PDA

View Full Version : হুয়াওয়ের ইলেক্ট্রিক কার এভাটার বাজারে আনছে



BDFOREX TRADER
2021-12-07, 01:37 PM
চাইনিজ টেক জায়ান্ট হুয়াওয়ে বাজারে আনছে তাদের ২য় ইলেক্ট্রিক কার এভাটার।এই গাড়িটি একবার চার্জ করলে ৭০০ কিলোমিটার চলবে। অনায়াসে ঢাকা থেকে টেকনাফ যাওয়া যাবে। এতে ব্যাটারি সরবরাহ করছে ওয়ান অফ দ্য লিডিং ব্যাটারি ম্যানুফ্যাকচারার CATL। যারা Tesla, Toyota, BMW, Honda, Volkswagen, Volvo সহ বিখ্যাত নামীদামী ব্র*্যান্ড এর গাড়িতে ব্যাটারি সরবরাহ করে।আরেক চাইনিজ টেক জায়ান্ট শাওমি ও হুয়াওয়ে মিলে ব্যাটারি কোম্পানি CATL এর মালিকানা কিনে নিয়েছে। ভবিষ্যতে এই কোম্পানিটি শাওমির ইলেক্ট্রিক কারের ব্যাটারিও সরবরাহ করবে।হুয়াওয়ের এভাটার গাড়িটি হুয়াওয়ের নিজস্ব হারমোনি অপারেটিং সিস্টেম ও অটোমেটিক ড্রাইভিং সফটওয়ার ব্যবহার করবে। যার ফলে ড্রাইভার ছাড়াই চলতে পারবে এই গাড়িটি।এই গাড়িতে ২ ধরণের চার্জিং সিস্টেম আছে।ফাস্ট চার্জিং এ ১ ঘন্টায় পুরো ব্যাটারি চার্জ করা যায়।স্লো চার্জিং এ ৬ ঘন্টায় পুরো ব্যাটারি চার্জ করা যায়।হুয়াওয়ে তাদের গাড়িতে ১০ লাখ কিলোমিটার ব্যাটারি গ্যারান্টি দিচ্ছে।গাড়িটির দাম রাখা হয়েছে ৪৭০০০ ডলার বা ৪০ লাখ টাকা।
16145