EmonFX
2021-11-16, 11:58 AM
ফরেক্স মার্কেট এমন এক মহা সমুদ্রের নাম যেখানে প্রতিদিন ট্রিলিয়ন ডলারের বেশি লেনদেন হয়। বিভিন্ন কারেন্সি, স্টক, ইনডেক্স, এনার্জি, মেটাল সহ বিভিন্ন মার্কেট রেট প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। কিন্তু কি কারনে মার্কেটের এই বৃহৎ মুভমেন্ট???
এটা নিয়ে আমরা নিজেরাই অনেক দ্বন্দ্বে পরে যাই, আবার ঝামেলাতেও জড়িয়ে পরি। কেউ বলি মার্কেটের মুভমেন্ট হয় শুধুমাত্র ফান্ডামেন্টাল কারণে, আবার কেউবা বলি মার্কেট মুভমেন্ট হয় শুধুমাত্র টেকনিক্যাল কারনে। ।।
ফরেক্স মার্কেটে ফান্ডামেন্টাল বিষয়গুলো হলো, ঐ দেশের সমসাময়িক অর্থনৈতিক অবস্থা, বৈদেশিক বানিজ্য এবং ঋণ, লেবার মার্কেটের অবস্থা,মনিটারি পলিসি, ব্যাংক রেট, ইনফ্লাশন রেট ইত্যাদি সহ সামষ্টিক এবং ব্যাষ্টিক অর্থনৈতিক বিষয়সমূহ সহ সবধরণের রাজনৈতিক বিষয়সমূহ । ।
আর টেকনিক্যাল বিষয়গুলো হলো, চার্ট প্যাটার্ন, ট্রেন্ড, সাপোর্ট - রেজিস্ট্যান্স, সুয়ং লেভেল, ইন্ডিকেটর সহ বিভিন্ন ক্যান্ডেল স্টিক বিষয়সমূহ।।
এখন নিজেই একটু ভেবে বের করুন তো, কে মূলত মার্কেট মুভার?? ফান্ডামেন্টাল নাকি টেকনিক্যাল??
যদি শুধুমাত্র টেকনিক্যাল কারনেই মার্কেট মুভ করতো তাহলে সবসময়ই মার্কেট নির্দিষ্ট রেঞ্জের মধ্যেই ঘোরাঘুরি করতো, কখনো একটা লেভেল ভেঙে বা একটা হাই - লো ভেঙে নতুন নতুন হাই লো ক্রিয়েট হতোনা। আসলে টেকনিক্যাল প্যাটার্ন হচ্ছে মূলত চার্ট বেজড এনালাইসিস, যা কিনা মার্কেট মুভমেন্টের অতীত বর্তমান হিস্টোরিসহ বিভিন্ন লেভেল সমূহের গ্রাফিকাল আউটপুট।
যদি টেকনিক্যাল কারনে মার্কেটের মুভমেন্ট না হয় তাহলে কি আমরা বলতে পারি ফান্ডামেন্টাল কারনে মার্কেটের মুভমেন্ট হয়?? এটাও পুরোপুরি সত্যি না। যদি শুধুমাত্র ফান্ডামেন্টাল কারনে মার্কেটের মুভমেন্ট হতো তাহলে কখনোই একই নিউজের ফলে মার্কেট ইম্প্যাক্ট কখনোই ভিন্ন ভিন্ন হতোনা। আমরা সবাই জানি রেট বাড়ানো হলে কারেন্সি শক্তিশালী হয়, কিন্তু প্রায়ই দেখা যায় রেট বাড়ানোর পরেও কারেন্সি দূর্বল হচ্ছে।
তাহলে সঠিক মার্কেট মুভমেন্টের কারন কি ?? ফান্ডামেন্টাল নাকি টেকনিক্যাল??
আমি মনে করি আসল কারন এদের একটাও না, আবার দুজনেই। মূলত বিগ ইনভেস্টর, বিগ বিগ ব্যাংকের ট্রেডের ফলেই মার্কেট মুভমেন্ট হয়ে থাকে, আবার ট্রেন্ড চেঞ্জসহ সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেক করে নতুন ট্রেন্ড তৈরী সবই হয় ট্রেডারস সেন্টিমেন্ট এর কারনে। মূলত মার্কেট মুভ করার মেইন কারন হচ্ছে ট্রেডারস এবং ইনভেস্টর সেন্টিমেন্ট। ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল বিষয়গুলো মুলত মার্কেট মুভমেন্টের নিয়ামক বা সহায়ক বা সাপোর্টিং হিসেবে কাজ করে।
কোনো কারেন্সির রেট বা মনিটারি পলিসির পরিবর্তনের ফলে মার্কেটের সমসাময়িক টেকনিক্যাল অবস্থান বিবেচনায় নিয়ে ইনভেস্টর এবং ট্রেডারদের সেন্টিমেন্ট যেদিকে বেশি থাকে মার্কেট মূলত সেদিকেই মুভ করে।
তাই আমরা কখনোই শুধুমাত্র ফান্ডামেন্টাল বা শুধুমাত্র টেকনিক্যাল বিষয়গুলোকে মার্কেট মুভমেন্টের একমাত্র কারণ বলতে পারিনা। মূলত এ দুটোকে ট্রেডারস সেন্টিমেন্ট নির্ধারণের সহায়ক ডাটা বলতে পারি মাত্র।।।
দিন শেষে ফরেক্স মার্কেট তার আপন গতিতেই চলে। মাঝে মাঝে ফ্ল্যাশ ক্রাশ , ব্রেক্সিট ইস্যুর মত ঝড় এসে সকল এনালাইসিস উল্টাপাল্টা করে দিয়ে যায়। তাই অবশ্যই সঠিক মানি ম্যানেজমেন্ট ফলো করে সঠিক ফান্ডামেন্টাল রিজন এবং টেকনিক্যাল কনফার্মেশন সহ ট্রেডে এন্ট্রি নেওয়ার জন্য ধৈর্য্য ধারণ করে অপেক্ষা করা উচিৎ।
15957
এটা নিয়ে আমরা নিজেরাই অনেক দ্বন্দ্বে পরে যাই, আবার ঝামেলাতেও জড়িয়ে পরি। কেউ বলি মার্কেটের মুভমেন্ট হয় শুধুমাত্র ফান্ডামেন্টাল কারণে, আবার কেউবা বলি মার্কেট মুভমেন্ট হয় শুধুমাত্র টেকনিক্যাল কারনে। ।।
ফরেক্স মার্কেটে ফান্ডামেন্টাল বিষয়গুলো হলো, ঐ দেশের সমসাময়িক অর্থনৈতিক অবস্থা, বৈদেশিক বানিজ্য এবং ঋণ, লেবার মার্কেটের অবস্থা,মনিটারি পলিসি, ব্যাংক রেট, ইনফ্লাশন রেট ইত্যাদি সহ সামষ্টিক এবং ব্যাষ্টিক অর্থনৈতিক বিষয়সমূহ সহ সবধরণের রাজনৈতিক বিষয়সমূহ । ।
আর টেকনিক্যাল বিষয়গুলো হলো, চার্ট প্যাটার্ন, ট্রেন্ড, সাপোর্ট - রেজিস্ট্যান্স, সুয়ং লেভেল, ইন্ডিকেটর সহ বিভিন্ন ক্যান্ডেল স্টিক বিষয়সমূহ।।
এখন নিজেই একটু ভেবে বের করুন তো, কে মূলত মার্কেট মুভার?? ফান্ডামেন্টাল নাকি টেকনিক্যাল??
যদি শুধুমাত্র টেকনিক্যাল কারনেই মার্কেট মুভ করতো তাহলে সবসময়ই মার্কেট নির্দিষ্ট রেঞ্জের মধ্যেই ঘোরাঘুরি করতো, কখনো একটা লেভেল ভেঙে বা একটা হাই - লো ভেঙে নতুন নতুন হাই লো ক্রিয়েট হতোনা। আসলে টেকনিক্যাল প্যাটার্ন হচ্ছে মূলত চার্ট বেজড এনালাইসিস, যা কিনা মার্কেট মুভমেন্টের অতীত বর্তমান হিস্টোরিসহ বিভিন্ন লেভেল সমূহের গ্রাফিকাল আউটপুট।
যদি টেকনিক্যাল কারনে মার্কেটের মুভমেন্ট না হয় তাহলে কি আমরা বলতে পারি ফান্ডামেন্টাল কারনে মার্কেটের মুভমেন্ট হয়?? এটাও পুরোপুরি সত্যি না। যদি শুধুমাত্র ফান্ডামেন্টাল কারনে মার্কেটের মুভমেন্ট হতো তাহলে কখনোই একই নিউজের ফলে মার্কেট ইম্প্যাক্ট কখনোই ভিন্ন ভিন্ন হতোনা। আমরা সবাই জানি রেট বাড়ানো হলে কারেন্সি শক্তিশালী হয়, কিন্তু প্রায়ই দেখা যায় রেট বাড়ানোর পরেও কারেন্সি দূর্বল হচ্ছে।
তাহলে সঠিক মার্কেট মুভমেন্টের কারন কি ?? ফান্ডামেন্টাল নাকি টেকনিক্যাল??
আমি মনে করি আসল কারন এদের একটাও না, আবার দুজনেই। মূলত বিগ ইনভেস্টর, বিগ বিগ ব্যাংকের ট্রেডের ফলেই মার্কেট মুভমেন্ট হয়ে থাকে, আবার ট্রেন্ড চেঞ্জসহ সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেক করে নতুন ট্রেন্ড তৈরী সবই হয় ট্রেডারস সেন্টিমেন্ট এর কারনে। মূলত মার্কেট মুভ করার মেইন কারন হচ্ছে ট্রেডারস এবং ইনভেস্টর সেন্টিমেন্ট। ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল বিষয়গুলো মুলত মার্কেট মুভমেন্টের নিয়ামক বা সহায়ক বা সাপোর্টিং হিসেবে কাজ করে।
কোনো কারেন্সির রেট বা মনিটারি পলিসির পরিবর্তনের ফলে মার্কেটের সমসাময়িক টেকনিক্যাল অবস্থান বিবেচনায় নিয়ে ইনভেস্টর এবং ট্রেডারদের সেন্টিমেন্ট যেদিকে বেশি থাকে মার্কেট মূলত সেদিকেই মুভ করে।
তাই আমরা কখনোই শুধুমাত্র ফান্ডামেন্টাল বা শুধুমাত্র টেকনিক্যাল বিষয়গুলোকে মার্কেট মুভমেন্টের একমাত্র কারণ বলতে পারিনা। মূলত এ দুটোকে ট্রেডারস সেন্টিমেন্ট নির্ধারণের সহায়ক ডাটা বলতে পারি মাত্র।।।
দিন শেষে ফরেক্স মার্কেট তার আপন গতিতেই চলে। মাঝে মাঝে ফ্ল্যাশ ক্রাশ , ব্রেক্সিট ইস্যুর মত ঝড় এসে সকল এনালাইসিস উল্টাপাল্টা করে দিয়ে যায়। তাই অবশ্যই সঠিক মানি ম্যানেজমেন্ট ফলো করে সঠিক ফান্ডামেন্টাল রিজন এবং টেকনিক্যাল কনফার্মেশন সহ ট্রেডে এন্ট্রি নেওয়ার জন্য ধৈর্য্য ধারণ করে অপেক্ষা করা উচিৎ।
15957