PDA

View Full Version : আইফোন ১৩-এর উৎপাদন কমেছে ২০%



kohit
2021-12-09, 02:57 PM
গত সেপ্টেম্বর থেকে অক্টোবরে অ্যাপলের আইফোন ১৩ উৎপাদন কমেছে ২০ শতাংশ। বিষয় সম্পর্কে অবগত কয়েকটি সূত্রের বরাতে গতকাল এ তথ্য প্রকাশ করেছে নিক্কেই এশিয়া।

সাধারণত ছুটির মৌসুম সামনে রেখে প্রতি বছরের এ সময়টায় অ্যাপলের বিক্রি চাঙ্গা থাকে। ক্রিসমাসের আগে প্রিয়জনকে উপহার দেয়ার জন্য অ্যাপলের পণ্যসামগ্রী কেনেন গ্রাহকরা। সেজন্য এ সময়টায় নতুন পণ্য উন্মোচন করতে দেখা যায় ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোভিত্তি এ প্রযুক্তি জায়ান্টকে। এবারো তার ব্যতিক্রম হয়নি। গত সেপ্টেম্বরে আইফোন ১৩ সিরিজের চারটি স্মার্টফোন, নতুন আইপ্যাডসহ বেশকিছু পণ্য উন্মোচন করে অ্যাপল। কিন্তু বৈশ্বিক চিপস্বল্পতা ও সরবরাহ চেইন সংকটের কারণে পণ্য সরবরাহ নিশ্চিতে হিমশিম খাচ্ছে অ্যাপল।

গত অক্টোবরে অ্যাপলের সিইও টিম কুক বার্তা সংস্থা রয়টার্সের কাছে স্বীকার করেছেন, সরবরাহ চেইন সংকটের কারণে চতুর্থ প্রান্তিকে আগের প্রান্তিকের চেয়ে কম বিক্রির আশঙ্কা রয়েছে।

নিক্কেই এশিয়ার অন্য এক প্রতিবেদনে বলা হয়, চীনে জ্বালানি সংকটের কারণে আইফোন ও আইপ্যাডের অ্যাসেম্বলি কারখানায় গত অক্টোবরে বেশ কয়েক দিন কার্যক্রম বন্ধ ছিল। এক দশকেরও বেশি সময় পর এ রকম পরিস্থিতির মুখোমুখি হলো অ্যাপল।

বণিক বার্তা