PDA

View Full Version : আমরা প্রায় প্রত্যেকেই মিলিয়নিয়ার হতে চাই!



EmonFX
2021-11-17, 05:12 PM
ব্যর্থ হওয়ার পর হাজারটা অজুহাত লক্ষ জন শুনবে, কিন্তু কেউ আমাকে সফল করে দেবে না। সর্বোপরি আমি ই ব্যর্থ হব। আমি কি পারব আর কি পারব না তা কেবল আমি ই দেখিয়ে দিতে পারব। আমার জীবনের সবকিছু আমাকেই করতে হবে। তাই কার নেগেটিভ ভবিষ্যত বাণী আমি কানে নেইনা।
ইতিহাস আমাকে রচনা করতে হবে না বরং আমাকে নিয়েই ইতিহাস রচিত হবে। জীবন যদি আমার হয়, সফলতা-ব্যর্থতা সবই যদি আমার হয়,তাহলে আমি কি পারব আর পারবন না তার নির্ধারক কেন অন্য কেউ হবে?

৭ বছর থেকে প্রায় ২৫ বছর পর্যন্ত পড়াশুনা করে আপনি যে ১০ হাজার টাকা বেতনের চাকুরি পাবেন এটার নিশ্চয়তা নেই,,, কিন্তু আপনি যদি কষ্ট করে ২ থেকে ৫ বছর শেখার মানসিকতা নিয়ে ট্রেড Practice করেন। আমি বিশ্বাস করি আপনি সফল হবেনই শুধু সফল বললে ভুল হবে। Possible to be a Millionaire. তবে সেই কষ্ট টা কয়জনই বা করতে পারবে..

samun
2022-08-21, 04:10 PM
আসলে ভাই আমাদের মেইন সমস্যা হলো আমরা কেউ কারোর উন্নতি সহ্য করতে পারি না আপনি আসলে অপর এক ভাইকে যেভাবে ইমপ্রেস করেছেন আমাদের প্রত্যেকের উচিত ফর এক্সকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং একে অপরকে ফরেক্স সম্পর্কে জানানো যাতে করে আমাদের দেশ সমাজ ও জাতিগতভাবে বেকারকে দূর করে দেশকে উন্নয়নের দিকে ধাবিত করতে পারি যখন আমি মিলিওনারী হতে পারব তখন আমি আমার দেশের জন্য কিছু করতে পারবো তাই আমি মনে করি ফরেক্স মার্কেটে যদি একটি প্ল্যাটফর্ম তৈরি করতে হয় তবে অবশ্যই ফোর এক্স এর সাথে জড়িত হতে হবে এবং এ কাজে নিজেকে বিলীন করে দিতে হবে