Log in

View Full Version : ব্রিটিশ মূল্যস্ফীতির হার ১০ বছরের সর্বোচ্চে



kohit
2021-11-18, 01:01 PM
আবাসন খাতে বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ায় অক্টোবরে যুক্তরাজ্যে মূল্যস্ফীতির হার ১০ বছরের সর্বোচ্চে পৌঁছেছে। ফলে আগামী মাস থেকে ব্যাংক অব ইংল্যান্ড সুদের হার বাড়াতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। খবর রয়টার্স।

অক্টোবরে ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি ৪ দশমিক ২ শতাংশে পৌঁছেছে, যেখানে গত সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার ছিল ৩ দশমিক ১ শতাংশ। এ মূল্যস্ফীতির হার অর্থনীতিবিদদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। এর আগে ব্যাংক অব ইংল্যান্ড ও রয়টার্সের জরিপে অর্থনীতিবিদরা ৩ দশমিক ৯ শতাংশ মূল্যস্ফীতির পূর্বাভাস দিয়েছিলেন।

যুক্তরাজ্যের বহুজাতিক পেশাদার পরিষেবা নেটওয়ার্ক কেপিএমজির প্রধান অর্থনীতিবিদ ইয়ায়েল সেলফিন বলেন, যুক্তরাজ্যে মূল্যস্ফীতির যে তথ্য পাওয়া গেছে, তা ব্যাংক অব ইংল্যান্ডকে মুদ্রানীতি কঠিন করতে উৎসাহ দেবে।

যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রিশি সুনাক বলেন, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি কেবল যুক্তরাজ্যের সমস্যা নয়। সমস্যার সমাধানে দেশটির সরকার বিদ্যুতের ব্যবহার কমাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এজন্য দেশটির সরকার কভিড-১৯ সংক্রান্ত অধিকাংশ জরুরি সহায়তা বন্ধ করে দিয়েছে।


যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিসের তথ্যানুযায়ী, অক্টোবরে মূল্যস্ফীতির অন্যতম কারণ হচ্ছে বিদ্যুৎ বিলের ওপর থেকে রেগুলেটরি ক্যাপ তুলে নেয়া। সেই সঙ্গে চলতি বছর ভোক্তা পর্যায়ে গ্যাসের মূল্য ২৮ দশমিক ১ শতাংশ বেড়েছে।

বণিক বার্তা