PDA

View Full Version : বিশ্বের সবচেয়ে দামি রোলস রয়েস গাড়ি



FXBD
2021-12-20, 02:07 PM
16245
রোলস রয়েস গাড়ি মানেই যে তার দাম কয়েক কোটি টাকা হবে। সেটাই স্বাভাবিক। এবার বিশ্বের সবচেয়ে দামি রোলস রয়েস গাড়ির দাম ২’শ কোটি টাকা। গাড়িটিতে রয়েছে বোট টেইল। গাড়িটি তৈরী করেছে বৃটিশ অটো মোবাইল কোম্পানি রোলস রয়েস। টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের রোলস রয়েসের নতুন মডেল। নতুন রোলস রয়েসের মডেলকে অন্যান্য ফ্যানটম বা ঘোস্টের সঙ্গে গুলিয়ে ফেললে বোধ হয় ভুল হবে। কারণ এটি 2021 Rolls-Royce Boat Tail । সম্পূর্ণ নতুন মডেলের এই গাড়ি লম্বায় প্রায় ১৯ ফুট! তবে হ্যাঁ, মাত্র তিনটি রোলস রয়েস বোট টেলই তৈরি করবে বৃটিশ অটো মোবাইল কোম্পানি রোলস রয়েস সংস্থাটি। গাড়ির মূল আকর্ষণ বোধ হয় এর রিয়ার অংশে। অনেকটা বোট-এর মতোই দেখতে এর ব্যাক। দুটি দামি কাঠের ঢাকনার তলায় রয়েছে দুটি কম্পার্টমেন্ট। অনেকটা প্রজাপতির ডানার মতো করে খোলে ডিকি-দুটি। রোলস রয়েসের মোটর কারের প্রধান নির্বাহী টর্স্টেন মুলার-ওভোস বলেছেন Torsten Muller-Otvos, ইতিহাসের সবচেয়ে স্মরণীয় গাড়ি। গাড়ির অন্দরে রয়েছে শ্যাম্পেন কুলার, দামি ক্রিস্টালের গ্লাস, খাবার রাখার জায়গা। আর গান শোনার জন্য রয়েছে ১৫টি স্পিকারের অত্যাধুনিক ও দামি সাউন্ড সিস্টেম।
এই কম্পার্টমেন্টের ভিতর থেকেই বেরিয়ে আসে একটি বেশ বড় আকারের ছাতা। এক্ষেত্রে বলে রাখি, এই ছাতার দামই একটি সাধারণ গাড়ির সমান। বিলিয়নেয়ারদের পিকনিকের সুব্যবস্থা রয়েছে এর সেটআপে। আর সেটি খুললেই ভিতর থেকে বেরিয়ে আসে একটি আউটডোর সেটআপ। পিকনিকে যাতে বসতে অসুবিধা না হয়, তার জন্য রয়েছে দুটি ফোল্ডিং চেয়ারও। তার ফ্রেম কার্বন ফাইবারের। এর আগে রোলস রয়েসের সবচেয়ে দামি মডেল ছিল রোলস রয়েস সোয়েপ্ট টেল। কিছুটা সেটির সঙ্গে এর ডিজাইনে মিল রয়েছে। এছাড়া ১৯৩০-এর দশকের রোলস রয়েস মডেলের গাড়িগুলির রিয়ার ডিজাইন থেকেই এটি অনুপ্রাণিত। তবে বিশ্বের সবচেয়ে দামি মাস্টার পিস গাড়িটি কে কিনছেন তা শিঘ্রই জানা যাবে।
16246