PDA

View Full Version : টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল_2020



Montu Zaman
2021-11-14, 11:16 AM
টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শিরোপার লড়াই প্রতিপক্ষ নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া। যেই দলই চ্যাম্পিয়ন হোক, টি-টোয়েন্টির নতুন চ্যাম্পিয়ন পাবে ক্রিকেটাঙ্গন। ফাইনাল ম্যাচে টাই হলে কীভাবে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে সেই নিয়মও প্রকাশ করেছে আইসিসি। দুই দল ২০ ওভার বা নির্ধারিত ওভার খেলার পরে যদি ম্যাচ টাই হয়, তাহলে একটি সুপার ওভার খেলা হবে। সুপার ওভারও যদি টাই হয়, তখন হবে দ্বিতীয় সুপার ওভার খেলা। যদি দ্বিতীয় সুপার ওভারও টাই হয়, সেক্ষেত্রে আবারও নতুন করে আরেকটি সুপার খেলা হবে। এভাবে যতক্ষণ না ম্যাচের ফলাফল আসছে, ততবারই সুপার ওভার খেলার নিয়ম রাখা হয়েছে। ফাইনাল ম্যাচের জন্য রাখা হয়েছে সংরক্ষিত দিন। যদি কোনো অনিবার্য কারণবশত দুই দলই কমপক্ষে ১০ ওভার করে ব্যাটিং করতে না পারে তাহলে, ম্যাচ যেখানে বন্ধ হয়েছিল সেখান থেকেই পরের দিন মাঠে গড়াবে ম্যাচটি। অর্থাৎ নির্ধারিত দিন ফলাফল পাওয়ার জন্য অন্তত ১০ ওভার ব্যাটিং করতে হবে দুই দলকেই।
15933

BDFOREX TRADER
2021-11-16, 12:33 PM
দুবাইয়ে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ-২০২১ এর ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে জয়লাভ করেছে অস্ট্রেলিয়া।সেই ২০০৭ সাল থেকে চলছে সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে শিরোপার জন্য অস্ট্রেলিয়ানদের দিন গোনা। অবশেষে দুবাইয়ে এসে হলো অপেক্ষার সমাপ্তি। এবার অস্ট্রেলিয়া দ্বিতীয়বারের মতো টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলে প্রথম জয়লাভ করলো। অভিনন্দন টীম অস্ট্রেলিয়াকে।
15961