Rakib Hashan
2021-12-06, 01:33 PM
অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মের প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য লিসেনিং কন্ট্রোল ফিচার চালু করেছে ভিডিও স্ট্রিমিং ও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব। খবর ওড়িশাপোস্ট।৯টু৫গ গলের প্রতিবেদন অনুযায়ী, লিসেনিং কন্ট্রোল ফিচার ভিডিও উইন্ডোর নিচে থাকা সবকিছু স্পার্স শিটের মাধ্যমে পরিবর্তন করে দেয়। এখানে প্লে/পজ, নেক্সট/প্রিভিয়াস ও ১০ সেকেন্ডে রিওয়াইন্ড (পেছনে যাওয়া)/ফরওয়ার্ড (সামনে যাওয়া) হচ্ছে প্রধান বাটন।লিসেনিং কন্ট্রোল ফিচার ব্যবহারের মাধ্যমে ইউটিউব অ্যাপ ব্যবহারকারীরা তাদের প্লেলিস্টে পছন্দের নতুন গান যুক্ত করতে পারবে। বর্তমানে অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মের সাধারণ ব্যবহারকারীরা ফিচারটি ব্যবহার করতে পারছেন।
গুগল প্লে-স্টোর থেকে এখন পর্যন্ত ব্যবহারকারীরা ইউটিউব অ্যাপটি ১০ বিলিয়ন বা এক হাজার কোটিবারের বেশিবার ডাউনলোড করেছে। বর্তমানে অধিকাংশ স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের ডিভাইসে ইউটিউব অ্যাপটি বিল্ট ইন দেয়। লিসেনিং কন্ট্রোল ফিচার ছাড়াও কিছুদিন আগে সুপার থ্যাংকস নামে আরেকটি ফিচার চালু করেছে প্লাটফর্মটি। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পছন্দের কনটেন্ট নির্মাতাদের টিপস দিতে পারবে।
16132
গুগল প্লে-স্টোর থেকে এখন পর্যন্ত ব্যবহারকারীরা ইউটিউব অ্যাপটি ১০ বিলিয়ন বা এক হাজার কোটিবারের বেশিবার ডাউনলোড করেছে। বর্তমানে অধিকাংশ স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের ডিভাইসে ইউটিউব অ্যাপটি বিল্ট ইন দেয়। লিসেনিং কন্ট্রোল ফিচার ছাড়াও কিছুদিন আগে সুপার থ্যাংকস নামে আরেকটি ফিচার চালু করেছে প্লাটফর্মটি। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পছন্দের কনটেন্ট নির্মাতাদের টিপস দিতে পারবে।
16132