PDA

View Full Version : কোন ব্রোকারে কত কমিশন ও স্প্রেড!



FXBD
2021-11-09, 11:24 AM
15897
কোন ব্রোকারে কেমন চার্জ কাটে সেটা নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম। সেটা আপনাদের সামনে শেয়ার করছি। প্রথমে Exness ব্রেকারের কথা বলি
Exness Standard Account (Minimum Deposit- 10$) কোনো কমিশন না থাকলেও স্প্রেড অনেক। EUR/USD তে ০.০১ লটে ট্রেড ওপেন করার সাথে সাথে ০.১০$ লসে থাকে। গোল্ডে ০.০১ লটে ট্রেড ওপেন করার সাথে সাথে ০.৩$ লসে থাকে।
Exness Raw Spread Account (Minimum Deposit- 200$) EUR/USD তে কোনো স্প্রেড না থাকলেও ০.০১ লটে কমিশন কাটলো ০.০৭$। টোটাল গেল ০.০৭$। অপরদিকে গোল্ডে ০.০১ লটে কমিশন কাটলো ০.০৭$ কিন্তু ট্রেড ওপেন করার সাথে সাথে ০.১১$ লসে। মানে টোটাল গেল ০.১৮$ ।

SumonIslam
2021-11-10, 11:08 AM
Roboforex ব্রোকারে কত কমিশন ও স্প্রেড সেটা আপনাদের সামনে শেয়ার করছি।Roboforex এর একটি ECN account সর্ব নিন্ম ডিপোজিট - $১০ ডলার। EUR/USD তে ট্রেড ওপেন করার সাথে সাথে ০.০৫ লসে থাকে। আর কমিশন কাটে $০.০২। টোটাল $০.০৭$।গোল্ডে ট্রেড ওপেন করার সাথে সাথে $০.২২ লসে, আর কমিশন ০.০৪। টোটাল $০.২৬
15912

SumonIslam
2021-11-18, 11:39 AM
Liteforex ব্রোকারে EUR/USD তে মাঝে মাঝে ০-৩ স্প্রেড হয়। ০.০১ লটে ট্রেড ওপেন করার সাথে সাথে ট্রেড লসে না থাকলেও কমিশন ০.১ . টোটাল গেল ০.১$। গোল্ডে ০.০১ লটে ট্রেড ওপেন করা মাত্র ০.১$ লসে। আর কমিশন ০.২ সেন্ট। টোটাল গেল ০.৩$। তবে ৩০০$ ডিপোজিটে ০.০১ লটে সকল পেয়ারে কমিশন ০.০৭$। Minimum Deposit- $50
15988

Montu Zaman
2021-11-25, 12:43 PM
XM ব্রোকারে কত কমিশন ও স্প্রেড সেটা আপনাদের সামনে শেয়ার করছি। EUR/USD তে ০.০১ লটে ট্রেড ওপেন হওয়ার সাথে সাথে ৯ সেন্ট লসে। এক্সট্রা কমিশন নাই। গোল্ডে ট্রেড ওপেন হওয়ার সাথে সাথে ২৫ সেন্ট লসে। এক্সট্রা কমিশন নাই। XM Standard Account (Minimum Deposit- 5$) EUR/USD তে ০.০১ লটে ট্রেড ওপেন করার সাথে সাথে ১৬-১৭ সেন্ট লসে। এক্সট্রা কমিশন নাই। গোল্ডে ট্রেড ওপেন হয় ৩৫ সেন্ট লসে। এক্সট্রা কমিশন নাই।
16063
XM Ultra Low Spread- Local Deposit/Withdraw (Minimum Deposit- 5$)

Rassel Vuiya
2021-12-13, 11:08 AM
আপনি যদি নতুন ট্রেডার হন এবং যদি কম অ্যামাউন্টে ট্রেড করতে চান একটা ভালো ব্রোকারে তাহলে সাজেশন থাকবে XM Ultra Low Spread অ্যাকাউন্ট ইউজ করার। এদের Ultra Low Spread এ সেন্ট অ্যাকাউন্টেরও সুবিধা আছে। আর এখানে লোকান ডিপোজিটের সুযোগ পাবেন।আর আপনি যদি প্রোফেশনাল ট্রেডার হন কিংবা বড় অ্যামাউন্টেই ট্রেড করতে চান তাহলে বেস্ট হবে Liteforex ECN অ্যাকাউন্ট (300$ Deposit) অথবা IC Market Raw Spread অ্যাকাউন্ট। আর Liteforex এ লোকাল ডিপোজিটের সুযোগ থাকছে। আমি আপনাকে বলবো না আমার আন্ডারে অ্যাকাউন্ট করতে। কারণ আমি নিজেই আমার প্রয়োজনে এতোগুলো ব্রোকার নিয়ে ঘাটাঘাটি করেছি যেন বুঝতে পারি আমার জন্য কোন ব্রোকার ভালো। IB Commission নেওয়ার উদ্দেশ্যে নয়। পরিশেষে, আপনি কোন ব্রোকারে কাজ করবেন সেটা পুরোপুরি আপনার সিদ্ধান্ত।