PDA

View Full Version : 'প্রকৃতিতেই শান্তি' থিমে ১ মিনিটের মোবাইল ফিল্ম উৎসব



BDFOREX TRADER
2021-12-13, 11:50 AM
মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২১-এর জুরি এ বছর ১২ জন বিজয়ীর নাম ঘোষণা করেছে। এবারের থিমটা ছিল বেশ চ্যালেঞ্জিং- 'মেকিং পিস উইথ নেচার'। বিজয়ীদের মধ্যে তিনজন ইরানের এবং দুজন ফ্রান্সের। ভুটানের উঁচু তুষার শৃঙ্গ থেকে ইরানের শুষ্ক, পাথুরে ভূখণ্ড বা গরুর পেটের অভ্যন্তর- কি নেই এই প্রতিযোগিতায়। যদিও কেউ কেউ হাস্যকর বা ব্যঙ্গাত্মক অ্যাঙ্গেল গ্রহণ করে। তবে বেশির ভাগই এমন একটি অন্ধকার ভবিষ্যতের আভাস দেয়, যা ভবিষ্যত প্রজন্মের জন্য অপেক্ষা করছে- যদি মানুষ এখনো গ্রহটিকে বাঁচাতে কাজ না করে।
http://forex-bangla.com/customavatars/278016666.jpg
একটি নির্বাচিত থিম মেনে মোবাইল ফোন ব্যবহার করে ১ মিনিটের ফিল্ম তৈরির এই মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল কনসেপ্ট এখন তার ১৭তম বছরে। আয়োজকরা বলছেন যে এটি ব্যয়বহুল সরঞ্জাম ছাড়াই সর্বাধিক সৃজনশীলতার দুয়ার খুলে দেয়। আয়োজকরা এ বছর ৯২টি দেশ থেকে প্রায় ৭০০ এন্ট্রি পান। এর মধ্য থেকে চূড়ান্ত বাছাইয়ে ৩৪টি দেশের ৫০টি চলচ্চিত্র তাঁদের পছন্দ হয়। যার মধ্যে মাত্র ১২ জনের মাথায় বিজয়ীর মুকুট। মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল জাতিসংঘ উন্নয়ন তহবিল (ইউএনডিপি) এর অংশীদারত্বে চালু করা হয়। যার লক্ষ্য দারিদ্র্য দূর, বৈষম্য হ্রাস এবং টেকসই উন্নয়নের প্রচার।