PDA

View Full Version : শেয়ার মার্কেটে বিনিয়োগ করার নিয়ম!



DhakaFX
2021-12-30, 12:56 PM
আমাদের দেশের শেয়ার বাজারের সবচেয়ে দূর্বল দিক হলো এখানে অধিকাংশ মানুষ মনে করে লাভ করা আসলে খুব সহজ। আর লস হলে - ওটার জন্য মার্কেট দায়ী...সাথে আরো অনেক কিছু এড হয়।
ফলে কেউ যদি "লাভ"করেও ফেলে -এটার মর্ম না বোঝার কারনে ভবিষ্যতে চড়া মূল্য দিতে হয়। আর যারা লস করে তারা নিজেই দায়ী হতে পারে বিষয় টা চিন্তায় আনেন না।
ফলশ্রুতিতে- "বিনিয়োগকারী" এবং " বাজার" উভয়ের "পারফরম্যান্স" হতাশাজনক।
মূল বক্তব্যঃ
এবার আসুন বিষয়ের আরো গভীরে প্রবেশ করা যাক। আমরা যদি কোন ব্যাবসা শুরু করতে যাই, ওটার সম্পর্কে চুলচেড়া বিশ্লেষণ করি, তারপর মাঠে নামি কিন্তু শেয়ারের বেলায় এসবের কিছু দরকার নেই শুধু একটা ভালো আইটেম হলেই তো মানি "ডবল"। শুধু তাই নয় অনেক "আইটেম বাবা" বা "Z Master" আছে যারা রাতারাতি আপনার মানি ২০০%, ৪০০% বানিয়ে দিবে। আবার অনেকে "নিকলাস ডারভাস" কে ছাড়িয়ে নতুন নতুন থিওরী আবিষ্কার করে টাকার পাহাড় তৈরী করে দিচ্ছেন।
এবার পয়েন্টে আসি- আমরা যদি এদের কথা বিশ্বাস করে আইটেম নিতেও চাই- অন্য অন্য ব্যাবসার মতো যদি মেকানিজম টা বোঝার চেষ্টা করি, তাহলেও কিন্তু হয়। কিন্তু আমরা সেটাও করি না।
তাহলে আমারা একটু বুঝি...
কিভাবে শেয়ার অর্থ তৈরির হাতিয়ার হবে?
১) হাতবদলের মধ্যমে যেটাকে বলে Capital gain
২) কোম্পানি কতৃক প্রদানকৃৃত লভ্যাংশ বা Revenue gain
এখন, নিয়ম হলোঃ
কোম্পানির আয় যত ভালো হবে শেয়ারটি তত হাতবদল হতে হতে দর বাড়বে, আর কোম্পানির আয় যত কম বা খারাপ হবে তত হাতবদল হতে হতে দর কমতে থাকবে।
এর বাইরে যেটা হবে তা "আটিফিসিয়াল" বা "গ্যাম্বলিং"।
এখন, ব্যাপারটা হলো আপনি কোন দলে যাবেন?
যদি ব্যাবসা টা যৌক্তিক ভাবে চিন্তা করেন, তাহলে দেখবে হবে,
যে শেয়ারটা কিনছি সেটার দাম কোম্পানির পারফরম্যান্সের সাথে Match করছে কি-না। আর এটা যত ভালো পারবেন, আপানার তত লাভবান হবার সম্ভবনা তৈরি হবে।
(এ কাজ টা খুব একটা সহজ নয়, এটা মাথায় রাখতে হবে)
আবার,
যদি বিকল্প পন্থা বেছে নেন, আইটেম কালেক্ট করে ব্যাবসা করতে চান, করতে পারেন তবে মনে রাখতে হবে জুয়ার টেবিলে যতজনই বসুক, জেতে কিন্তু একজন।
অতএব, আইটেমবাজি যারা করেন তারা নিজে নিজেকে জেতাবেন নাকি আপনাকে জেতাবেন- এটা Question থেকে যায়।
অতএব, আপনার নিজের সচেতন থাকতে হবে।
(বলাবাহুল্য - এটা আরো কঠিন কাজ)
এতগুলো কথার মূল কথা হলো - আপনি এখন যেটাই করেন এই পয়েন্ট দুটো যদি মনে রেখে সিদ্ধান্ত নেন, একটু হলেও আপনার Business এর ঝুঁকি কমবে।
এবার আসুন একটা গল্প শোনাই...
এক নাপিত দাঁড়ি কাটতে নিয়ে "ফোঁড়া"কেটে ফেলে এবং লোকটা দীর্ঘদিনের ফোঁড়ার যস্ত্রনার হাত থেকে রক্ষা পায়।
আর ফোঁড়া নিয়ে ওই লোকটা দীর্ঘদিন ভুগছিল, কোন ডাক্তার তার সুচিকিৎসার করতে পারে নাই।
এ খবর চারদিকে দিকে ছড়িয়ে পড়লে মানুষ ডাক্তারের কাজে যাওয়া বাদ দিয়ে নাপিতের কাছে ফোঁড়া কাটা শুরু করলো। ডাক্তাররা সবাই বেকার হয়ে পড়ল। সব ডাক্তার মিলে মিটিং করে সিদ্ধান্ত নিলো "নাপিত" কে ফোঁড়া কাটার সঠিক নিয়ম-কানুন শিখিয়ে দিতে হবে। এরপর যথারীতি নাপিত কে নিয়ম-কানুন শেখানো হলো এবং বুঝিয়ে দেওয়াহলো এরকম না জেনে-শুনে ফোঁড়া কাঁটলে কি ধরনের বিপদ হতে পারে?তারপর নাপিতের কাছে যখন মানুষ ফোঁড়া কাঁটতে আসা শুরু করল, নাপিত ফোঁড়া কাঁটতে ব্যর্থ হল। কারন সে বুঝে গেছে- যে কাজটা সে করছিল সেটা কতটা বিপদজনক!
এখন, আলোচিত বিষয়গুলো বিবেচনায় নিলে নাপিতের ফোঁড়া কাটার মতো অবস্থা হতে পারে। কারন হয়তো এমন হলো বাঁজে শেয়ারটার দাম অনেক বেড়ে গেলো আর ভাল শেয়ার কিনলেন, সেটা হয়ত বাড়লো না।
কিন্তু মূল বিষয় টা হলো- আমাদের বুঝতে হবে আইটেমের পেছনে ছুটে সাময়িক লাভবান হলেও দীর্ঘ মেয়াদে টেকসই হবে না। আজ যা ইনকাম হবে কাল তার ডবল খোয়াতে হবে।
কিন্তু যৌক্তিক বিনিয়োগ করলে Business ধীরে ধীরে হলেও লাভের অংশ টা মূলধনের সাথে থেকে যাবে।
শেষ কথা হলো আমরা যে ধরনের Investment ই করি না কেন পারসোনালি কার কতটুকু ঝুঁকি নেবার Capacity আছে, সেটা বোঝা জরুরী। এ বিষয়টা বিবেচনায় নিয়ে Investment করা উচিৎ।
16354