PDA

View Full Version : ডিসেম্বরেই সেকেন্ডারি মার্কেট চালু করতে চায় সরকার



DhakaFX
2021-11-17, 01:00 PM
সরকারি সিকিউরিটিজ তথা বিল-বন্ড ক্রয়-বিক্রয় কার্যক্রম শক্তিশালী করতে চলতি বছরের ডিসেম্বরেই সেকেন্ডারি মার্কেট চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে এরই মধ্যে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পরীক্ষামূলকভাবে একটি সরকারি (ট্রেজারি) বন্ডের লেনদেন হয়েছে। এটি সফল হলে আগামী মাস থেকে দেশের দুই পুঁজিবাজারে পুরোদমে এ কার্যক্রম চালু হবে।
সম্প্রতি স্টক এক্সচেঞ্জের ট্রেডিং প্লাটফর্মে ট্রেজারি বিল ও বন্ড ক্রয়-বিক্রয় বাস্তবায়নের অগ্রগতিবিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট ও সামষ্টিক অর্থনীতি) মো. এখলাছুর রহমান। সভায় বলা হয়, বাংলাদেশে সেকেন্ডারি মার্কেটে সরকারি সিকিউরিটিজগুলোর চাহিদা থাকলেও এ কার্যক্রম শুধু বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সম্পাদনা হচ্ছে। ফলে সরকারি সিকিউরিটিজের সেকেন্ডারি ট্রেডিং এখনো আশানুরূপভাবে সম্প্রসারিত হয়নি। বন্ড মর্কেটের সম্প্রসারণ ও এর সুষ্ঠু ব্যবস্থাপনা এবং একটি মার্কেট বেইজড ইল্ড কার্ভের জন্য সরকারি সিকিউরিটিজের সেকেন্ডারি ট্রেডিং আরো বিস্তৃত করা প্রয়োজন বলে সভায় আলোচনা করা হয়।
অর্থ বিভাগ বলছে, আন্তর্জাতিক সুচর্চা অনুসরণে বাংলাদেশের বন্ড মার্কেটকে শক্তিশালী করে তোলার জন্য সেকেন্ডারি প্লাটফর্মে ট্রেজারি বিল ও বন্ডের সহজলভ্যতা নিশ্চিত করা প্রয়োজন। তাই সরকারি বিল-বন্ডগুলো সেকেন্ডারি মার্কেটে ক্রয়-বিক্রয়ের জন্য অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এ কার্যক্রম শুরু করতে দুই স্টক এক্সচেঞ্জ যেকোনো সিকিউরিটিজ লিস্টিংয়ের পর তা ট্রেডিংয়ের জন্য তাদের ডিপোজিটরি সংস্থা সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সঙ্গেও বাংলাদেশ ব্যাংকের ডাটাবেজের লিংক করতে হবে।
15976