SaifulRahman
2021-12-28, 01:10 PM
এতদিন ধরে কেবল দুই চোখে আমরা দেখেছি, কানে শুনেছি এর শব্দ। জাপানি বিজ্ঞানী হোমেই মিয়াশিতা এই বিষয়কে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন। তিনি এমন এক টিভির স্ক্রিন উদ্ভাবন করেছেন, যেটা চেটে চেটে স্ক্রিনে দেখানো খাবারের স্বাদই পাওয়া সম্ভব! টেস্ট দ্য টিভি (Taste the TV), সংক্ষেপে টিটিটিভি (TTTV) নামের এই টিভি ইতোমধ্যেই সাড়া ফেলে দিয়েছে গোটা বিশ্বে। বিশেষ ধরনের টিভি স্ক্রিন, যা চেটে চেটে টিভিতে দেখানো খাবারের স্বাদই নিতে পারবেন আপনি। সেটাও বিশ্বের যেকোনো প্রান্তে বসেই! এর নাম টেস্ট দ্য টিভি (Taste The TV), সংক্ষেপে টিটিটিভি (TTTV)। কীভাবে কাজ করে এটা? জানতে দেখে নিন 'এখন টিভির স্ক্রিন চেটেই পাবেন খাবারের টেস্ট' ভিডিওটি।
https://www.youtube.com/watch?v=kKxP9AYgvFE
https://www.youtube.com/watch?v=kKxP9AYgvFE