PDA

View Full Version : গাড়ি ইমপোর্ট কিভাবে করতে হয়?



DhakaFX
2021-12-23, 01:55 PM
16282
গাড়ি যে কেউ চাইলেই ইমপোর্ট করতে পারবেনা। ইমপোর্ট করার জন্য ইমপোর্ট লাইসেন্স থাকা লাগবে। ঝামেলা এইখানেই শেষ না,এই আমদানি লাইসেন্সের জন্য ট্রেড লাইসেন্স, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট,ব্যাং একাউন্ট, বারভিডার মেম্বারশিপ, টি আই এন সার্টিফিকেট,পোর্ট র সাথে ভাল জানাশোনা থাকতে হবে। তার থেকেও বড় ব্যাপার ইমপোর্ট করতে গেলে অবশ্যই জাপানে আপনার পরিচিত কেউ লাগবেই। কারণ গাড়ি কেনার পর অনেক অনেক কাজ থাকে যেগুলো করার জন্য ওখানে আপনার পরিচিত মানুষের দরকার হবে। গাড়ি কেনার পর JAAI সার্টিফিকেট ইস্যু করা, Cancellation নেওয়া, শিপিং, লোকাল গভমেন্ট এর কাজ ইত্যাদি অনেক প্রসিডিওর থাকে যেগুলো কেউ একজনকে ফিজিক্যালি করতে হবে। এগুলো সব যদি ম্যানেজ করতে পারেন তাহলে গাড়ি পোর্ট পর্যন্ত আসবে । পোর্টে আসার পর পোর্ট থেকে ছাড়ানো মুল বিষয়।