PDA

View Full Version : লিরার অবমূল্যায়নের নতুন রেকর্ড



FXBD
2021-12-15, 12:55 PM
তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমাতে পারে—এমন আশঙ্কায় আরো একবার কমেছে দেশটির মুদ্রা লিরার দর। ডলারের বিপরীতে এবারো অবমূল্যায়নের রেকর্ড করেছে লিরা। চলতি বছরের শুরুতে লিরার যে দর ছিল, এখন ঠিক তার অর্ধেকে নেমেছে। গত মাসে দেশটির মূল্যস্ফীতির হার ছিল ২১ দশমিক ৭ শতাংশ। মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার পরও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বারবার কেন্দ্রীয় ব্যাংককে সুদের হার কমাতে চাপ দিচ্ছেন। ফলে কয়েক দফায় কমেছে লিরার দর। রয়টার্সের করা এক জরিপে অর্থনীতিবিদরা প্রত্যাশা করছেন, তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক এ সপ্তাহে সুদের হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ১৪ শতাংশ করবে। গত কয়েক মাসের মধ্যে চতুর্থ দফায় কমানো হচ্ছে এ হার। তুরস্কের প্রেসিডেন্ট ও তার মিত্ররা মনে করেন, সুদের হার কমানো হলে দেশটির অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে ও বিনিয়োগ বাড়বে। কিন্তু বেশির ভাগ অর্থনীতিবিদই এ পদ্ধতিকে অকার্যকর বলে মনে করেন। সরকারের এ সিদ্ধান্তকে বেপরোয়া বলেও মনে করেন তারা।
16220