PDA

View Full Version : বৈদ্যুতিক গাড়িতে ভর্তুকি দ্বিগুণ করছে জাপান!



DhakaFX
2021-11-28, 02:39 PM
দেশের মানুষ যেন আরো বেশি পরিমাণে বৈদ্যুতিক গাড়ি কিনতে পারে সেজন্য প্রণোদনার পরিমাণ দ্বিগুণ করতে যাচ্ছে জাপান। মূলত যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারের সঙ্গে প্রতিযোগিতা করতেই এ উদ্যোগ নেয়া হচ্ছে। বিশ্বের অন্যান্য উন্নত অর্থনীতির দেশের সঙ্গে তাল মিলিয়ে জাপানও বৈদ্যুতিক গাড়ি চার্জিংয়ের অবকাঠামোগুলোয় ভর্তুকি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য দেশটির সরকার চলতি অর্থবছরের জন্য সম্পূরক বাজেটে ৩২ কোটি ৯০ লাখ ডলার ভর্তুকি হিসেবে বরাদ্দ দিতে চায়। বৈদ্যুতিক গাড়ির জন্য ভর্তুকির পরিমাণ ৮ লাখ ইয়েন পর্যন্ত দেয়া হতে পারে। এ প্রকল্পের আওতায় প্লাগ ইন হাইব্রিড ও ফুয়েল সেল বাহনগুলোকেও নেয়া হবে। গোটা বিশ্বই যখন জীবাশ্ম জ্বালানিভিত্তিক গাড়ি থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তখন জাপানেরও আশা যে, তার দেশের মানুষ দ্রুত বৈদ্যুতিক গাড়ি গ্রহণ করবে। যদিও এখন পর্যন্ত সে বিষয়ে তেমন অগ্রগতি দেখা যায়নি। গত বছর জাপানে যে পরিমাণ গাড়ি বিক্রি হয়েছে তার মাত্র ১ শতাংশ ছিল বিদ্যুচ্চালিত। ২০৩৫ সালের মধ্যে জাপানে বিক্রি হওয়া সব যাত্রীবাহী পরিবহনকে পরিবেশবান্ধব বাহনে পরিণত করতে চায় জাপান। এ লক্ষ্যে হাইব্রিড গাড়িগুলোও রয়েছে, যা বৈদ্যুতিক গাড়ির চাইতেও বেশি জনপ্রিয়। ৩০ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ির জন্য ভর্তুকি দিতে গেলে জাপান সরকারকে আরো আড়াই হাজার কোটি ইয়েন ব্যয় করতে হবে।
16078