PDA

View Full Version : জেটপ্যাক, উড়ন্ত গাড়ি ও ট্যাক্সি ড্রোন



kohit
2021-12-26, 05:17 PM
আকাশে ফানুসের মতো ভাসছে গাড়ি। নেই কোনো যানজটের আশঙ্কা। ড্রোনে চেপে অফিসে যাচ্ছে মানুষ। এসব ঘটনা এখন আর বৈজ্ঞানিক কল্পকাহিনীর পর্যায়ে নেই। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে শূন্যে ভাসছে প্রাইভেট কার। ধারণাটি অ্যাডভান্সড এয়ার মোবিলিটি (এএএম) বাজারের অংশ। ২০২৫ সাল নাগাদ এএএমের বাজারমূল্য ১ হাজার ৭০০ কোটি ডলার হবে বলে আশা করা হচ্ছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, নগরায়ণের ফলে শহরে ভিড় বেড়েছে। দালান ও জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে ট্রাফিকের ভিড়ে বিপর্যস্ত জনজীবন। মাত্র কয়েক দশকেও যে ভাবনা অসম্ভবপর ছিল, তা সত্যি করে উন্নত প্রযুক্তিবলে আকাশে যানবাহন চলাচল শুরু হবে অদূর ভবিষ্যতেই। রয়টার্সকে দেয়া এক সাক্ষাত্কারে বিদ্যুচ্চালিত উড়ন্ত ট্যাক্সি নিয়ে কাজ করা উইস্কের এশিয়া-প্যাসিফিকের পরিচালক অ্যানা কমিনিক বলেন, আমরা এভাবে সড়ক পরিবহন ব্যবহার করা চালিয়ে যেতে পারি না। থ্রিডি মোবিলিটি অপরিহার্য হয়ে উঠেছে।

বোয়িং করপোরেশন ও কিটি হক করপোরেশনের যৌথ উদ্যোগে তৈরি হয় উইস্ক। চার বছর ধরে নিউজিল্যান্ডের টেকাপোতে সংস্থাটি একটি স্বচালিত বৈদ্যুতিক উড়োজাহাজ কোরার পরীক্ষা চালাচ্ছে। জনসাধারণের এয়ার ট্যাক্সি ব্যবহারের অনুমোদন পেতে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশ সহ কিছু নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে যোগাযোগ করছে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুই আসনবিশিষ্ট এয়ার ট্যাক্সিটি ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে ৪০ কিলোমিটার বা ২৫ মাইলের ঊর্ধ্বে ভ্রমণ করতে সক্ষম।

চলতি বছরের ৫ নভেম্বর একটি প্যানেল আলোচনায় কমিনিক বলেন, ২০৩০ সালের মধ্যে পৃথিবীর জনসংখ্যার ৬৭ শতাংশ শহরবাসী হবে। ভূতাত্ত্বিক গঠনের কারণে শহরে চলাচল করা দুঃসাধ্য হয়ে পড়বে। নতুন করে শহর পরিকল্পনা করাও ব্যয়বহুল হবে। কাজেই চলাচলের জন্য অবশ্যই আকাশের মুখাপেক্ষী হতে হবে।

বণিক বার্তা