্বন নিঃসরণ করে থাকে।

ব্যাটরি স্টেশনে যেসব ব্যাটারি সরবরাহ করা হবে, সেগুলোতে হোন্ডা তাদের সর্বাধুনিক মোবাইল পাওয়ার প্যাক এক্সচেঞ্জার ব্যবহার করতে পারে বলে জানা গেছে। ফলে রিকশাগুলো ব্যাটারিতে একবার চার্জ দেয়ার মাধ্যমে আগের মডেলগুলোর তুলনায় ১ দশমিক ২ গুণ বেশি চলতে পারবে।

বণিক বার্তা